অর্লেয়ঁ
উত্তর-মধ্য ফ্রান্সের লোয়ারে দেপার্ত্যমঁ-র (জেলার) প্রধান শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উত্তর-মধ্য ফ্রান্সের লোয়ারে দেপার্ত্যমঁ-র (জেলার) প্রধান শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অর্লেয়ঁ (ইউকে: /ɔːrˈliːənz,
Orléans | |
---|---|
Prefecture and commune | |
স্থানাঙ্ক: ৪৭°৫৪′০৯″ উত্তর ১°৫৪′৩২″ পূর্ব | |
দেশ | ফ্রান্স |
অঞ্চল | সঁত্র্-ভ্যাল দ্য লুয়া |
অধিদপ্তর | লোয়ারে |
নগরের পৌরসভা | Orléans |
ক্যান্টন | Orléans-1, 2, 3 and 4 and La Ferté-Saint-Aubin |
আন্তঃগোষ্ঠী | Orléans Métropole |
সরকার | |
• মেয়র (2020–2026) | Serge Grouard (LR) |
আয়তন | |
• পৌর এলাকা (2017) | ৩৩৪.৩ বর্গকিমি (১২৯.১ বর্গমাইল) |
• মহানগর (2017) | ২,৯২৫ বর্গকিমি (১,১২৯ বর্গমাইল) |
জনসংখ্যা (Jan. 2017) | ১,১৬,৬৮৫ |
• পৌর এলাকা (2017) | ২,৮৬,২৫৭ |
• পৌর এলাকার জনঘনত্ব | ৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
• মহানগর (2017) | ৪,৪৪,৬৮১ |
• মহানগর জনঘনত্ব | ১৫০/বর্গকিমি (৩৯০/বর্গমাইল) |
বিশেষণ | Orléanais |
সময় অঞ্চল | সিইটি (ইউটিসি+০১:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিইএসটি (ইউটিসি+০২:০০) |
আইএনএসইই/ডাক কোড | 45234 /45000 |
উচ্চতা | ৯০–১২৪ মি (২৯৫–৪০৭ ফু) (avg. ১১৬ মি অথবা ৩৮১ ফু) |
ওয়েবসাইট | www |
অর্লেয়ঁ লোয়ার নদীর তীরে অবস্থিত। ২০১৭ সালের হিসাব অনুযায়ী এই পৌরসভায় ১১৬,৬৮৫ জন বাসিন্দার বসবাস
কানাডার কুইবেকের ইল ডি'অরলিয়ান্স ফ্রান্সের অরলিন্সের নামানুসারে যেমন অর্লানস, অন্টারিও এবং নিউ অরলিন্স,লুইসিয়ান নামকরণ করা হয়েছে । (ফরাসি: লা নুভেল-অরলানস )
অর্লেয়ঁ লোয়ার নদীর দক্ষিণ বাঁকে অবস্থিত, নদীটি পূর্ব থেকে পশ্চিমের দিকে গমনরত। অর্লেয়ঁ সুলি-সুর-লোয়ার এবং চ্যালোন্স-সুর-লোয়ারের মধ্যে লোয়ার ভ্যালি অন্তর্গত, যেটি ২০০০ সালে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহাসিক স্থা্নের তালিকায় জায়গা করে নেয়।অর্লেয়ঁর রাজধানী, প্যারিসের ১২০ কি,মি, দক্ষিণ-পশ্চিমে অবস্থিত, উত্তরে বিউস এবং অর্লান ফরেস্ট দ্বারা সীমাবদ্ধ। লোয়ার নদীর উপর দিয়ে পাঁচটি ব্রিজ শহরটিকে অতিক্রম করেছে, এগুলো হচ্ছে ইউরোপ ব্রিজ, নেওফ ব্রিজ, মার্শাল জোফ্রে ব্রিজ, জর্জ-ভি ব্রিজ(রয়াল ব্রিজ), রেন-ও ব্রিজ এবং ভিয়ারজন ব্রিজ(রেল ব্রিজ)।
লোয়ারের উত্তরে জর্জ-ভি ব্রিজে ১১০মি, উচ্চতার একটি ছোট্ট টিলা পাওয়া যায়, যেটি আস্তে আস্তে ১২৫মি, উঠে ক্রোইস ফ্রিউরিতে যায়, Fleury-les-Aubrais এর সীমানায়। অপরদিকে, দক্ষিণে একটি অবতল ভূমি রয়েছে যেটি সমুদ্র সমতল থেকে ৯৫মি, (৩১২ফুট) নিচু। এটি বন্যার ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অর্লেয়ঁর লোয়ার একটি নিমজ্জিত পরিখা দ্বারা পৃথক করা যেটি dhuis নামে পরিচিত, এর উত্তরে গ্রান্ডে লোয়ার এবং দক্ষিণে পেটাইট লোয়ার। পরিখাটি একটি বিশাল ব্যবস্থাপনার অংশ যা পূর্বে নাব্যতা রক্ষার জন্য অনুমদিত হয়েছিলো।
লোয়ার একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন এবং ট্রেডিং রুট ছিলো। পরিখার ফলে, সমুদ্রগামী জাহাজের আকার বৃদ্ধির সাথে , Nantes পর্যন্ত বড় জাহাজগুলো এখন মোহনায় চলাচল করতে পারে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.