দোদোমা
তানজানিয়ার রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তানজানিয়ার রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দোদোমা (সরকারিভাবে দোদোমা শহুরে জেলা) হল তানজানিয়ার রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর।[2] এটি একইসাথে দোদোমা অঞ্চলেরও রাজধানী। দোদোমার জনসংখ্যা প্রায় ৪,১০,৯৫৬ জন।[1] সরকারিভাবে এই শহরের দু'টি প্রচলিত ভাষা হল সোয়াহিলি ও ইংরেজি।
দোদোমা Jiji la Dodoma (সোয়াহিলি) | |
---|---|
উপর থেকে নিচ পর্যন্ত:' ভিওয়ান্দানি ওয়ার্ডের গাদ্দাফি মসজিদ, তাম্বুকারেলি ওয়ার্ডের রাস্তা, ভিওয়ান্দানি ওয়ার্ডের নয়েরের স্কোয়ার | |
স্থানাঙ্ক: ৬°১০′২৩″ দক্ষিণ ৩৫°৪৪′৩১″ পূর্ব | |
দেশ | তানজানিয়া |
অঞ্চল | দোদোমা |
সরকার | |
• Mayor | Francis Mazanda |
আয়তন | |
• স্থলভাগ | ২,৫৭৬ বর্গকিমি (৯৯৫ বর্গমাইল) |
উচ্চতা | ১,১২০ মিটার (৩,৬৭০ ফুট) |
জনসংখ্যা (2012 census[1]) | |
• মোট | ৪,১০,৯৫৬ |
সময় অঞ্চল | পূআস (ইউটিসি+৩) |
১৯০৭ সালে তানজানিয়ার জার্মান ঔপনিবেশিকদের হাতে এই শহরের প্রতিষ্ঠা হয়। বর্তমানে সরকারিভাবে এই শহর দেশের রাজধানী হলেও দেশের সরকারের বেশিরভাগ দপ্তর পরিচালিত হয় দারুস সালাম থেকে। তবে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে জাতীয় আইনসভা এই শহরেই বসছে।[3]
দোদোমা দেশের মাঝামাঝি ৬°১০′২৩″ দক্ষিণ ৩৫°৪৪′৩১″ পূর্ব স্থানাঙ্কে, তানজানিয়ার প্রাক্তন রাজধানী দারুস সালাম থেকে ৪৮৬ কিলোমিটার পশ্চিমে, এবং পূর্বে আফ্রিকান কমিউনিটির সদরদপ্তর আরুশা থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর মোট আয়তন ২,৬৬৯ বর্গকিলোমিটার, যার মধ্যে ৬২৫ বর্গকিলোমিটার সম্পূর্ণ শহুরে।
দোদোমা বিশ্ববিদ্যালয় (যা ইউডোম নামে বেশি পরিচিত এবং এর ছাত্রছাত্রী প্রায় ৩৫,০০০) ও তানজানিয়ার অ্যাংলিকান চার্চের মালিকানাধীন সেন্ট জনস ইউনিভার্সিটি অব তানজানিয়া সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। উভয় বিশ্ববিদ্যালয় ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়।
দোদোমা সড়ক, রেল ও আকাশ পথে দেশের বিভিন্ন অংশের সাথে সংযুক্ত।
শহরের একমাত্র বিমানবন্দর দোদোমা বিমানবন্দর শহরের দক্ষিণ অংশে অবস্থিত। এ বিমানবন্দরে তাঞ্জানিয়া সিভিল অ্যাভিয়েশন অথোরিটি সীমিত আকারে ছোট বিমান পরিচালনা করে। দোদোমা বিমানবন্দরে এয়ার তাঞ্জানিয়া, এরিক এয়ার ও ফ্লাইটলিং উড্ডয়ন পরিচালনা করে।[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.