Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অ-সাম্প্রদায়িক ব্যক্তি বা সংস্থা এমন যে কোনো বিশেষ বা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে অনুসরণ করে না (বা এতে সীমাবদ্ধ নয়)।
শব্দটি জৈনধর্ম,[১] বাহাই ধর্ম,[২] জরাথুস্ট্রবাদ,[৩] ঐক্যবাদী বিশ্বজনীনতা,[৪] আধুনিক পৌত্তলিকতা,[৫] খ্রিস্টধর্ম,[৬] ইসলাম,[৭] ইহুদি ধর্ম,[৮] হিন্দুধর্ম,[৯] বৌদ্ধধর্ম[১০] এবং উইক্কা সহ বিভিন্ন ধর্মের প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে।[১১] এটি ধর্মীয় সম্প্রদায়ের সাথে বিপরীতে দাঁড়িয়েছে। অ-সাম্প্রদায়িক অনুপ্রেরণার ধর্মীয় লোকেরা বিভিন্ন ধর্মীয় বিষয় এবং বিধি-বিধানের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে আরও খোলা মনের হয়ে থাকে। অ-সাম্প্রদায়িক চিন্তাধারার দিকে কিছু ধর্মান্তরিত ব্যক্তিরা তাদের পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলিতে উপস্থিত থাকা ঐতিহ্যগত শিক্ষার উপর বিরোধ দ্বারা প্রভাবিত হয়েছে।[১২] অসাম্প্রদায়িকতা সর্বজনীন উপযোগী নিরপেক্ষতা প্রবর্তনের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে যখন স্থানীয় জনগণ ধর্মীয় বিশ্বাসের বিস্তৃত সেট থেকে উদ্ভূত হয়।[১৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.