ম্যানহাটন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো তথা কাউন্টির একটি। পাঁচটি বরোর মধ্যে এটি ক্ষুদ্রতম। এর অপর নাম নিউ ইয়র্ক কাউন্টি। মূলত ম্যানহাটন দ্বীপ নিয়ে গঠিত হলেও গভর্নর্স দ্বীপ, রান্ডাল্স দ্বীপ, ওয়ার্ডস দ্বীপ, রুজভেল্ট দ্বীপ, উথান্ট দ্বীপ এবং মার্বল হিল (ব্রংক্সের মূল ভূমির প্রান্তে অবস্থিত একটি ছিটমহল) এই শহরের অন্তর্ভুক্ত। ম্যানহাটনের মোট আয়তন ৫৯.৫ বর্গ কিলোমিটার (২৩ বর্গমাইল) এবং ২০০০ সালের তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১৫ লক্ষের কিছু বেশি (১,৫৩৭,১৯৫)। ১৯১০ সালে এই এলাকাটির জনসংখ্যা ছিল ২৩ লক্ষ, যা ১৯৮০ সাল নাগাদ কমে গিয়ে ১৪ লক্ষে দাঁড়ায়। এরপর কিছুটা বেড়েছে। ম্যানহাটনই মূলত নিউ ইয়র্ক শহরের প্রাণ। এখানেই এর বিখ্যাত সব গগনচুম্বী ভবনগুলির অধিকাংশ অবস্থিত যার মধ্যে সবচেয়ে বিখ্যাতগুলি হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং (১৯৩১), ক্রাইসলার বিল্ডিং (১৯৩০) এবং সিটিকর্প সেন্টার (১৯৭৭)। ১০১ তলাবিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দালান যুগল এই দ্বীপেই অবস্থিত ছিল। নিউ ইয়র্কের নগরায়িত অঞ্চলের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন, ঘন এবং সুগঠিত।
ম্যানহাটন | |
---|---|
নিউ ইয়র্ক সিটির বরো | |
নিউ ইয়র্ক কাউন্টি | |
ম্যানহাটনের অবস্থান (হলুদ রং) | |
স্থানাঙ্ক: ৪০°৪৩′৪২″ উত্তর ৭৩°৫৯′৩৯″ পশ্চিম | |
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
অঙ্গরাজ্য | নিউ ইয়র্ক |
কাউন্টি | নিউ ইয়র্ক কাউন্টি |
শহর | নিউ ইয়র্ক সিটি |
প্রতিষ্ঠাকাল | ১৬২৪ |
সরকার | |
• বরো প্রেসিডেন্ট | স্কট স্ট্রিনজার (D) |
• ডিসট্রিক্ট অ্যাটর্নি | ভ্যান্স জে.আর |
আয়তন | |
• মোট | ৩৩.৭৭ বর্গমাইল (৮৭.৫ বর্গকিমি) |
• স্থলভাগ | ২২.৯৬ বর্গমাইল (৫৯.৫ বর্গকিমি) |
• জলভাগ | ১০.৮১ বর্গমাইল (২৮.০ বর্গকিমি) |
জনসংখ্যা | |
• মোট | ১৬,৩৪,৭৯৫ |
• জনঘনত্ব | ৭১,২০১/বর্গমাইল (২৭,৪৯১/বর্গকিমি) |
ওয়েবসাইট | http://www.mbpo.org/ |
আরও দেখুন
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.