নিউয়ার্ক[25][26] মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের সর্বাধিক জনবহুল শহর এবং এসেক্স কাউন্টির আসন।[27] দেশের অন্যতম প্রধান বিমান, জাহাজ পরিবহন এবং রেল কেন্দ্র হিসাবে ২০১৯ সালে শহরটির আনুমানিক জনসংখ্যা ছিল ২,৮২,০১১ জন।[14] যা শহরটিকে দেশের ৭৩তম জনবহুল পৌরসভা হিসাবে গড়ে তুলেছে।[15] ২০০০ সালে দেশের মধ্যে এর স্থান ছিল ৬৩তম।[16]

দ্রুত তথ্য নিউয়ার্ক, নিউ জার্সি, সিটি অব নিউয়ার্ক ...
নিউয়ার্ক, নিউ জার্সি
শহর
সিটি অব নিউয়ার্ক
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
উপর থেকে, বাম থেকে ডান: ডাউনটাউন নিউয়ার্ক, ওয়াশিংটন উদ্যান, দ্য নিউয়ার্ক মিউজিয়াম অফ আর্ট, নিউ জার্সির ইহুদি জাদুঘর, ডক ব্রিজ, ন্যায়বিচার ভাস্কর্য, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, জেমস স্ট্রিট কমন্স ঐতিহাসিক জেলা
Thumb
সীলমোহর
ডাকনাম: ব্রিক সিটি, দ্য গেটওয়ে সিটি, সিটি বাই দ্য রিভার[1]
Thumb
নিউয়ার্কের মিথষ্ক্রিয় মানচিত্রের রূপরেখা
Thumb
Newark
Newark
Thumb
Newark
Newark
Thumb
Newark
Newark
নিউয়ার্কের অবস্থান
স্থানাঙ্ক: ৪০.৭২৪২২° উত্তর ৭৪.১৭২৫৭৪° পশ্চিম / 40.72422; -74.172574[2][3]
দেশ যুক্তরাষ্ট্র
রাজ্য নিউ জার্সি
কাউন্টিএসেক্স
প্রতিষ্ঠিতধর্মীয় উপনিবেশ (১৬৬৩)
অন্তর্ভুক্তি৩১ অক্টোবর ১৬৯৩ (শহরে হিসাবে)
পুনর্গঠন১১ এপ্রিল ১৮৩৬ (শহর হিসাবে)
নামকরণের কারণনিউয়ার্ক-অন-ট্রেন্ট, নটিংহামশায়ার, ইংল্যান্ড
সরকার[4]
  ধরনফকনার আইন (মেয়র–কাউন্সিল)
  শাসকনিউয়ার্ক পৌর পরিষদ
  মেয়ররস বারাকা (ডি, ৩১ ডিসেম্বর ২০২২)[5][6]
  প্রশাসকএরিক ই পেনিংটন[7]
  পৌর কেরানিকেনেথ লুই[8]
আয়তন[2]
  মোট২৫.৮৯ বর্গমাইল (৬৭.০৪ বর্গকিমি)
  স্থলভাগ২৪.১৪ বর্গমাইল (৬২.৫৩ বর্গকিমি)
  জলভাগ১.৭৪ বর্গমাইল (৪.৫১ বর্গকিমি)  ৬.৭২%
এলাকার ক্রমরাজ্যে ৫৬৫ টির মধ্যে ১০২তম
২২ টি কাউন্টির মধ্যে প্রথম[2]
উচ্চতা[9]১৩ ফুট (৪ মিটার)
জনসংখ্যা (২০১০-এর আদমশুমারি)[10][11][12][13]
  মোট২,৭৭,১৪০
  আনুমানিক (২০১৯)[14]২,৮২,০১১
  ক্রমদেশের মধ্যে ৭৩ তম (২০১৯ হিসাবে)[15][16]
রাজ্যে ৫৬৬ টির মধ্যে প্রথম
২২ টি কাউন্টির মধ্যে প্রথম[17]
  জনঘনত্ব১১,৪৫৮.৩/বর্গমাইল (৪,৪২৪.১/বর্গকিমি)
  ঘনত্বের ক্রমরাজ্যে ৫৬৬ টির মধ্যে ২৩তম
২২ টি কাউন্টির মধ্যে ৪র্থ[17]
বিশেষণনিউয়ার্কার[18]
সময় অঞ্চলপূর্ব (ইএসটি) (ইউটিসি−০৫:০০)
  গ্রীষ্মকালীন (দিসস)পূর্ব (ইডিটি) (ইউটিসি−০৪:০০)
জিপ কোড৭১০১-০৭১০৮, ০৭১১২, ০৭১১৪[19][20]
এলাকা কোড৮৬২/৯৭৩[21]
এফএডি কোড৩৪০১৩৫১০০০[2][22][23]
জিএনআইএস বৈশিষ্ট্য আইডি০৮৮৫৩১৭[2][24]
ওয়েবসাইটnewarknj.gov
বন্ধ

নিউ হ্যাভন কলোনি থেকে ১৬৬৬ সালে প্যুরিটানস কর্তৃক প্রতিষ্ঠিত নিউয়ার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। প্যাসিক নদীর মুখের এটির অবস্থানের (যেখানে এটি নিউয়ার্ক উপসাগরে প্রবাহিত হয়) ফলে শহরের জলাশয়কে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বন্দরটির একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। আজ, পোর্ট নিউয়ার্ক–এলিজাবেথ মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ব্যস্ততম সমুদ্রবন্দরের প্রাথমিক কন্টেইনার শিপিং টার্মিনাল। নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পৌর বাণিজ্যিক বিমানবন্দর ছিল এবং বর্তমানে এটি ব্যস্ততমগুলির মধ্যে একটি।[28][29][30]

বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংস্থার সদর দপ্তর নিউয়ার্কে রয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রুডেনশিয়াল, পিএসইজি, প্যানাসনিক কর্পোরেশন অব নর্থ আমেরিকা (উত্তর আমেরিকার প্যানাসোনিক কর্পোরেশন), অডিবল ডটকম, আইডিটি কর্পোরেশন এবং মণিশেভিটস। রাটজার্স বিশ্ববিদ্যালয়ের নিউয়ার্ক ক্যাম্পাস (যার মধ্যে আইন ও মেডিকেল স্কুল এবং জাজ স্টাডিজের রুটগার ইনস্টিটিউট অন্তর্ভুক্ত) সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শহরে রয়েছে; যেমন নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি; এবং সেটন হল বিশ্ববিদ্যালয়ের আইন বিদ্যালয়। নিউ জার্সি জেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতও এই শহরে অবস্থিত। স্থানীয় সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে রয়েছে নিউ জার্সি পারফর্মিং আর্টস সেন্টার, নেওয়ার্ক সিম্ফনি হল, প্রুডেনশিয়াল সেন্টার এবং দ্য নেওয়ার্ক মিউজিয়াম অব আর্ট।

নিউয়ার্ক পাঁচটি রাজনৈতিক ওয়ার্ডে বিভক্ত (পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর এবং মধ্য) এবং এর মধ্যে আশেপাশের নগর জেলাগুলি থেকে শুরু করে শান্ত শহরতলির এলাকা পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে।[31] নিউয়ার্কের ব্রাঞ্চ ব্রুক পার্কটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম কাউন্টি পার্ক এবং এটি দেশের বৃহত্তম চেরি ফুল গাছের বৃহত্তম সংগ্রহ কেন্দ্র, যার সংখ্যা ৫০০০ টিরও বেশি।[32][33][34][35]

ইতিহাস

নিউয়ার্ক ১৬৬৬ সালে কানেক্টটিকাট পেরিটানস দ্বারা নিউ হভেন কলোনি থেকে রবার্ট ট্রিটের নেতৃত্বে স্থাপিত হয়। এটি বিশ্বস্তদের ঐশিক সমাবেশ হিসাবে ধারণা করা হয়েছিল, যদিও এটি দীর্ঘস্থায়ী হয়নি, কারণ নতুন বসতি স্থাপনকারীরা বিভিন্ন ধারণা নিয়ে আসেন।[36] এটি ১৬৯৩ সালের ৩১ অক্টোবর নিউ জার্সি টাউনশিপ হিসাবে নিউয়ার্ক ট্র্যাক্টের ভিত্তিতে সংগঠিত হয়, যেটি ১৬৬৭ সালের ১১ জুলাই প্রথম ক্রয় করা হয়েছিল। নিউয়ার্ককে ১৭১৩ সালের ২৭ এপ্রিল একটি রয়্যাল সনদ দেওয়া হয়। এটি নিউ জার্সির আইনসভার ১৭৯৮-এর টাউনশিপ আইন অনুসারে ২১ শে ফেব্রুয়ারি নিউ জার্সির প্রাথমিক গোষ্ঠীর ১০৪ টি জনপদের একটি হিসাবে প্রতিষ্ঠিত হয়।

জনসংখ্যা

যুক্তরাষ্ট্র জনগণনা ব্যুরোর তথ্য অনুযায়ী ১৯৯০ সালে নিউয়ার্কের অনুমানিত জনসংখ্যা ছিল ২,২২,০১১ জন,[14] যা এটিকে যুক্তরাষ্ট্রে ৭৩তম-জনবহুল পৌরসভা হিসাবে গড়ে তুলেছে[15]। ২০১০ সালে ৬৭তম এবং ২০০০ সালে ৬৩তম স্থানে অর্জন করেছিল।[13][16][37]

অর্থনীতি

প্রতিটি কর্ম দিবসে ১,০০,০০০ জনেরও বেশি লোক নিউয়ার্কে যাতায়াত করে।[38] এটি বীমা, অর্থ, আমদানি-রফতানি, স্বাস্থ্যসেবা এবং সরকারের অনেকগুলি শ্বেত-কলার চাকরির সাথে রাজ্যের বৃহত্তম কর্মসংস্থান কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে।[39] ফেডারাল, রাজ্য এবং কাউন্টি সুবিধাসহ একটি প্রধান কোর্টহাউস ভেন্যু হিসাবে এটি এক হাজারেরও বেশি আইন সংস্থার আবাসস্থল। প্রায় নগরীর বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও আইন বিদ্যালয়ে ৫০,০০০ জন শিক্ষার্থীর উপস্থিতির পাশাপাশি শহরে একটি কলেজ রয়েছে।[40][41] শহরের বিমানবন্দর, সামুদ্রিক বন্দর, রেল সুবিধা এবং হাইওয়ে নেটওয়ার্ক আমেরিকার পূর্ব উপকূলের আয়তনের দিক থেকে নিউয়ার্ককে সবচেয়ে ব্যস্ততম ট্রান্সশিপমেন্ট কেন্দ্র করে তুলেছে।[42][43]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.