অ্যাংলো-পার্সিয়ান বিভাগ, কলকাতা মাদ্রাসা

কলকাতা আলিয়া মাদ্রাসার একটি স্বতন্ত্র ভাষা ইনস্টিটিউট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

অ্যাংলো-পার্সিয়ান বিভাগ, কলকাতা মাদ্রাসা

অ্যাংলো-পার্সিয়ান বিভাগ, কলকাতা মাদ্রাসা (ইংরেজি: Anglo Persian Department Calcutta Madrasah, সংক্ষেপে A. P Department, Calcutta Madrasah) কলকাতা আলিয়া মাদ্রাসার একটি স্বতন্ত্র ভাষা ইনস্টিটিউট, এটি ইনস্টিটিউট ইঙ্গ-ফারসি বিভাগ নামেও পরিচিত ছিলো।[] এই ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিলো কলকাতার শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তোলা, যাতে করে শিক্ষার্থীরা সরকারি অফিস-আদালতে চাকরি করতে পারে।[] ১৮৫৩ সালে কলকাতা মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমোদনে অধ্যক্ষ এলায়স স্প্রেংগারের তত্ত্বাবধায়নে এই বিভাগটি চালু করা হয়। এই বিভাগটি এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছিলো যে, ভারতের ও বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসায় এই বিভাগের সিলেবাস অনুসরণ করে নতুন বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিলো।[]

দ্রুত তথ্য ধরন, স্থাপিত ...
অ্যাংলো-পার্সিয়ান বিভাগ, কলকাতা মাদ্রাসা
Thumb
এপি বিভাগ, কলকাতা মাদরাসা
ধরনকলকাতা আলিয়া মাদ্রাসার ইনস্টিটিউট
স্থাপিত১৮৫৩
মূল প্রতিষ্ঠান
মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতা
ঠিকানা
মাদ্রাসা ক্যাম্পাস
,
ওয়েবসাইটওয়েবসাইট
বন্ধ

ইতিহাস

১৮৫৩ সালে এই মাদ্রাসার কার্যক্রম, গতিবিধি ও শিক্ষাব্যবস্থা তদন্ত করার জন্য প্রাক্তন শিক্ষার্থী নবাব আবদুল লতীফকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।[] এই কমিটির কাজ ছিলো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কেমন চলছে, কীভাবে শিক্ষা সংস্কার করলে মাদ্রাসার ইংরেজি ও ইসলামি আইন শিক্ষা ত্বরান্বিত হবে। নবাব লতিফ তদন্ত শেষে সরকারকে একটি ইংরেজি শিক্ষার উচ্চতর বিভাগ খোলার অনুরোধ করেন, যাতে করে এই মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সমপর্যায়ের দক্ষতা অর্জন করতে পারে।[] এবং এই ইংরেজি শেখার বিশেষ বিভাগ খোলা হলে মাদ্রাসাটি কলকাতার উচ্চ বংশের মুসলিমদের দৃষ্টি করতে সক্ষম হবে। এর পরিপ্রেক্ষিতে ইনস্টিটিউট ইঙ্গ-ফারসি বিভাগ প্রতিষ্ঠা করা হয়। এই ইনস্টিটিউটে উচ্চ ইংরেজি স্কুলের মানের সাথে মিল রেখে ইংরেজি ও ফার্সি ভাষার উপর বিশেষভাবে শিক্ষা প্রদান করা হতো, যাতে করে উচ্চ অভিজাত মুসলিমরা ইংরেজিতে অতি দক্ষ হতে পারে।[]

Thumb
অ্যাংলো-পার্সিয়ান বিভাগ, কলকাতা মাদ্রাসা

অন্তর্ভুক্তি

১৮৫৩ সালে বিভাগটি স্থাপিত হওয়ার পরে ভারত ও বাংলাদেশের বহু মাদ্রাসায় এই বিভাগ চালু করা হয়েছিলো, এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু:

উল্লেখযোগ্য ব্যক্তি

আরো দেখুন

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.