প্রোটন একটি মৌলিক কণিকা। এটি স্থিতিশীল উপ-পরমাণু কণাপ্রতীক p, H+, or 1H+ । এর ভর একটি নিউট্রনের তুলনায় সামান্য কম এবং একটি ইলেক্ট্রনের ভরের 1,836 গুণ ( প্রোটন-ইলেক্ট্রন ভরের অনুপাত )। এর রয়েছে ইলেকট্রনের সমমানের (১.৬০২১৭৬৪৮৭(৪০)X ১০−১৯কুলম্ব) আধান; পার্থক্য শুধু এটুকুই যে, ইলেকট্রনের আধান ঋণাত্মক আর প্রোটনের আধান ধনাত্মক।

দ্রুত তথ্য শ্রেণীবিন্যাস, গঠন ...
প্রোটন
প্রোটনের কোয়ার্ক গঠন
শ্রেণীবিন্যাসBaryon
গঠনমৌলিক কণিকা
পরিসংখ্যানফার্মিয়ন
মিথষ্ক্রিয়াঅভিকর্ষ, তাড়িতচৌম্বক মিথস্ক্রিয়া, দুর্বল মিথস্ক্রিয়া, সবল মিথস্ক্রিয়া
প্রতীকp, p+, N+
প্রতিকণাঅ্যান্টিপ্রোটন
তত্ত্বউইলিয়াম প্রাউট (১৮১৫)
আবিষ্কারআর্নেস্ট রাদারফোর্ড (১৯১৯)
ভর১.৬৭২৬২১৬৩৭(৮৩) × ১০–২৭ কেজি
৯৩৮.২৭২০১৩ (২৩) MeV/c
১.০০৭২৭৬৪৬৬৭৭(১০)  u [1]
জীবনকাল গড়>২.১ × ১০–২৯ বছর(স্থায়ী)
ইলেকট্রিক চার্জ–১e
১.৬০২১৭৬৪৮৭(৪০) × ১০-১৯ C[1]
চার্জ ব্যাসার্ধ০.৮৭৫(৭) fm
Electric dipole moment<৫.৪ × ১০–২৪ e cm
স্পিন
Isospin
সমতা+১
ঘনীভূতI(JP) = (+)
বন্ধ

প্রোটনের নিশ্চল ভর হলো ১.৬৭২৬১৪ X ১০−২৭ কিলোগ্রাম, যা ইলেকট্রনের ভরের তুলনায় ১৮৩৬.১২ গুণ বেশি। পারতপক্ষে, প্রোটন হলো একটি হাইড্রোজেন আয়ন যা সকল পারমাণবিক নিউক্লিয়াস-এ বিদ্যমান।

একটি হাইড্রোজেন কণা হতে একটি ইলেকট্রন সরিয়ে নিলে যে ধনাত্মক আধান যুক্ত কণা (H+) অবশিষ্ট থাকে তাই প্রোটন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.