অলকানন্দা
উদ্ভিদের প্রজাতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অলকানন্দা বা অ্যালামন্ডা বা অ্যালামান্ডা এক প্রকার Allamanda গণভুক্ত ও 'Apocynaceae' পরিবারভুক্ত গাছের ফুল। এই গাছের বৈজ্ঞানিক নাম Allamanda cathartica এবং ইংরেজিতে এই ফুলকে 'Golden Trumpet'[১] বা 'Yellow Bell' নামে ডাকা হয়। এর আদিভূমি ব্রাজিল। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাজিলের এই অ্যালামেন্ডা প্রজাতির ফুলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করেন অলকানন্দা। হলুদ রঙের ফুলই বেশি দেখতে পাওয়া গেলেও হালকা বেগুনি রঙের ফুলও হয়ে থাকে। [২] বাগানের সৌন্দর্যবর্ধন ছাড়াও এটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।
অলকানন্দা Allamanda cathartica | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Asterids |
বর্গ: | Gentianales |
পরিবার: | Apocynaceae |
গণ: | Allamanda |
প্রজাতি: | A. cathartica |
দ্বিপদী নাম | |
Allamanda cathartica L. | |
বড় আকারের হলুদ ফুলটি দেখতে খুবই সুন্দর। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে। জল জমে থাকেনা এমন মাটিতে এটি ভাল জন্মায়। এটি অনেকটা লতাজাতীয় গাছ, তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে বেড়ে ওঠে। ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে এটি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।[৩]। অলকানন্দার ২-৩ টা জাত আছে। এগুলি খয়েরি, ক্রীম, বিস্কুট, সাদা, হলুদ রঙের হয়ে থাকে।
ছবি গ্যালারি
- ভারতের হায়দারাবাদে অ্যালামন্ডা
- কেরালায় অ্যালামন্ডা
- তাইওয়ানে অ্যালামন্ডা
- কম্বোডিয়ায় অ্যালামন্ডা
- অ্যালামন্ডা ফুলের বীজ (ক্যাপসুল)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.