Loading AI tools
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অর্পিতা পাল চট্টোপাধ্যায় (জন্ম: ১৯৭৪) টলিউড চলচ্চিত্রে প্রদর্শিত একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।[১][২][৩][৪][৫][৬] ১৯৯৯ সালে প্রভাত রায় পরিচালিত তুমি এলে তাই চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে টলিউড চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে।
অর্পিতা পাল চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | ১৯৭৪ কলকাতা, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৯–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বি. ২০০২) |
সন্তান | ত্রিসেনজিৎ চট্টোপাধ্যায় |
২০০২ সালে অর্পিতা পশ্চিমবঙ্গের বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। তাদের ত্রিসেনজিৎ চট্টোপাধ্যায় নামে এক ছেলে রয়েছে।[৭]
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে |
বছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
১৯৯৯ | তুমি এলে তাই | বাংলা | ||
অসুখ | মৃত্তিকা | বাংলা | [৮] | |
অণুপমা | বাংলা | |||
২০০০ | উৎসব | সম্পা | বাংলা | [৮] |
পরমিতার এক দিন | অর্পিতা চট্টোপ্ধ্যায় | বাংলা | [৮] | |
২০০১ | প্রতিবাদ | বাংলা | [৮] | |
দাদাঠাকুর | বাংলা | |||
২০০২ | ইনকিলাব | বাংলা | ||
দেবদাস | পার্বতী | বাংলা | [৮] | |
দেবা | বাংলা | [৮] | ||
২০০৭ | পাগল প্রেমী | গীতাঞ্জলী | বাংলা | [৮] |
২০১০ | একটি তারার খোঁজে | রানি | বাংলা | [৮] |
ল্যাবরেটরি | বাংলা | |||
২০১২ | অভিমান | বাংলা | ||
দত্ত ভার্সেস দত্ত | চিনা | বাংলা | [৮] | |
২০১৩ | সত্যান্বেশী | অলকা | বাংলা | [৮] |
২০১৪ | চৌরঙ্গ | নিধি | বাংলা | [৮] |
ফোর্স | লাবণ্য | বাংলা | [৮] | |
চতুষ্কোন | জ্যোৎস্না মুখোপার্ধায় | বাংলা | [৮] | |
বোধন | বাংলা | ভারতীয় পরিদৃশ্য ২০১৪[৮] | ||
২০১৫ | শব | রাইনা | বাংলা | [৮] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.