রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ফুটবল ক্লাব (স্পেনীয়: Real Madrid Castilla Club de Fútbol অথবা ইংরেজি: Real Madrid Castilla; সাধারণত রিয়াল মাদ্রিদ কাস্তিয়া অথবা রিয়াল মাদ্রিদ বি নামে পরিচিত) হচ্ছে মাদ্রিদ ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের তৃতীয় স্তরের ফুটবল লীগ প্রাইমেরা ফেদারিসিওন-এ খেলে।

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
পূর্ণ নামরিয়াল মাদ্রিদ কাস্তিয়া ফুটবল ক্লাব
ডাকনামআরএম কাস্তিয়া
আরএম বি
রিয়াল মাদ্রিদ বি
প্রতিষ্ঠিত১৬ ডিসেম্বর ১৯৩০; ৯৩ বছর আগে (1930-12-16)
(আগ্রুপাসিওন দেপোর্তিবা প্লাস আল্ট্রা হিসেবে)
মাঠআলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়াম, বালদেবেবাস
ধারণক্ষমতা৬,০০০
সভাপতিস্পেন নিকোলাস মার্তিন-সান্স[1]
প্রধান কোচরাউল
লিগপ্রাইমেরা ফেদারিসিওন
২০১৯–২০৩য়
হোম পোশাক
অ্যাওয়ে পোশাক
বন্ধ

এটি রিয়াল মাদ্রিদের সংরক্ষিত দল। এই ক্লাবটি ১৯৩০ সালে আগ্রুপাসিওন দেপোর্তিবা প্লাস আল্ট্রা নামে প্রতিষ্ঠিত হয়েছে। রিয়াল মাদ্রিদ কাস্তিয়া তাদের সকল হোম ম্যাচ স্পেনের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬,০০০।

বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রিয়াল মাদ্রিদ এবং স্পেনের সাবেক খেলোয়াড় রাউল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন নিকোলাস মার্তিন-সান্স। স্পেনীয় রক্ষণভাগের খেলোয়াড় বিক্তর চুস্ত এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

স্পেনের সংরক্ষিত দলগুলো জ্যেষ্ঠ দলের মতোই একই লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে তারা কখনোই জ্যেষ্ঠ দলের সাথে একই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না; যার ফলে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া লা লিগা এবং কোপা দেল রে-তে অংশগ্রহণ করতে পারে না।

ইতিহাস

আগ্রুপাসিওন দেপোর্তিবা প্লাস আল্ট্রা

Thumb
১৯৪৯–৫০ মৌসুমে আগ্রুপাসিওন দেপোর্তিবা প্লাস আল্ট্রার খেলোয়াড়গণ

১৯৪৮ সালে তেরসেরা দিবিসিওনে অংশগ্রহণকারী আগ্রুপাসিওন দেপোর্তিবা প্লাস আল্ট্রা নামক একটি অপেশাদার ক্লাব রিয়াল মাদ্রিদের সাহায্যকারী ক্লাব হতে রাজি হয়। রিয়াল মাদ্রিদ উক্ত ক্লাবকে আর্থিক সহায়তা প্রদানের বদলে উক্ত ক্লাবটি তাদের সেরা খেলোয়াড়কে রিয়াল মাদ্রিদকে প্রদান করবে। ১৯৫২ সালে উক্ত ক্লাবটি আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের সংরক্ষিত ক্লাবে পরিণত হয়।

কাস্তিয়া ফুটবল ক্লাব

১৯৭২ সালে ক্লাবটির নাম পরিবর্তন করে কাস্তিয়া ফুটবল ক্লাব রাখা হয়। দলটি উক্ত সময়ে নিজেদের স্বর্ণযুগ পার করে।

রিয়াল মাদ্রিদ বি

১৯৯১ সালে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সংরক্ষিত ক্লাবগুলোর জন্য ভিন্ন নাম ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা প্রদান করে। এর ফলে ক্লাবটির নাম পরিবর্তন করে প্রথমে রিয়াল মাদ্রিদ দেপোর্তিবো এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদ বি নামকরণ করা হয়। ১৯৯০-এর দশকের শুরুর দিকে, বর্তমান সময়ের অন্যতম দুই সেরা কোচ ও কাস্তিয়ার সাবেক খেলোয়াড় ভিসেন্তে দেল বস্ক ও রাফায়েল বেনিতেজ এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন।

রিয়াল মাদ্রিদ কাস্তিয়া

২০০৪–০৫ মৌসুমে ক্লাবটি রিয়াল মাদ্রিদ কাস্তিয়া নামে পরিচিত হয়ে ওঠে। ২০০৬ সালে ক্লাবের স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়াম করা হয়।

স্টেডিয়াম

Thumb
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়াম

২০১৬ সালের ৯ই মে তারিখে, রিয়াল মাদ্রিদ কাস্তিয়া তাদের নিজস্ব স্টেডিয়াম হিসেবে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামটি ব্যবহার শুরু করেছে, যেখানে তারা বর্তমান পর্যন্ত তাদের সকল হোম ম্যাচের আয়োজন করছে।

