অরুণাচল জংশন রেলওয়ে স্টেশন
ভারতের অসম রাজ্যে একটি রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অরুণাচল জংশন রেলওয়ে স্টেশন হল আসামের শিলচর কাছাড় জেলার একটি ছোট রেলওয়ে স্টেশন। এর কোড হল ARCL।
অরুণাচল রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | শিলচর, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৪.৮৫৫৭° উত্তর ৯২.৭৪২৮° পূর্ব |
উচ্চতা | ২৬ মিটার (৮৫ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
লাইন | লামডিং–সাব্রুম রেলপথ |
প্ল্যাটফর্ম | ১ |
রেলপথ | ৩ |
সংযোগসমূহ | অটো রিক্সা, বাস, টেক্সি |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূমিগত) |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | ARCL |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | লামডিং রেল বিভাগ |
ইতিহাস | |
আগের নাম | আসাম বেঙ্গল রেলওয়ে |
অবস্থান | |
অবস্থান
রেলওয়ে স্টেশনটি শিলচর শহরে অবস্থিত।
অবকাঠামো
স্টেশনটি ৩টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত।
লাইন
১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রডগেজ রূপান্তর যাতে ভারতীয় রেলওয়ের উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং - বদরপুর - শিলচর রেলওয়ে সেকশনের অংশ হিসেবে অক্টোবর ২০১৪ সালে রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ শুরু হয়। [১][২][৩]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.