Loading AI tools
বাংলা বর্ণমালার দ্বিতীয় স্বরবর্ণ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আ (আধ্বব: /a/ বা /ɐ/) হলো বাংলা লিপির দ্বিতীয় স্বরবর্ণ এবং ২য় বর্ণ। বাংলা লিপির স্বরবর্ণের সংখ্যা মোট ১১টি; তার মধ্যে পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ ৬টি, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ ১টি এবং মাত্রা ছাড়া স্বরবর্ণ ৪টি। ‘আ’ হলো একটি পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ।
আ | |
---|---|
ব্যবহার | |
লিখনপদ্ধতি | বাংলা লিপি |
ধরন | শব্দীয় বর্ণমালা লিপি |
উৎপত্তির ভাষা | বাংলা ভাষা, অসমীয়া ভাষা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, মৈথিলী ভাষা |
উচ্চারণ ব্যবহার | /a/ বা /ɐ/ |
ইউনিকোড মান | U+0986 |
বর্ণমালায় অবস্থান | ২ |
ইতিহাস | |
ক্রমবিকাশ | |
অন্যান্য | |
লেখার দিক | বাম থেকে ডানে |
মৈথিলী ভাষা বাংলা ও কৈথী উভয় লিপি ব্যবহার করে লিখা হয়। তবে মৈথিলী ভাষার বাংলা লিপিতে ‘আ’ এর রূপ অন্য রকম হয়। বাংলা-ভিত্তিক মৈথিলী লিপিতে - এভাবে ‘আ’ লিখা হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.