Loading AI tools
সুমন ধর পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আগন্তুক (সরলার্থ: অথিতি, হঠাৎ উপস্থিত ব্যক্তি) হলো ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার সাথে পরিচালনা করেছেন সুমন ধর। গল্প ও চিত্রনাট্য রচনায় সাহায্য করেছেন আনিসুর রহমান। অভি কথাচিত্রের ব্যানারে প্রযোজনা ও পরিবেশনা করেছেন জাহিদ হাসান অভি।[1] পূজা চেরি ও শ্যামল মাওলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যা ২০২৪ সালের ১৭ই জুন মুক্তি পাবে।[2]
আগন্তুক | |
---|---|
পরিচালক | সুমন ধর |
প্রযোজক | জাহিদ হাসান অভি |
চিত্রনাট্যকার | সুমন ধর আনিসুর রহমান মিশু |
কাহিনিকার | সুমন ধর আনিসুর রহমান মিশু |
শ্রেষ্ঠাংশে | পূজা চেরি শ্যামল মাওলা |
সুরকার |
|
চিত্রগ্রাহক |
|
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি | অভি কথাচিত্র |
পরিবেশক | অভি কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
২০২২ সালে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়, পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এর মুক্তি বিলম্বিত হয়।[3][4]
এটি ২০২৪ সালের ১৭ই জুন ইদ উপলক্ষে তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ চলচ্চিত্রের সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে।[5][6]
২০২৪ সালের ১০ জুন সিনেমাটি কর্তন বিহীন ছাড়পত্র পায়।[7] ১১ই জুন ট্রেলার প্রকাশ করা হয়।[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.