অমরকণ্টক

মানববসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

অমরকণ্টকmap

অমরকণ্টক (ইংরেজি: Amarkantak) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের শাহদোল জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।

দ্রুত তথ্য অমরকণ্টক, দেশ ...
অমরকণ্টক
শহর
Thumb
অমরকণ্টক
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২.৬৭° উত্তর ৮১.৭৫° পূর্ব / 22.67; 81.75
দেশ ভারত
রাজ্যমধ্য প্রদেশ
জেলাশাহদোল
উচ্চতা১,০৪৮ মিটার (৩,৪৩৮ ফুট)
জনসংখ্যা (২০০১)
  মোট৭,০৭৪
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
বন্ধ

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৬৭° উত্তর ৮১.৭৫° পূর্ব / 22.67; 81.75[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১০৪৮ মিটার (৩৪৩৮ ফুট)।

তাৎপর্য

মন্দিরময় পুরনো শহর ‘তীর্থরাজ’ অমরকন্টক। সেখানে ভারতের দুই উল্লেখযোগ্য পর্বত বিন্ধ্য এবং সাতপুরা মিলিত হয়েছে মৈকাল পর্বতের সঙ্গে। নর্মদা এবং শোন নদীর উত্পত্তিস্থলও এই অমরকন্টক।[২]

নর্মদার উত্সস্থলে ‘নর্মদা উদ্গম’কে ঘিরে রয়েছে একটি বিশাল কুণ্ড, তার পাশে নতুন এক মন্দির। বিশাল রাজকীয় প্রবেশদ্বার সেই মন্দিরের। নর্মদার উত্সমুখ জলের প্রায় ১২ ফুট নিচে, যেখানে নর্মদেশ্বর রয়েছেন। মহাদেবের স্বেদগ্রন্থী থেকে সৃষ্ট এই নর্মদা। বছরে দু’এক বার কুণ্ডের পিছন-দরজা খুলে জল ছেঁচে ফেলার পর ফের কুণ্ড ভর্তি করে দরজা বন্ধ করে দেওয়া হয়। সেই সময় নর্মদেশ্বরের মন্দিরে প্রবেশ করা যায়।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের জনগণনা অনুসারে অমরকণ্টক শহরের জনসংখ্যা হল ৭০৭৪ জন।[৩] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।

এখানে সাক্ষরতার হার ৬৮%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৮% এবং নারীদের মধ্যে এই হার ৫৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে অমরকণ্টকের সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.