অণ্ডাল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অণ্ডাল (ইংরেজি: Andal) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি শহর।
অণ্ডাল | |
---|---|
শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩.৬০° উত্তর ৮৭.২০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম বর্ধমান |
উচ্চতা | ৭৬ মিটার (২৪৯ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৯২২ |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
অণ্ডাল ২৩.৬০° উত্তর ৮৭.২০° পূর্ব-এর মধ্যে অবস্থিত। আসানসোল-দুর্গাপুর অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকাতে গঠিত। এই অঞ্চল দুটি শক্তিশালী নদী দামোদর এবং অজয়ের মাঝে অবস্থিত। এ অঞ্চলে নদী দুটি একে অপরের সাথে সমান্তরালভাবে প্রবাহিত হয়। দুটি নদীর মাঝখানে দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। যুগে যুগে অঞ্চলটি ব্যাপকভাবে বনভূমি দ্বারা আবৃত ছিল এবং লুণ্ঠনকারী ও ডাকাতদের মুক্ত অঞ্চল ছিল। অষ্টাদশ শতাব্দীতে কয়লা আবিষ্কারের ফলে এই অঞ্চলটি শিল্পায়নের দিকে পরিচালিত হয় এবং বেশিরভাগ বন কেটে পরিষ্কার করা হয়েছে।[1]
প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ছোটো প্রবাহ (নদী) জামুরিয়া অঞ্চলের ইকড়ার কাছে উৎপন্ন হয়, যা তোপসি ও অণ্ডাল পেরিয়ে ওয়ারিয়ার নিকটে দামোদর নদে মিলিত হয়।[2]
অণ্ডাল সমষ্টি উন্নয়ন ব্লকের কিছু অংশ অণ্ডাল থানার এখতিয়ার রয়েছে। থানাটির আওতাধীন এলাকার ক্ষেত্রফল ১০৬ বর্গ কিমি এবং জনসংখ্যা হল ২,৩৬,০০০ জন।[3]
২০১১ সালের জনগণনা অনুসারে অণ্ডাল শহরের মোট জনসংখ্যা হল ১৯,৯২২ জন, যার মধ্যে ১০,৩২১ (৫২%) পুরুষ এবং ৯,৬০৩ (৪৮%) মহিলা। মোট জনসংখ্যার মধ্যে ২,১৭৬ জনের বয়স ৬ বছরের কম। শহরটিতে মোট সাক্ষর ব্যক্তির সংখ্যা ছিল ১৪,৬১৩ জন (জনসংখ্যার ৮২.৩৪% মানুষের বয়স ৬ বছরের বেশি)।[4]
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে অণ্ডাল শহরের জনসংখ্যা হল ১৯,৫০৪ জন।[5] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%। এখানে সাক্ষরতার হার ৭৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮১% এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে অণ্ডাল এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
অণ্ডাল শহরের মধ্যদিয়ে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জাতীয় সড়ক ১৯ অগ্রসর হয়েছে, যা সোনালী চতুর্ভুজের অংশ। এই সড়ক দ্বারা অন্যান্য নগর এবং শহরগুলি থেকে সহজেই অণ্ডালে পৌঁছনো যায়।
অণ্ডাল শহরের সঙ্গে রেল পথে দিয়ে যোগাযোগ করার সর্বোত্তম বিকল্পটি হল অণ্ডাল জংশন রেলওয়ে স্টেশন। এটি হাওড়া-দিল্লি প্রধান রেলপথের উপর অবস্থিত এবং অন্ডাল-সাঁইথিয়া শাখা রেলপথের মাধ্যমে বীরভূম জেলার সাঁইথিয়া শহরের সাথে সংযুক্ত।
কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হল অণ্ডাল শহরের মূল বিমানবন্দর, যা দুর্গাপুর বিমানবন্দর নামেও পরিচিত। এই বিমানবন্দরটি শহরের উত্তর দিকে অবস্থিত। ২৪ এপ্রিল ২০১৫ তারিখে এয়ারলাইন্সের নিয়ন্ত্রক ডিজিসিএ থেকে বিমানবন্দরটি চূড়ান্ত কার্যকরী অনুমোদন পায়।[6] ১০ ই জুন ২০১৫ তারিখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দর থেকে তাদের বাণিজ্যিক সেবা শুরু করার আগেই ভারতীয় বিমান বাহিনী বোয়িং ৭৩৭ ভিআইপি বিমানের উপর দিল্লিতে পৌঁছানোর পর নতুন বিমানবন্দরটি ব্যবহার করার জন্য প্রথম যাত্রী হন।[7] ১৮ মে ২০১৫ তারিখে নির্ধারিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।[8] বর্তমান সময়ে (২০২০-এর ৫ জানুয়ারি পর্যন্ত) বিমানবন্দরটি থেকে এয়ার ইন্ডিয়া সপ্তাহে চারদিন দিল্লি ও হায়দ্রাবাদ শহরকে সংযোগকারী উড়ান পরিচালনা করে এবং স্পাইসজেট প্রতিদিন মুম্বাই ও চেন্নাই শহরকে সংযোগকারী উড়ান পরিচালনা করে। ২০১৯ সালের জানুয়ারি থেকে নভেম্বের মাসের মধ্যে বিমানবন্দরটি দিয়ে ১ লাখের বেশি যাত্রী চলাচল করেছেন।[9][10]
অন্ডালে সাতটি প্রাথমিক, চারটি মাধ্যমিক ও তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। 'অন্ডাল হিন্দু হিন্দি বিদ্যালয়' হচ্ছে অন্ডালের সবচেয়ে বড়ো হিন্দি মাধ্যমিক স্কুল।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.