সুক্রোজ একটি রাসায়নিক যৌগ এবং ডাইস্যাকারাইড অণু। দুটি মনোস্যাকারাইড অণু তথা গ্লুকোজ ও ফ্রুক্টোজের সমন্বয়ে সুক্রোজ গঠিত হয়। এটি উদ্ভিদে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, যেখান থেকে টেবিল সুগার পরিশোধিত করা হয়। এর আণবিক গঠন: C12 H 22O11
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
β-D-ফ্রুক্টোফিউরানোসাইল α-D-গ্লুকোপাইরানোসাইড | |
পছন্দসই ইউপ্যাক নাম
(2R,3R,4S,5S,6R)-2-{[(2S,3S,4S,5R)-3,4-Dihydroxy-2,5-bis(hydroxymethyl)oxolan-2-yl]oxy}-6-(hydroxymethyl)oxane-3,4,5-triol | |
অন্যান্য নাম
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল) |
|
সিএইচইবিআই | |
সিএইচইএমবিএল | |
কেমস্পাইডার | |
ড্রাগব্যাংক | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০০০.৩০৪ |
ইসি-নম্বর |
|
আইইউপিএইচএআর/বিপিএস |
|
পাবকেম CID |
|
আরটিইসিএস নম্বর |
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA) |
|
| |
এসএমআইএলইএস
| |
বৈশিষ্ট্য[1] | |
C12H22O11 | |
আণবিক ভর | ৩৪২.৩০ g/mol |
বর্ণ | সাদা রঙের কঠিন পদার্থ |
ঘনত্ব | ১.৫৮৭ g/cm3, solid |
গলনাঙ্ক | None; decomposes at 186 °C (367 °F; 459 K) |
পানিতে দ্রাব্যতা |
~২০০ g/dL (২৫°C তাপমাত্রায়) (see table below for other temperatures) |
লগ পি | -৩.৭৬ |
গঠন | |
স্ফটিক গঠন | Monoclinic |
Space group | P21 |
তাপ রসায়নবিদ্যা | |
দহনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔcH |
লুয়া ত্রুটি মডিউল:Convert এর 670 নং লাইনে: attempt to index field 'per_unit_fixups' (a nil value)।[2] (Higher heating value) |
ঝুঁকি প্রবণতা | |
নিরাপত্তা তথ্য শীট | ICSC 1507 |
এনএফপিএ ৭০৪ |
০
১ |
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC): | |
LD৫০ (মধ্যমা ডোজ) |
29700 mg/kg (oral, rat)[3] |
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অনাবৃতকরণ সীমা (NIOSH): | |
PEL (অনুমোদনযোগ্য) |
TWA 15 mg/m3 (total) TWA 5 mg/m3 (resp)[4] |
REL (সুপারিশকৃত) |
TWA 10 mg/m3 (total) TWA 5 mg/m3 (resp)[4] |
IDLH (তাৎক্ষণিক বিপদ |
N.D.[4] |
সম্পর্কিত যৌগ | |
সম্পর্কিত যৌগ |
ল্যাক্টোজ ম্যালটোজ |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
মানুষের ব্যবহারের জন্য,আখ বা চিনির বিট থেকে সুক্রোজ নিষ্কাশিত এবং পরিশোধন করা হয়। ক্রান্তীয় বলয় অঞ্চলে চিনিকলে আখ থেকে কাঁচা চিনি উৎপন্ন করা হয় যা বিশুদ্ধ সুক্রোজে পরিশোধনের জন্য অন্যান্য কারখানায় পাঠানো হয়। চিনি বিটের কারখানাগুলি নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থিত যেখানে বিট জন্মে, এবং বিটগুলোকে সরাসরি পরিশোধিত চিনিতে প্রক্রিয়াজাত করা হয়। চিনি পরিশোধন প্রক্রিয়ায় কাঁচা চিনির স্ফটিকগুলোকে দ্রবীভূত করার আগে সেগুলোকে চিনির সিরাপে দ্রবীভূত করা হয় যা ফিল্টার করা হয় এবং তারপর কার্বনের উপর দিয়ে চলে যায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত রঙ থাকলে তা অপসারিত হয়। চিনির শরবত তখন একটি শূন্যতার নিচে ফুটিয়ে কেন্দ্রীভূত করা হয় এবং চূড়ান্ত পরিশোধন প্রক্রিয়া হিসাবে স্ফটিক করা হয় যা পরিষ্কার, গন্ধহীন এবং মিষ্টি স্ফটিক উৎপন্ন করে।
সুস্বাদু ও মুখরোচক খাদ্য উৎপাদন এবং রেসিপির একটি উপাদান হলো চিনি। ২০১৭ সালে বিশ্বব্যাপী প্রায় ১৮৫ মিলিয়ন মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল। [5]
দন্তক্ষয়ের ক্ষেত্রে সুক্রোজ বিপজ্জনক উপাদান। কারণ স্ট্রেপটোকক্কাস মিউটান ব্যাকটেরিয়া সুক্রোজকে আঠালো, বহিকোষীয়, ডেক্সট্রান -ভিত্তিক পলিস্যাকারাইডে রূপান্তরিত করে। ফলে এগুলো একত্রিত হয়ে ফলক গঠন করে। সুক্রোজই হলো একমাত্র চিনি যা এই ব্যাকটেরিয়া স্টিকি পলিস্যাকারাইড তৈরিতে ব্যবহার করতে পারে। [6]
ব্যুৎপত্তি
১৮৫৭ সালে ইংরেজ রসায়নবিদ উইলিয়াম মিলার সর্বপ্রথম সুক্রোজ শব্দটি ব্যবহার করেছিলেন। [7] ফরাসি সুক্র অর্থ ("চিনি") এবং -ওসের অর্থ শর্করা। সংক্ষিপ্ত সুক প্রায়ই বৈজ্ঞানিক সাহিত্যে সুক্রোজের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। [8] স্যাকারোজ সুক্রোজ শর্করার একটি অপ্রচলিত নাম।
প্রাকৃতিক ও রাসায়নিক বৈশিষ্ট্য
সূত্র
প্রকৃতিতে, সুক্রোজ অনেক উদ্ভিদ এবং বিশেষত উদ্ভিদের শিকড়, ফল এবং অমৃতের মধ্যে থাকে। এটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি সঞ্চয় করার একটি পাথওয়ে হিসাবে কাজ করে। [9] [10] অনেক স্তন্যপায়ী প্রাণী, পাখি, পোকামাকড় এবং ব্যাকটেরিয়া গাছের সুক্রোজ খায় এবং কারও কারও কাছে এটি তাদের প্রধান খাদ্য উৎস। যদিও মৌমাছি সুক্রোজ খায়, তাদের উৎপাদিত মধুতে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থাকে। [11]
ফল পাকলে, তাদের সুক্রোজ তীব্রভাবে বৃদ্ধি পায়। তবে কিছু ফলের মধ্যে প্রায় কোনও সুক্রোজ থাকে না। এর মধ্যে রয়েছে আঙ্গুর, চেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ডুমুর, ডালিম, টমেটো, অ্যাভোকাডো এবং লেবু।
সুক্রোজ একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট চিনি, কিন্তু শিল্পায়নের আবির্ভাবের সাথে, এটি ক্রমবর্ধমানভাবে পরিমার্জিত এবং সব ধরনের প্রক্রিয়াজাত খাবারে ব্যবহার করা হয়।
উৎপাদন
প্রকারভেদ
খরচ
তথ্যসূত্র
আরও পড়া
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.