যেসব দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী বাস করেন সেসব দেশকে একত্রে মুসলিম বিশ্ব বলে। মুসলিমদের সমগ্র মনন, অবস্থান ও অস্তিত্ব জনিত পরিস্থিতিকে মুসলিম জাহান বলা হয়।

বিশ্বের মানচিত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল

২০২০ সালে, বিশ্বের জনসংখ্যার ১.৯১ বিলিয়নের বেশি বা প্রায় ২৪% মুসলমান ছিল।[1] এর মধ্যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৬২%,[2] মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় %,[3] সাব-সাহারান আফ্রিকায় ১৫%, ইউরোপে প্রায় ৩%[4] এবং আমেরিকায় ০.৩%।[5][6][7][8]

পরিভাষা

আধুনিক ভূ-রাজনৈতিক অর্থে 'মুসলিম বিশ্ব' এবং 'ইসলামী বিশ্ব' শব্দটি এমন দেশগুলিকে বোঝায় যেখানে ইসলাম ব্যাপকভাবে বিস্তৃত , যদিও এই অন্তর্ভুক্তির জন্য কোনও সম্মত মানদণ্ড নেই ।.[9][10]

ইতিহাস

ইসলাম ধর্মের প্রচার শুরু হয় ৬১২ সালে। ৬২২সালে মদীনায় প্রথম মুসলিম অধ্যুশিত রাজ্য তৈরি হয়। ৬৩২ সালের মধ্যে মুহাম্মাদ (সা:) আরবের অধিকাংশ অধিকারে আনেন।এরপর রশিদীয় খিলাফত প্রতিষ্ঠা হয়। এই সময় অন্তর্দ্বন্দ্ব দেখা যায়। এরপর উমাইয়া বংশের শাসন শুরু হয়। তার পর আব্বাসীয় বংশ আসে। এরমধ্যে ইসলাম স্পেন থেকে চীন সীমান্ত অব্ধি ছড়িয়ে যায়। এরপর আফগান শাসকরা ভারত আক্রমণ করেন ও পরে উপমহাদেশেও মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর তুর্কিশক্তির উত্থান হয়। ক্রুসেড বা ধর্মযুদ্ধ বাধে। স্পেনে পুনরায় খ্রিষ্টীয় শাসন হয়। এরমধ্যে উসমানীয় তুর্কিদের হাতে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়।

ধ্রুপদী সংস্কৃতি

বর্তমান পরিস্থিতি

Thumb
মুসলিম প্রধান দেশসমূহে ধর্মীয় অবস্থা।
  ইসলামি রাষ্ট্র: রাষ্ট্রীয় কার্যে ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ।
  দেশ ধর্ম: ধর্মীয় সংগঠন বা ধর্ম বিশ্বাস রাষ্ট্রীয়ভাবে অনুমোদন।
  ধর্মনিরপেক্ষ রাষ্ট্র: রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বিষয়সমূহে নিরপেক্ষতা অবলম্বন।
  ঘোষণা নেই: আনুষ্ঠানিক বা সরকারিভাবে কোন বক্তব্য নেই।

