Loading AI tools
দক্ষিণ-পূর্ব চীনের একটি প্রদেশ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুয়াংতুং[টীকা 1] (সরলীকৃত চীনা: 广东; ফিনিন: Guǎngdōng; জিউটপিং: Gwong2-dung1; ক্যানটোনীয় ইয়েল: Gwóng Dūng) গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। প্রদেশটি দক্ষিণ চীন সাগরের উপকূলে অবস্থিত। ইংরেজি অক্ষরে একে Canton বা Kwangtung হিসেবে লেখা হত। ২০০৫ সালের জানুয়ারি মাসে কুয়াংতুং প্রদেশ হনান ও সিছুয়ান প্রদেশকে পেছনে ফেলে চীনের সবচেয়ে জনবহুল প্রদেশে পরিণত হয়। এখানে প্রায় ৮ কোটি স্থায়ী বাসিন্দা আছে এবং প্রায় ৩ কোটি অভিবাসী আছে যারা বছরে ৬ মাসেরও বেশি সময় এখানে বাস করে। [5][6] ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এখানে ১০ কোটি ৪৩ লক্ষ লোকের বাস, যা চীনের মোট জনসংখ্যার ৭.৭৯ শতাংশ।[7] প্রদেশের রাজধানী কুয়াংচৌ এবং অর্থনৈতিক কেন্দ্র শেনচেন চীনের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ শহরগুলির একটি।
কুয়াংতুং প্রদেশ 广东省 | |
---|---|
প্রদেশ | |
নামের প্রতিলিপি | |
• চীনা | 广东省 (Guǎngdōng Shěng কুয়াংতুং শেং) |
• সংক্ষিপ্ত রূপ | সরলীকৃত চীনা: 粤; প্রথাগত চীনা: 粵 (ফিনিন: Yuè, Jyutping: Jyut6) |
চীনের মানচিত্রে কুয়াংতুং প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে | |
নামকরণের কারণ | "গুয়াংনাংতুং লু"-এর সংক্ষিপ্ত রূপ ("লু" ছিল সুং রাজবংশের আমলে প্রদেশ বা রাজ্যের সমমান একটি প্রশাসনিক বিভাজন। 广 কুয়াং = প্রশস্ত, অবারিত, বিস্তৃত 东 তুং = পূর্ব আক্ষরিক অর্থে, "বিস্তৃতভূমির পূর্বে" (কুয়াংশি অন্যদিকে পশ্চিমে অবস্থিত।) |
Capital (and largest city) | কুয়াংচৌ |
প্রশাসনিক বিভাজন | ২১ জেলা, ১২১ উপজেলা, ১৬৪২ শহর |
সরকার | |
• সচিব | হু ছুনহুয়া |
• গভর্নর বা প্রশাসক | মা ছিংরুই |
আয়তন[1] | |
• মোট | ১,৭৯,৮০০ বর্গকিমি (৬৯,৪০০ বর্গমাইল) |
এলাকার ক্রম | ১৫তম |
জনসংখ্যা (২০১৫)[2] | |
• মোট | ১০,৮৫,০০,০০০ |
• ক্রম | ১ম |
• জনঘনত্ব | ৬০০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
• ঘনত্বের ক্রম | ৭ম |
জনপরিসংখ্যান | |
• জাতিগত গঠন | হান – ৯৯% চুয়াং – ০.৭% ইয়াও – ০.২% |
• ভাষা ও আঞ্চলিকতা | ক্যান্টনীয় এবং অন্যান্য ইউয়ে ভাষাসমূহ, হাক্কা, মিন ভাষাসমূহ (তেওচিউ এবং লেইচৌ মিন), Tতুহুয়া, ম্যান্ডারিন, চুয়াং |
আইএসও ৩১৬৬ কোড | CN-44 |
GDP (২০১৬) | CNY 7.95 trillion USD 1.2 trillion[3] (১ম) |
• মাথাপিছু | CNY 73,290 USD 11,037 (৮ম) |
এইচডিআই (২০১০) | 0.730[4] (high) (৭ম) |
ওয়েবসাইট | http://www.gd.gov.cn/ (সরলীকৃত চীনা অক্ষরসমূহ) |
কুয়াংতুং | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সরলীকৃত চীনা | 广东 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ঐতিহ্যবাহী চীনা | 廣東 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্যান্টনীয় উপভাষা ইয়েল | Gwóng-dūng | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আক্ষরিক অর্থ | "পূর্বের বিস্তৃতভূমি" | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Abbreviation | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সরলীকৃত চীনা | 粤 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 粵 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্যান্টনীয় উপভাষা ইয়েল | Yuht | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আক্ষরিক অর্থ | [চীনের ইউয়ে জাতির প্রাচীন নাম] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
১৯৮৯ সাল থেকে কুয়াংতুং চীনের প্রদেশগুলির স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের ক্রমতালিকার শীর্ষে অবস্থান করছে। রাষ্ট্রীয় পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে কুয়াংতুংয়ের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন ছিল ৬৭৮ হাজার কোটি চীনা রেনমিনবি, বা ১.১ লক্ষ কোটি মার্কিন ডলার। এর অর্থনীতির আকার ইন্দোনেশিয়ার অর্থনীতির প্রায় সমান।[8] কুয়াংতুং যদি আলাদা একটি দেশ হত, তাহলে এটি বিশ্বের লক্ষ কোটি ডলারের ক্লাবের সদস্য তথা বিশ্বের সেরা অর্থনীতিগুলির একটি হত। চীনের মোট উৎপাদনের প্রায় ১২% যোগান দেয় কুয়াংতুং। এখানে বহু চীনা ও আন্তর্জাতিক কর্পোরেশনের সদর দপ্তর ও কারখানা অবস্থিত। রাজধানী কুয়াংচৌতে নিয়মিতভাবে চীনে বৃহত্তম আমদানি-রফতানি মেলা, যার নাম ক্যান্টন মেলা, অনুষ্ঠিত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.