নেপালি ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অঞ্জন বিষ্ট (নেপালি: अञ्जन विष्ट, ইংরেজি: Anjan Bista; জন্ম: ১৫ মে ১৯৮৮) হলেন একজন নেপালি পেশাদার ফুটবল খেলোয়াড়।[২] তিনি বর্তমানে নেপালি ক্লাব ললিতপুর সিটি এবং নেপাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১৪ সালে নেপালের হয়ে অঞ্জন | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | অঞ্জন বিষ্ট | ||
জন্ম | ১৫ মে ১৯৮৮ | ||
জন্ম স্থান | হেটৌড়া, নেপাল[১] | ||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ললিতপুর সিটি | ||
জার্সি নম্বর | ১৪ | ||
যুব পর্যায় | |||
২০১১–২০১৪ | অখিল নেপাল ফুটবল সংঘ | ||
২০১৪–২০১৬ | মারবেয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৮ | নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী | ||
২০১৮–২০২১ | মনাং মরস্যাংদি | ||
২০২১– | ললিতপুর সিটি | ||
জাতীয় দল‡ | |||
২০১৩–২০১৪ | নেপাল অনূর্ধ্ব-১৭ | ৫ | (৩) |
২০১৫ | নেপাল অনূর্ধ্ব-২০ | ৪ | (৩) |
২০১৬ | নেপাল অনূর্ধ্ব-২৩ | ৬ | (৩) |
২০১৪– | নেপাল | ৪৬ | (৭) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০০, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১১–১২ মৌসুমে, নেপালি ফুটবল ক্লাব অখিল নেপাল ফুটবল সংঘের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে অঞ্জন ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মারবেয়ার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, নেপালি ক্লাব নেপাল সশস্ত্র পুলিশ বাহিনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; নেপাল সশস্ত্র পুলিশ বাহিনীর হয়ে ৩ মৌসুম অতিবাহিত করার পর ২০১৮–১৯ মৌসুমে তিনি মনাং মরস্যাংদিতে যোগদান করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি মনাং মরস্যাংদি হতে নেপালি ক্লাব ললিতপুর সিটিতে যোগদান করেছেন।
২০১৩ সালে, অঞ্জন নেপাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নেপালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত নেপালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৬ ম্যাচে ৭টি গোল করেছেন।
অঞ্জন বিষ্ট ১৯৮৮ সালের ১৫ই মে তারিখে নেপালের হেটৌড়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
অঞ্জনের ফুটবল ক্যারিয়ার শুরু হয় আনফা একাডেমি এর যুবদলের হয়ে। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দলটির হয়ে খেলেন। আহা রারা গোল্ড কাপ টুর্নামেন্টের ১২তম আসরে অঞ্জন আনফা একাডেমি দলের প্রতিনিধিত্ব করেন এবং নেপাল পুলিশ ক্লাব দলের বিপক্ষে ম্যাচে একটি গোল করেন। যদিও ম্যাচে অঞ্জনের দল আনফা একাডেমি পরাজিত হয়।[৩]
আনফা একাডেমি এর যুবদলে ৩ বছর খেলে অঞ্জন ২০১৫ দালে ২০১৫ নেপাল জাতীয় লিগ এর জন্য নেপাল এপিএফ ক্লাব দলে যোগ দেন। ওই টুর্নামেন্টেই সিনিয়র পর্যায়ে অঞ্জনের অভিষেক হয়। লিগের দ্বিতীয় রাউন্ডের মোরাং একাদশ এর বিপক্ষে ম্যাচে অঞ্জন নিজের ক্লাবের হয়ে প্রথম গোল করেন। ওই ম্যাচে এপিএফ ক্লাব দল ৪-১ ব্যবধানে জয়লাভ করে।[৪]
এপিএফ ক্লাবের হয়ে এক মৌসুম খেলে ২০১৬ সালে অঞ্জন স্পেনের দল মারবেলা ইউনাইটেড এফসি দলে যোগ দেন। ২০১৬ সালের ২৮ মার্চ এনইসি ফুটবল ক্লাব দলের বিপক্ষে ম্যাচে অঞ্জন তার দল মারবেলা এফসি এর হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন[৫] এছাড়াও এএসসি ০৯ ডর্টমুন্ড দলের বিপক্ষে খেলায় অঞ্জন দারুণ খেলে নিজের দলের জয়ে অবদান রাখেন।[৬]
অঞ্জন নেপাল অনূর্ধ্ব-১৭, নেপাল অনূর্ধ্ব-২০ এবং নেপাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নেপালের প্রতিনিধিত্ব করেছেন। নেপালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১৫ ম্যাচে অংশগ্রহণ করে ৯টি গোল করেছেন।
২০১৪ সালের ৩১শে অক্টোবর তারিখে, ২৬ বছর, ৫ মাস ও ১৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী অঞ্জন ফিলিপাইনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেপালের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৬২তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় সন্দিপ রায়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৭] ম্যাচটি ফিলিপাইন ০–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] নেপালের হয়ে অভিষেকের বছরে অঞ্জন সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৪ বছর, ১০ মাস ও ১০ দিন পর, নেপালের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৯] ২০১৯ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে, চীনা তাইপেইয়ের বিরুদ্ধে ম্যাচের ৩য় মিনিটে সুজল শ্রেষ্ঠের অ্যাসিস্ট হতে নেপালের হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[১০][১১]
২০১৪ সালে ২০১৪ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের পর জানা গিয়েছিল যে অঞ্জন গানের জগতে নাম লেখানোর পরিকল্পনা করছিলেন।[১২][১৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
নেপাল | ২০১৪ | ১ | ০ |
২০১৫ | ৬ | ০ | |
২০১৬ | ৮ | ০ | |
২০১৭ | ৬ | ০ | |
২০১৮ | ৬ | ০ | |
২০১৯ | ৬ | ২ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ১১ | ৫ | |
সর্বমোট | ৪৬ | ৭ |
Seamless Wikipedia browsing. On steroids.