তালিকা

মুসলিম অধ্যষিত দেশগুলির এক তালিকা দেওয়া হল।

আরও তথ্য ক্রম, দেশ ...
ক্রমদেশমুসলিম জনসংখ্যামুসলিম %প্রধান শাখাধর্ম এবং দেশসরকারের ধরনসামরিক অধিকার (সক্রিয় সৈন্য)জিডিপি (পিপিপি) প্রতি মাথাপিছু (ইউএস$)
123123123123
 ইন্দোনেশিয়া২৩,১০,০০,০০০[11]৮৬.৭%[11]সুন্নিসংখ্যাগরিষ্ঠতার দিক থেকেরাষ্ট্রপতি প্রজাতন্ত্র৪,০০,০০০[12]১২,৩৪৫[13]
 পাকিস্তান২০,২৬,৫০,০০০[14]৯৬.৫%[15]সুন্নিইসলামী প্রজাতন্ত্র হিসেবেঅর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র৬,৫৪,০০০[16]৫,১৬০[13]
 বাংলাদেশ১৫,৩৭,০০,০০০[17]৯০.৪%[18]সুন্নিরাষ্ট্র ধর্ম হিসেবেগণতন্ত্র২,০৪,০০০[19]৫,১৩৯[13]
 নাইজেরিয়া৯,৫০,০০,০০০-১০,৩০,০০,০০০[20]৫৩.৫%[20]সুন্নিসংখ্যাগরিষ্ঠতার দিক থেকেরাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র১,২০,০০০[21]৫,০৬৬[13]
 মিশর৮,৫০,০০,০০০-৯,০০,০০,০০০[22]৯০-৯৪.৭%[23]সুন্নিরাষ্ট্র ধর্মঅর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র৪৫০,০০০[24]১২,৭১৯[13]
 তুরস্ক৭,৪৪,২৩,০০০[25]৮৯.৫%[26]সুন্নিসংখ্যাগরিষ্ঠতার দিক থেকেসংসদীয় গণতন্ত্র৩,৫৫,০০০[27]২৮,২৯৪[13]
 ইরান৮,২৫,০০,০০০[28]৯৯.৪%[28]শিয়াইসলামী প্রজাতন্ত্রঅর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র এবং ধর্মীয় শাসন৫,২৫,০০০[29]১১,৯৬৩[13]
 সুদান৩,৯৫,৮৫,০০০[30]৯৭%[31]সুন্নিঅজানাস্বৈরতান্ত্রিক প্রজাতন্ত্র১,০৫,০০০[32]৩,৭৪৯[13]
 আলজেরিয়া৪,১২,৪০,০০০[33]৯৯%[34]সুন্নিরাষ্ট্র ধর্মরাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র১,৩০,০০০[35]১১,০৪১[13]
১০ আফগানিস্তান৩,৭০,২৫,০০০[36]৯৯.৭%[36]সুন্নিইসলামী প্রজাতন্ত্ররাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র১,৭৫,০০০[37]২,০৭৩[13]
১১ মরোক্কো৩৩,৭২৩,৪১৮৯৯%[38]সুন্নিরাষ্ট্র ধর্ম[39]সাংবিধানিক রাজতন্ত্র১৯৬,৩০০[40]৪,০৭৬
১২ ইরাক২৮,২২১,১৮১[41]৯৭%[42]সুন্নিরাষ্ট্র ধর্মসংসদীয় গণতন্ত্র২৫৪,৪১৮[43]৩,৬০০
১৩ মালয়েশিয়া২৭,৭৩০,০০০[44]৬০.৪%[45]সুন্নিরাষ্ট্র ধর্ম[46]সংসদীয় গণতন্ত্র এবং নির্বাচিত রাজতন্ত্র১১০,০০০[47]১৩,৩১৫
১৪ সৌদি আরব২৭,৬০১,০৩৮[48]১০০%[49]সুন্নিইসলামী প্রজাতন্ত্র[50]রাজতন্ত্র১৯৯,৫০০[51]২৩,২৪৩
১৫ উজবেকিস্তান২৭,৩৭২,০০০৮৮%[52]সুন্নিধর্মনিরপেক্ষরাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র৫৩,০০০[53]২,৩৪৪
১৬ ইয়েমেন২৩,০১৩,৩৭৬৯৯%[54]সুন্নি/শিয়াইসলামী প্রজাতন্ত্র[55]রাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র৬৫,০০০[56]২,৩৩৫
১৭ সিরিয়া১৯,৪০৫,০০০৯০%[57]সুন্নিNone[58]স্বৈরতান্ত্রিক প্রজাতন্ত্র২৯৬,০০০[59]৪,৪৪৮
১৮ কাজাখস্তান১৫,২১৭,৭১১[60]৫৭%[61]সুন্নিধর্মনিরপেক্ষ [62]রাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র৬৫,৮০০[63]১১,০৮৬
১৯ নাইজার১৩,২৭২,৬৭৯৯০%[64]সুন্নিধর্মনিরপেক্ষ [65]সংসদীয় গণতন্ত্র৫,৩০০[66]৬৬৬
২০ বুর্কিনা ফাসো১৩,২২৮,০০০৫০%[67]সুন্নিধর্মনিরপেক্ষঅর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র৬,০০০[68]১,২৫৩
২১ মালি১১,৯৯৫,৪০২৯০%[69]সুন্নিধর্মনিরপেক্ষঅর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র৭,৩৫০[70]১,০৩১
