বীণা তারামণ্ডল বা Lyra (গ্রিক λύρα হতে) একটি তারামণ্ডল। এর নাম বীণা বা লায়ার নামের তারযুক্ত বাদ্যযন্ত্র থেকে এসেছে। ২য় শতকে প্রণীত টলেমির ৪৮টি নক্ষত্রমণ্ডলের তালিকায় এটি রাখা হয়েছিলো। বর্তমানে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়নের দ্বারা স্বীকৃত ৮৮টি নক্ষত্রমণ্ডলের মধ্যে এটি একটি। বীণামণ্ডল একটি ক্ষুদ্রাকার নক্ষত্রমণ্ডল। তবে এর প্রধাণ তারা ভেগা হলো আকাশের উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একটি। রাতের আকাশে বীণামণ্ডলের উত্তর দিকে রয়েছে ড্রাগন বা দ্রাকো, হারিকিউলিস, ভালপেচুলা, এবং সিগনাস।[2]
তারামণ্ডল | |
সংক্ষিপ্ত রূপ | Lyr |
---|---|
জেনিটিভ | Lyrae |
উচ্চারণ | /ˈlaɪrə/, genitive /ˈlaɪriː/ |
প্রতীকবাদ | the Lyre |
বিষুবাংশ | 19 ঘণ্টা |
বিষুবলম্ব | +40° |
চতুর্থাংশ | NQ4 |
আয়তন | 286 বর্গডিগ্রি (52nd) |
প্রধান তারা | 5 |
বায়ার/ফ্ল্যামস্টিড তারাসমূহ | 25 |
বহির্গ্রহবিশিষ্ট তারা | 7 |
৩.০০m-এর অধিক তারা উজ্জ্বল | 1 |
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা | 3 |
উজ্জ্বলতম তারা | Vega (α Lyrae) (0.03m) |
নিকটতম তারা | 2MASS J18353790+3259545 (18.51 ly, 5.67 pc) |
মেসিয়ার বস্তু | 2 |
উল্কাবৃষ্টি | Lyrids June Lyrids Alpha Lyrids |
সীমান্তবর্তী তারামণ্ডল | Draco Hercules Vulpecula Cygnus |
+90° ও −40° অক্ষাংশের মাঝে দৃশ্যমান। August মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়। [1] |
উত্তর গোলার্ধের আকাশে বসন্ত কাল থেকে শরৎকাল পর্যন্ত এটি দেখা যায়। গ্রীষ্মকালে এটি প্রায় মাথার উপরে অবস্থান করে। দক্ষিণ গোলার্ধে শীতকালে এটি দক্ষিণ আকাশের নিচের দিকে দেখা যায়।
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.