শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
অর্জুন তেন্ডুলকর
ভারতীয় ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
অর্জুন তেন্ডুলকর (মারাঠি: अर्जुन तेंडुलकर; জন্ম ২৪ সেপ্টেম্বর ১৯৯৯) হলেন একজন ভারতীয় ক্রিকেটার[২] ও শচীন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকর[৩] পুত্র।[৪] তিনি একজন বাম-হাতি ব্যাটসম্যান ও বাম-হাতি ফাস্ট বোলার। ২০২১ এর ১৫ ফেব্রুয়ারি, ২০২০-২১ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হারিয়ানার বিপরীতে মুম্বাইয়ের হয়ে টুয়েন্টি২০ ক্রিকেট তার অভিষেক হয়।[৫] অভিষেক ম্যাচে ৩ ওভার বোলিং করে ৩৪ রান এর বিনিময়ে একটি উইকেট লাভ করেন।[৬]
Remove ads
২০২১ এর ফেব্রুয়ারিতে, ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতার পূর্বে খেলোয়াড় নিলামে[৭][৮] তেন্ডুলকরকে ₹ ২০ লাখ (ইউএস$ ২৪,৪৪৬.৬) বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্স ক্রয় করে নেয়।[৯] ১৬ এপ্রিল ২০২৩ তারিখে, ২০২৩ আইপিএল প্রতিযোগিতার ২২তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপরীতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়।[১০] অর্জুন ২ ওভার বল করে ১৭ রান খরচ করেন কিন্তু কোন উইকেটের দেখা পাননি। প্রথম পিতা-পুত্র জুড়ি যারা আইপিএল খেলেন।[১১]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads