অসম্ভব ২০২৩ সালের একটি বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। যা অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম চলচ্চিত্র।[১][২][৩] সরকারি অনুদানে চলচ্চিত্রটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, পারিবারিক সম্পর্ক ও যাত্রাপালার ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে।[৪][৫] মূল কাহিনী ও সার্বিক তত্ত্বাবধানে প্রসূন বিশ্বাস মিঠু এবং সংলাপ ও কাহিনী বিন্যাসে ছিলেন মুজতবা সউদ।[৬]
অসম্ভব | |
---|---|
পরিচালক | অরুণা বিশ্বাস |
রচয়িতা | মুজতবা সউদ (সংলাপ) |
কাহিনিকার | প্রসূন বিশ্বাস মিঠু |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | অমিত চ্যাটার্জি |
সম্পাদক | শহীদুল হক |
প্রযোজনা কোম্পানি | যাত্রা ভিশন |
পরিবেশক | যাত্রা ভিশন টিওটি ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয় শিল্পী
- আবুল হায়াত
- অরুণা বিশ্বাস
- গাজী আবদুন নূর - অমলেন্দু বিশ্বাস [৭]
- সোহানা সাবা
- শতাব্দী ওয়াদুদ
- শাহেদ শরীফ খান
- জিনাত শানু স্বাগতা
- শহীদ কাদরী
- নাফিস আহমেদ
- জ্যোৎস্না বিশ্বাস (অতিথি শিল্পী)
সংগীত
‘অসম্ভব’ চলচ্চিত্রে নির্মিত গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক।[৮]
মুক্তি
চলচ্চিত্রটি ২০২৩ সালের ৩ই নভেম্বর বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯][১০]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.