বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হিন্দু হৃদয় সম্রাট বা অশোক সিংঘল (১৯২৬-২০১৫) বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এর একজন আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ছিলেন। ২০১১ সালের ডিসেম্বরে তার স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে তাকে বিশ্ব হিন্দু পরিষদের অধ্যক্ষ পদ ত্যাগ করেন, যেখানে এখন প্রবীণ তেগড়িয়া বহাল আছেন।[২][৩] অসুস্থ হওয়া সত্তেও মৃত্যুর এক মাস আগে পর্যন্ত কাজ করছিলেন।[৪]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
অশোক সিংঘল | |
---|---|
अशोक सिंघल | |
জন্ম | ১৫ সেপ্টেম্বর ১৯২৬[১] আগ্রা, উত্তর প্রদেশ, ভারত |
মৃত্যু | ১৭ নভেম্বর ২০১৫ ৮৯) | (বয়স
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | বিশ্ব হিন্দু পরিষদ |
দাম্পত্য সঙ্গী | চিরকুমার |
পুরস্কার | ধর্মশ্রী পুরস্কার |
গুড়গাঁও স্থিত মেদান্ত হাসপাতালে দুপুর ২:২৪, ১৭ নভেম্বর ২০১৫ তে তার মৃত্যু হয়। [৫]
Seamless Wikipedia browsing. On steroids.