২২ সেনেগাল১১,৬৫৮,০০০৯৪%[71]সুন্নিধর্মনিরপেক্ষঅর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র৯,৪০০[72]১,৬৮৫
২৩ তিউনিসিয়া১০,৩৮৩,৫৭৭৯৮%[73]সুন্নিরাষ্ট্র ধর্ম[74]অর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র৩৫,০০০[75]৭,৪৭৩
২৪ গিনি১০,২১১,৪৩৭৮৫%[76]সুন্নিধর্মনিরপেক্ষসামরিক শাসন৯,৭০০[77]১,০৭৪
২৫ সোমালিয়া৯,৫৫৮,৬৬৬৯৯.৯%[78]সুন্নিরাষ্ট্র ধর্মযৌথ সরকার১০,০০০৬০০
২৬ আজারবাইজান৮,৬৭৬,০০০[79]৯৩.৪%[80]শিয়াধর্মনিরপেক্ষ [81]রাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র৯৫,০০০৭,৬৫৬
২৭ তাজিকিস্তান৭,২১৫,৭০০৯৭%[82]সুন্নিধর্মনিরপেক্ষ [83]রাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র৬,০০০[84]১,৮৪১
২৮ সিয়েরা লিওন৬,২৯৪,৭৭৪[85]৬০%[86]সুন্নিNoneরাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র১৩,০০০[87]৬৯২
২৯ লিবিয়া৬,১৭৩,৫৭৯[88]৯৭%[89]সুন্নিরাষ্ট্র ধর্ম[90]Jamahiriya Revolution৭৬,০০০[91]১২,২৭৭
৩০ জর্দান৫,৫৬৮,৫৬৫৯৫%[92]সুন্নিরাষ্ট্র ধর্মসাংবিধানিক রাজতন্ত্র১০০,৭০০[93]৪,৮৮৬
৩১ সংযুক্ত আরব আমিরাত৫,৪৩২,৭৪৬[94]৭৬%[95]সুন্নিরাষ্ট্র ধর্ম[96]যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক রাজতন্ত্র৫০,৫০০[97]৩৭,২৯৩
৩২ কিরগিজিস্তান৫,৩৫৬,৮৬৯৭৫%[98]সুন্নিধর্মনিরপেক্ষ [99]আংশিক-রাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র১২,৫০০[100]-
৩৩ তুর্কমেনিস্তান৫,১১০,০২৩৮৯%[101]সুন্নিধর্মনিরপেক্ষ [102]সংসদীয় গণতন্ত্র২৬,০০০[103]৫,১৫৪
৩৪ চাদ৫,০৪১,৬৯০৫৪%[104]সুন্নিধর্মনিরপেক্ষরাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র৩০,৩৫০[105]১,৬৭৫
৩৫ লেবানন৪,১৯৬,৪৫৩৬০%[106]সুন্নি/শিয়াNoneসংসদীয় গণতন্ত্র৭২,১০০[107]১১,২৭০
৩৬ কুয়েত৩,৩৯৯,৬৩৭[108]৮৫%[109]সুন্নিরাষ্ট্র ধর্ম [110]সাংবিধানিক রাজতন্ত্র১৫,৫০০[111]৩৯,৩০৫
৩৭ আলবেনিয়া৩,১৭০,০৪৮[112]৭৯.৯%[113]সুন্নিঅজানাসংসদীয় গণতন্ত্র৯,৫০০[114]৬,৮৯৭[115]
৩৮ মৌরিতানিয়া৩,১২৪,০০০[116]৯৯.৯৯%[117]সুন্নিইসলামী প্রজাতন্ত্র[118]সামরিক শাসন১৫,৭৫০[119]২,০০৮
৩৯ ওমান২,৫৭৭,০০০[120]৯৩%[121]ইবাদীরাষ্ট্র ধর্ম[122]রাজতন্ত্র৪১,৭০০[123]৩,৯৬৭
৪০ বসনিয়া ও হার্জেগোভিনা২,১০০,০০০[124]90%[125]সুন্নিধর্মনিরপেক্ষ [126]সংসদীয় গণতন্ত্র-১,৮০০[127]
৪১ গাম্বিয়া১,৭০০,০০০৯০%[128]সুন্নিধর্মনিরপেক্ষরাষ্ট্রপতি কেন্দ্রীয় প্রজাতন্ত্র800[129]১,৩২৬
৪২ বাহরাইন১,০৪৬,৮১৪৮১%[130]শিয়ারাষ্ট্র ধর্ম[131]সাংবিধানিক রাজতন্ত্র১১,২০০[132]৩২,৬০৪
৪৩ কোমোরোস৭৯৮,০০০৯৮%[133]সুন্নিদেশ ধর্মFederal republic-১,১২৫
৪৪ কাতার৭৪৪,০২৯[134]৭৭.৫%[135]সুন্নিদেশ ধর্ম[136]রাজতন্ত্র১২,৪০০[137]৮০,৮৭০
৪৫ জিবুতি৪৯৬,৩৭৪৯৪%[138]সুন্নিধর্মনিরপেক্ষঅর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র৯,৮৫০[139]২,২৭১
৪৬ ব্রুনাই৩৮১,৩৭১[140]৬৭%[141]সুন্নিদেশ ধর্মরাজতন্ত্র৭,০০০[142]৫১,০০৫
৪৭ মালদ্বীপ৩৫০,০০০[143]১০০% [144]সুন্নিদেশ ধর্ম[145]অর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র১,০০০[146]৪,৬০৪
বন্ধ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.