অর্জন

চ্যাম্পিয়ন: ১৯৮৩–৮৪
  • সেহুন্দা দিভিসিওন বি
চ্যাম্পিয়ন: ১৯৯০–৯১, ২০০১–০২, ২০০৪–০৫, ২০১১–১২
  • তেরসেরা দিবিসিওন
চ্যাম্পিয়ন: ১৯৪৮–৪৯, ১৯৫৪–৫৫, ১৯৫৬–৫৭, ১৯৬৩–৬৪, ১৯৬৫–৬৬, ১৯৬৭–৬৮

খেলোয়াড়

বর্তমান স্কোয়াড

২৭ আগস্ট ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[2][3]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

আরও তথ্য নং, অবস্থান ...
নং অবস্থান খেলোয়াড়
গো স্পেন দিয়েগো আলতুবে
স্পেন গুইয়েম রদ্রিগেস
স্পেন মিগেল গুতিয়েরেস
স্পেন মারিও গিলা
স্পেন বিক্তর চুস্ত (অধিনায়ক)
স্পেন আন্তোন ব্লাঙ্কো
স্পেন মার্বিন পার্ক
স্পেন কার্লোস দতোর
স্পেন পেদ্রো রুইস
১০ স্পেন সেসার গেলাবের্ত
১১ স্পেন হর্দি মার্তিন
নং অবস্থান খেলোয়াড়
১৩ গো স্পেন তনি ফুইদিয়াস
১৪ স্পেন হাবি সিন্তেস
১৫ স্পেন পাবলো রামোন
১৬ স্পেন ইবান মোরান্তে
১৭ স্পেন উগো বায়েহো
১৮ স্পেন কেনেথ সোলার
১৯ স্পেন উগো দুরো (হেতাফে হতে ধারে)
২০ স্পেন সের্হিও সান্তোস
২১ স্পেন হুয়ানমি লাতাসা
২২ স্পেন সের্হিও আরিবাস
২৫ গো স্পেন লুইস লোপেস
বন্ধ

কর্মকর্তা-কর্মচারী

আরও তথ্য পদবী, নাম ...
পদবী নাম
প্রধান কোচ রাউল গোনসালেস
সহযোগী কোচ সান্তিয়াগো সানচেজ
ফিটনেস কোচ নাচো সাঞ্চো
গোলকিপার কোচ রবের্তো ভাস্কুয়েজ
বন্ধ

সাবেক খেলোয়াড়

সাবেক ম্যানেজার

  • স্পেন হোসে কুইরান্তে (১৯৪৯–৫০)
  • ফ্রান্স লুইজ হোন (১৯৬০–৬১)
  • স্পেন লুইজ পাসারিন (১৯৬১–৬২)
  • স্পেন হুয়ান সান্তিস্তেবেন (১৯৭৭–৭৯)
  • স্পেন হুয়ানহো (১৯৭৯–৮১)
  • স্পেন হুয়ান সান্তিস্তেবেন(১৯৮১–৮২)
  • স্পেন আমান্সিও আমারো (১৯৮২–৮৪)
  • স্পেন হুয়ান সান্তিস্তেবেন(১৯৮৪–৮৭)
  • স্পেন ভিসেন্তে দেল বস্ক (১৯৮৭–৯০)
  • স্পেন গার্সিয়া র‍্যামোন (১৯৯০–৯৩)
  • স্পেন রাফায়েল বেনিতেজ (১৯৯৩–৯৫)
  • আর্জেন্টিনা সার্জিও এগিয়া (১৯৯৫–৯৭)
  • স্পেন মিগুয়েল এঙ্গেল পর্তুগাল (১৯৯৭–৯৯)
  • স্পেন গার্সিয়া হার্নান্দেজ (১৯৯৯–০০)
  • স্পেন ফ্র‍্যান্সিস্কো বুয়ো (২০০০–০১)
  • স্পেন জুয়ান র‍্যামোন লোপেজ (২০০১–০৫)
  • স্পেন মিগুয়েল এঙ্গেল পর্তুগাল(২০০৫–০৬)
  • স্পেন মাইকেল (২০০৬–০৭)
  • স্পেন হুয়ান কার্লোস মান্ডিয়া (২০০৭–০৮)
  • স্পেন হুলেন লোপেতেগুই (২০০৮–০৯)
  • স্পেন আলেজান্দ্রো মেনেন্ডেজ (২০০৯–১১)
  • স্পেন আলবের্তো তোরিল (২০১১–১৩)
  • স্পেন মানোলো দিয়াজ (২০১৩–১৪, ২০১৮–১৯)
  • ফ্রান্স জিনেদিন জিদান (২০১৪–১৬)
  • স্পেন লুইস মিগুয়েল রামিস (২০১৬)
  • আর্জেন্টিনা সান্তিয়াগো সোলারি (২০১৬–১৮)
  • স্পেন মানোলো দিয়াস (২০১৮–১৯)
  • স্পেন রাউল (২০১৯–বর্তমান)

সর্বোচ্চ গোলদাতা

আরও তথ্য অবস্থান, জাতীয়তা ...
অবস্থান জাতীয়তা নাম বছর গোল
 স্পেনরবার্তো সোলাদাদো২০০২-২০০৬৬৩
 স্পেনআলবারো মোরাতা২০১০-২০১৩৪৫
 স্পেনজোসেলু২০০৯-২০১২৪০
 স্পেনপাকো মাচিন১৯৭৯-১৯৮২৩৮
 স্পেনএমিলিও বুত্রাগেয়িনো১৯৮২-৮৪৩৭
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.