Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্লোরাইট একটি রাসায়নিক যা ফ্লোরিনের একটি লবণ। ফ্লোরিনের একটি উৎকৃষ্ট আকর হচ্ছে ফ্লোরাইট। [1]।
ফ্লোরাইট / Fluorite | |
---|---|
সাধারণ তথ্য | |
শ্রেণী | mineral |
রাসায়নিক সূত্র | calcium fluoride CaF2 |
সনাক্তকরণ | |
বর্ণ | Colorless, white, purple, blue, blue-green, green, yellow, brownish-yellow, pink or red |
স্ফটিক রীতি | Occurs as well-formed coarse sized crystals also massive - granular |
স্ফটিক পদ্ধতি | Isometric, cF12, SpaceGroup Fm-3m, No. 225 |
বিদারণ | Octahedral |
ফাটল | Uneven |
কাঠিন্য মাত্রা | 4 |
ঔজ্জ্বল্য | Vitreous |
ডোরা বা বর্ণচ্ছটা | White |
স্বচ্ছতা | sometimes |
আপেক্ষিক গুরুত্ব | 3.18 |
প্রতিসরাঙ্ক | 1.433–1.435 |
Fusibility | 3 |
দ্রাব্যতা | Slightly in water |
অন্যান্য বৈশিষ্ট্য | sometimes phosphoresces when heated or scratched. Other varieties fluoresce |
নানা বর্ণের ফ্লোরাইট দেখা যায়। তবে হালকা সবুজ, হলুদ অথবা নীল রং এর ফ্লোরাইট সচরাচর পাওয়া যায়। পানিতে কিছুটা দ্রবণীয়। এর কঠিনতা ৪.০ এবং আপেক্ষিক গুরুত্ব ৩.০-৩.২।
ফ্লোরাইট সাধারণত ভাঁজবহুল, দানাদার এবং আঁশযুক্ত পিণ্ড আকারে পাওয়া যায়। কিউব আকৃতির স্ফটিক হিসেবেও এটা পাওয়া যেতে পারে। এবং ফ্লোরাইট সব শ্রেণীর শিলার ফাটলে কম-বেশি পাওয়া যায়। তবে, চুনাপাথর, ডোলোমাইট ও গ্রানাইট জাতীয় শিলার সঙ্গে এর সংশ্লিষ্টতা একটু বেশি।
ইস্পাত এবং সাদা ও রঙিন কাচ তৈরিতে ফ্লোরাইট ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.