ধাতুকল্প
একধরনের মৌলিক পদার্থ, যা ধাতু ও অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয়ের ধর্ম প্রকাশ করে উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ধাতুকল্প বা অর্ধধাতু অথবা উপধাতু বা অপধাতু হলো একধরনের মৌলিক পদার্থ, যা ধাতু ও অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয়ের ধর্ম প্রকাশ করে। ধাতুকল্পের কোনও নির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও, রসায়নবিদ্যায় এই শব্দটি বহুল ব্যবহৃত। সাধারনভাবে ৬ টি মৌলকে ধাতুকল্প হিসেবে ধরা হয়। যেগুলি হলো: বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম। আরও ৫ টি মৌল, যাদের ধাতুকল্প বলা যেতে পারে, তারা হলো: কার্বন, অ্যালুমিনিয়াম, সেলেনিয়াম, পোলোনিয়াম এবং অ্যাস্টাটিন।
ধাতুকল্প হিসাবে স্বীকৃত মৌলসমূহ | ||||||
---|---|---|---|---|---|---|
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ||
২ | B বোরন |
C কার্বন |
N নাইট্রোজেন |
O অক্সিজেন |
F ফ্লোরিন | |
৩ | Al অ্যালুমিনিয়াম |
Si সিলিকন |
P ফসফরাস |
S সালফার |
Cl ক্লোরিন | |
৪ | Ga গ্যালিয়াম |
Ge জার্মেনিয়াম |
As আর্সেনিক |
Se সেলেনিয়াম |
Br ব্রোমিন | |
৫ | In ইন্ডিয়াম |
Sn টিন |
Sb এন্টিমনি |
Te টেলুরিয়াম |
I আয়োডিন | |
৬ | Tl থ্যালিয়াম |
Pb লেড |
Bi বিসমাথ |
Po পোলোনিয়াম |
At এস্টাটিন | |
Commonly recognized (93%): B, Si, Ge, As, Sb, Te
Irregularly recognized (44%): Po, At
Less commonly recognized (24%): Se
Rarely recognized (9%): C, Al
Arbitrary metal-nonmetal dividing line: between Be and B, Al and Si, Ge and As, Sb and Te, Po and At | ||||||
Recognition status, as metalloids, of some elements in the p-block of the periodic table. Percentages are median appearance frequencies in the lists of metalloids.[n ১] The staircase-shaped line is a typical example of the arbitrary metal–nonmetal dividing line found on some periodic tables. |
ধাতুর মত দেখতে হলেও ধাতুকল্পগুলি সাধারণত ভঙ্গুর হয় এবং এদের তড়িত্ পরিবাহিতা কম হয়। রাসায়নিক বিক্রিয়ায় ধাতুকল্প বেশিরভাগ ক্ষেত্রেই অধাতুর মতো আচরণ করে।

তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.