দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে প্রচলিত অনেকগুলি ভাষা অস্ট্রিক ভাষা পরিবার (Austric language family) নামের একটি অধি-পরিবারের অন্তর্ভুক্ত, এ ব্যাপারে অনেকে তত্ত্ব দিয়েছেন। এই ভাষাগুলির মধ্যে আছে তাইওয়ান, মালয় দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, এবং মাদাগাস্কারে প্রচলিত অস্ট্রোনেশীয় ভাষাসমূহ, এবং পূর্ব ভারত, বাংলাদেশ এবং ইন্দোচীন উপদ্বীপে প্রচলিত অস্ট্রো-এশীয় ভাষাসমূহ। কিছু ভাষাবিজ্ঞানী এই ভাষা পরিবারগুলোর মধ্যে সম্ভাব্য বংশগত সম্পর্ক রয়েছে বলে মনে করেন, তবে তা এখনও অপ্রমাণিত রয়ে গেছে।[2][3]

দ্রুত তথ্য অস্ট্রিক, ভৌগোলিক বিস্তার ...
অস্ট্রিক
(প্রস্তাবিত)
ভৌগোলিক বিস্তারদক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, মাদাগাস্কার
ভাষাগত শ্রেণীবিভাগপ্রস্তাবিত ভাষা পরিবার
উপবিভাগ
গ্লটোলগনেই[1]
{{{mapalt}}}
অস্ট্রিক ভাষাসমূহের বিস্তৃতি
  মং-মিয়েন
বন্ধ

এছাড়াও, কিছু কিছু ভাষাবিজ্ঞানী তাই-কাদাই এবং মং-মিয়েনকেও যোগ করেন। এমনকি জাপানিকেও গোড়ার দিকের অণুকল্পতে অস্ট্রিক হিসেবে দেখা গেছে।

ইতিহাস

জার্মান মিশনারি ভিলহেল্ম শ্মিট ১৯০৬ সালে প্রথম অস্ট্রিক অধি-পরিবারটি প্রস্তাব করেন। অস্ট্রো-এশীয় এবং অস্ট্রোনেশীয় দ্বারা গঠিত একটি অস্ট্রিক ফাইলামের অস্তিত্ব সমর্থন করার জন্য তিনি ধ্বনিতাত্ত্বিক, রূপমূলতাত্ত্বিক এবং আভিধানিক মিলের প্রমাণ পেশ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাষা পণ্ডিতদের মধ্যে শ্মিটের প্রস্তাবিত অনুকল্পটি মিশ্রভাবে গৃহীট হয় এবং পরবর্তী দশকগুলিতে কেবল সামান্য কিছু পণ্ডিতের মনোযোগ আকর্ষণ করতে পারে।   

বিশ শতকের শেষ দিকে অস্ট্রিকের উপরে গবেষণা করার আগ্রহ পুনরুত্থিত হয়, যা চূড়ান্ত পরিণতি পায় দুজন ব্যক্তির ফলে। প্রথমত লা ভন এইচ. হাইজের ধারাবাহিক প্রবন্ধের মাধ্যমে। ভন হাইজ অস্ট্রিক ধ্বনিবিজ্ঞানে পুনর্নির্মাণের পাশাপাশি প্রোটো-অস্ট্রিক শব্দভাণ্ডারের একটি সংকলন প্রকাশ করেন। দ্বিতীয়ত লরেন্স রিড, যিনি রূপতাত্ত্বিক প্রমাণাদির উপর দৃষ্টি নিবদ্ধ করেন।

তবে এর পরেও অণুকল্পটির সমর্থনে অনেকেই লিখেছেন। বর্তমানে অণুকল্পটির অবস্থা জানতে Reid 2005 পড়ুন।

বিস্তৃতি

তথ্যসূত্র

রচনাপঞ্জি

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.