অভীক মুখোপাধ্যায়
ভারতীয় চিত্রগ্রাহক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অভীক মুখোপাধ্যায় একজন ভারতীয় চিত্রগ্রাহক, যিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।[১] তিনি ৪ বার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২ বার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।[২] তিনি মৃণাল সেন, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুজিত সরকার, সুজয় ঘোষ সহ বিভিন্ন চলচ্চিত্র পরিচালকের সাথে কাজ করেছেন।
কর্মজীবন
তিনি চোখের বালি, পাতালঘর, ভাল থেকো, রেইনকোট, দোসর, দ্য লাস্ট লিয়ার, অন্তহীন, চিত্রাঙ্গদা: দ্য ক্রাউনিং উইশ, অক্টোবর এবং সর্দার উধম সহ বিভিন্ন চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।
চলচ্চিত্রের তালিকা
পুরস্কার ও মনোনয়ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ফিল্মফেয়ার পুরস্কার
বছর | বিভাগ | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|
২০২১ | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | গুলাবো সিতাবো | [১৯] |
২০২২ | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | সর্দার উধম | [২০] |
আইফা পুরস্কার
বছর | বিভাগ | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|
২০২২ | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | সর্দার উধম | [২১] |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.