আজিজি মসজিদ, উত্তর সুমাত্রা ইন্দোনেশিয়ার মুসলমানদের একটি উপাসনালয়। যা তেনজাং পুরা, উত্তর সুমাত্রায় অবস্থিত। এটি ছিল লাংকাট সালতানাতের রাজকীয় মসজিদ।[২]
আজীজি মসজিদ | |
---|---|
Masjid Azizi | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
প্রদেশ | উত্তর সুমাত্রা |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | তেনজাং পুরা,উত্তর সুমাত্রা ইন্দোনেশিয়া |
স্থানাঙ্ক | ৩.৮৯১৫২৬° উত্তর ৯৮.৪২৩৯৭৩° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | মুঘল স্থাপত্য |
ভূমি খনন | ১৮৯৯ |
সম্পূর্ণ হয় | ১৩ জুন, ১৯০২ |
নির্মাণ ব্যয় | ২০০,০০০ রিংগিত |
বিনির্দেশ | |
সম্মুখভাগের দিক | পশ্চিম |
ধারণক্ষমতা | ২,০০০ |
দৈর্ঘ্য | ২৫ মিটার (৮২ ফু) |
প্রস্থ | ২৫ মিটার (৮২ ফু) |
উচ্চতা (সর্বোচ্চ) | ৩০ মিটার (৯৮ ফু) |
গম্বুজসমূহ | সর্বমোট ২১, ৪ প্রথান গম্বুজ |
গম্বুজের উচ্চতা (বাহিরে) | ২০ মিটার (৬৬ ফু)[১] |
মিনার | ১ |
মিনারের উচ্চতা | ৬০ মিটার (২০০ ফু) |
ইতিহাস
লাংকাট সালতানাতের উনিশ শতকের শেষের শাসক এবং টেংকু সুলতানের হাজী মুসা আল-খালিদী আল-মুয়াজজম সিয়াহর পুত্র টেংকু সুলতান আবদুল আজিজের নির্দেশে ১৮৮৯ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। [৩] মসজিদটির নকশা করেছিলেন এক জার্মান স্থপতি। বেশিরভাগ নির্মাণ শ্রমিক লাংকাট রিজেন্সি-র চীনা বাসিন্দা ছিলেন। পেনাং এবং সিঙ্গাপুর থেকে বাতাং সেরানগান নদীর মাধ্যমে নির্মাণ সামগ্রী প্রেরণ করা হয়েছিল এবং ৮০ টি গরুর গাড়ি দিয়ে তা স্থানান্তরিত করা হয়েছিল। [৩] মসজিদটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগে আবদুল আজিজ মারা গিয়েছিলেন। সুতরাং নির্মাণকাজটি তাঁর ছেলে টেংকু সুলতান মাহমুদ রহমত সায়াহ হাতে নিয়েছিলেন। [৩] মসজিদটির নির্মাণ কাজ ১৩ই জুন, ১৯০২ সালে শেষ হয়েছিল। ১৯২৬ সালে মসজিদটিতে একটি মিনার যুক্ত করা হয়।[৪]
১৯৭৮-১৯৭৯, ১৯৮০-১৯৮১ এবং ১৯৯০-১৯৯১ সালে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছিল।[৪]
মসজিদ
মসজিদ কমপ্লেক্সটি প্রায় ৩ হেক্টর (৭.৪ একর) জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রধান প্রার্থনা হলটি প্রায় ২৫x২৫ মিটার। প্রধান প্রার্থনা হলের উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে তিনটি মুঘল স্টাইলের প্রবেশদ্বার রয়েছে। মসজিদটির রয়েছে মুঘল-স্টাইলের গম্বুজ রয়েছে যা তামা দিয়ে সজ্জিত। সবচেয়ে ভারী গম্বুজটির ওজন প্রায় ৪০ টন। [৩] অভ্যন্তর প্রধানত মার্বেল পাথর ও ইতালিয়ান স্ফটিক ঝাড়বাতি দিয়ে সজ্জিত। [৩] মসজিদ কমপ্লেক্সের ভিতরে ল্যাংকাট সালতানাতের অন্তর্ভুক্ত রাজ পরিবারের বেশ কয়েকটি সমাধি রয়েছে। [৪]
মালয়েশিয়ার কেদাহ শহরের জহির মসজিদের নির্মাণশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে আজিজি মসজিদের স্থাপত্য নির্মাণ করা হয়। [৪]
আরো দেখুন
- ইন্দোনেশিয়ায় ইসলাম
- ইন্দোনেশিয়ার মসজিদগুলির তালিকা
তথ্যসূত্র
কাজ উদ্ধৃত
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.