ভাক্কার জেলা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভাক্কার জেলা (উর্দু: ضِلع بهكّر), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি জেলা। ১৯৮২ সালে ভাক্কার শহর সদর দপ্তর ও প্রধান শহর হিসেবে মিয়ানওয়ালী জেলার অংশ হিসেবে জেলাটি গঠিত হয়।[3] জেলাটি অঞ্চল মূলত সিন্ধু বরাবর একটি নদীপ্রবাহ দ্বারা গঠিত, যেটি কাচচা নামেও পরিচিত এবং বেশিরভাগ জেলা এলাকা থাল মরুভূমির নির্জন সমভূমিতে অবস্থিত।[4]
ভাক্কার Bhakkar بهكّر | |
---|---|
জেলা | |
Location of Bhakkar District (highlighted in orange) within Punjab. | |
স্থানাঙ্ক: ৩১.৬২৩০° উত্তর ৭১.০৬২৬° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
রাজধানী | ভাক্কার |
আয়তন[1]:১ | |
• মোট | ৮,১৫৩ বর্গকিমি (৩,১৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[2] | |
• মোট | ১৬,৫০,৫১৮ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫২০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
ভাষা | সরাইকি, পাঞ্জাবি |
ওয়েবসাইট | www |
জেলা প্রশাসনিকভাবে ৪টি তহসিল এবং ৬৪টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে:[5]
২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটির মোট জনসংখ্যা ছিল প্রায় ১৬,৫০,০০০ জন। এছাড়াও ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, মাতৃভাষা হিসেবে সরাইকি (৭৩%), পাঞ্জাবী (১৮%) এবং উর্দু (৭%) ভাষা ব্যবহার করে থাকে।[1]:১৯[6]
লিঙ্গ (২০১৭ সাল) | |
---|---|
পুরুষ | ৮৪৪,২৪৭ |
নারী | ৮০৬,২৩৫ |
হিজড়া | ৩৬ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.