Loading AI tools
ভারতীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অমৃতা রাও (জন্ম: ১৭ই জুন ১৯৮১) হলেন একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী।
অমৃতা রাও | |
---|---|
জন্ম | অমৃতা রাও ১৭ জুন ১৯৮১ মুম্বাই, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | সোফিয়া কলেজ |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০২-বর্তমান |
আত্মীয় | প্রীতিকা রাও (বোন) |
তিনি মনোবিজ্ঞানে স্নাতক হন। তিনি সাধারণত মুম্বাইয়ে থাকেন। তাঁর ইংরেজি, হিন্দি, মারাঠি এবং কোঙ্কনি ভাষার জ্ঞান রয়েছে।[1]
তিনি ২০১৬ সালে আরজে আনমলকে বিয়ে করেন।[2]
মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন অমৃতা। তাঁর মডেলিংয়ের অভিষেক এমন এক সময় হয়েছিল যখন ফেস ক্রিম প্রচারের জন্য ৬০ জন মডেল বেছে নেওয়া হয়েছিল। তিনি তখন ছাত্রী ছিলেন। এর পরে ১৪ মাসেরও কম সময়ে তিনি ৩৫ টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন। এমনকী খুব ব্যস্ত জীবনের পরেও তিনি ছিলেন ক্লাসের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ক্যাডবেরি পার্ক এবং ব্রু কাফির অ্যাডে দুর্দান্ত অভিনয় করার পরে তিনি বলিউডের ছবিতে কাজ করার অফার পেতে শুরু করেন। তাঁর প্রথম ছবিটি ছিল রা কে কানওয়ার পরিচালিত আব কে বারাস (২০০২)। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত কেএন ঘোষের চলচ্চিত্র ইশক ভিশক থেকে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। এর পরে ২০০৮ সালে, মে মজাক কররেহি ঠি ও ২০০৫ সালে বাহ! লাইফ হো আইসির মতো সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাঁর কয়েকটি চলচ্চিত্র বক্স অফিসে ব্যর্থ হয়েছে, যেমন দিওয়ার, শিকার (২০০৫), পাইরে মোহন (২০০৮)। তাঁর সর্বাধিক সফল চলচ্চিত্র বিবাহ (হিন্দি চলচ্চিত্র) (২০০৭) । ছবিটি একটি অত্যন্ত সফল চলচ্চিত্র এবং বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের পাশাপাশি এটি ভারতীয় দর্শকদের ও পছন্দ হয়েছিল।
সাল | ছবি | চরিত্র | অন্যান্য তথ্য |
---|---|---|---|
২০১৬ | সাতসাং | টিবিএ | প্রি-প্রোডাকশন |
২০১৬ | দ্য লিজেন্ড অব কুনাল | কাঞ্চনমালা | প্রি-প্রোডাকশন |
২০১৩ | সত্যাগ্রহ | সুমিত্রা | |
২০১৩ | সিং সাব্বব দ্য গ্রেট | শিখা চতুরভেদী | |
২০১৩ | জল্লি এলএলবি | সন্ধ্যা | |
২০১১ | লাভ ইউ মিঃ কালাকার | রিতু | |
২০১০ | জানে কাহান সে আয়ি হ্যায় | তারা'র বোন | বিশেষ উপস্থিতি |
২০০৯ | লাইফ পার্টনার | অঞ্জলী | বিশেষ উপস্থিতি |
২০০৯ | শর্ট কাট - দ্য কন ইজ অন | মানসী | |
২০০৯ | ভিক্টরি | নন্দিনী | |
২০০৮ | ওয়েলকাম টু সজ্জনপুর | কমলা | |
২০০৮ | শাউরিয়া | নীরজা রাঠর | |
২০০৭ | অথিধী | অমৃতা | |
২০০৬ | তুম হি তো হো | টিনা | ঘোষিত |
২০০৬ | বিবাহ | পুনম | |
২০০৬ | পেয়ারে মোহন | প্রিয়া | |
২০০৬ | মাই নেম ইজ আ্যন্থনি গনসালেভস্ | ||
২০০৬ | শিখর | মাধবী | |
২০০৫ | বাহ! লাইফ হো তো আ্যয়সি | পিয়া | |
২০০৫ | দিওয়ার | রাধিকা | |
২০০৪ | ম্যায় হুঁ না | সঞ্জনা | |
২০০৪ | মাস্তি | আঁচল | |
২০০৩ | ইশক ভিশক | পায়েল | বিজয়ী: সেরা নবাগতা: ফিল্মফেয়ার(২০০৩) |
২০০২ | দ্য লিজেন্ড অফ ভগত সিং | মনিওয়ালি | |
২০০২ | আব কে বরস্ | অঞ্জলি থাপার/নন্দিনী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.