আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
আজমিরীগঞ্জ সদর | |
---|---|
ইউনিয়ন | |
আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩২′৪৪.০০২″ উত্তর ৯১°১৪′৩০.৯৯৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | আজমিরীগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোবারুল হোসেন |
আয়তন | |
• মোট | ১,৩৩৭ হেক্টর (৩,৩০৪ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৮,৮৬৫ |
• জনঘনত্ব | ৬৬০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ০২ ১৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আজমিরীগঞ্জ উপজেলার সদর দপ্তর (উপজেলা পরিষদ) আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত। আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে কালনী নদী। আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন আজমিরীগঞ্জ উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। এই ইউনিয়নে রয়েছে একটি পৌরসভা। এই ইউনিয়নের উত্তর দিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলা, পূর্ব দিকে বদলপুর, জলসূখা ও শিবপাশা ইউনিয়ন, দক্ষিন দিকে কাকাইলছেও ইউনিয়ন এবং পশ্চিম দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা অবস্থিত।
গ্রামের তালিকা
০১। হাসামপুর
০২। বাশহাটিয়া
০৩। নোয়াব্দা
০৪। বিরাট
০৫।দুলংপর
০৬। নরোত্তম হাটি
০৭। উদ্ধবপুর
০৮। মির্জাপুর
০৯। আঐ
১০। মধুসুদনপুর
১১। শুক্রীবাড়ী
১২। ফতেপুর
১৩। ইসলামপুর
১৪। নয়ানগর
১৫। গুচ্ছগ্রাম
১৬। রনিয়া
শিক্ষার হার : ৩৬%।
শিক্ষা প্রতিষ্ঠান
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ৪৪টি |
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় | ১৮টি |
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | ২টি |
জুনিয়র উচ্চ বিদ্যালয় | ১টি |
উচ্চ বিদ্যালয় (সহশিক্ষা | ৬টি |
উচ্চ বিদ্যালয় (বালিকা) | ১টি |
দাখিল মাদ্রাসা | ১টি |
কলেজ (সহপাঠ) | ২টি |
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ মরহুম হাফিজ উদ্দিন আফাই (১৯৭৭-১৯৮০-১৯৮০) ইং সালে পর্যন্ত টানা তিন বার আজমিরীগঞ্জ ১ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন । তিনি ততকালীন সময় বাংলাদেশে সেরা ইউনিয়ন চেয়ারম্যান স্থান অর্জন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্টপতি তাঁকে সেরা ইউনিয়ন চেয়ারম্যান পদকে পুরস্কৃত করেন । পরবর্তী তিনি আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে (১৯৮৫-১৯৮৯) ইং সাল পর্যন্ত টানা ২ বার চেয়ারম্যান নির্বাচিত হন ও বাংলাদেশ সরকারে সেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদকের স্থান অর্জন করেন । | ||
০২ | ||
০৩ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.