Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রান্সের জাতীয় উৎসব (ফরাসি: Fête Nationale ফেত্ নাসিওনাল্; ইংরেজি ভাষায়: Bastille Day) প্রতি বছর ১৪ই জুলাই উদ্যাপন করা হয়। ফ্রান্সের সাধারণ মানুষের মুখের ভাষায় এটি ল্য ক্যাতৌযে জুইয়ে (le quatorze juillet) অর্থাৎ ১৪ই জুলাই নামে পরিচিত। এই উৎসবে ১৭৮৯ সালের ১৪ই জুলাই তারিখে ফ্রান্সের সাধারণ জনগণের বাস্তিল দুর্গ দখলের ঘটনাকে স্মরণ করা হয়। ঐ ঘটনাটিকে ফরাসি বিপ্লব ও আধুনিক ফ্রান্সের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়।[1][2]
ফ্রান্সের জাতীয় উৎসব (Fête nationale) | |
---|---|
অন্য নাম | ১৪ই জুলাই ল্য ক্যাতৌযে জুইয়ে (Quatorze juillet) |
পালনকারী | ফ্রান্স |
ধরন | জাতীয় দিবস |
তাৎপর্য | Commemorates the বাস্তিলের বিক্ষোভ ১৪ জুলাই ১৭৮৯ [1][2] এবং Fête de la Fédération ১৪ জুলাই ১৭৯০ এ ফ্রেঞ্চ জাতির একাত্ব |
উদযাপন | Military parades, আতসবাজী, concerts, balls |
তারিখ | ১৪ জুলাই |
সংঘটন | বার্ষিক |
ফ্রান্সের রাষ্ট্রপতির সম্মুখে প্যারিসের শঁজেলিজে অ্যাভেনিউতে ১৪ই জুলাই সকালে উৎসব শুরু হয়। একোল পলিতেকনিক, একোল স্পেসিয়াল মিলিতের দ্য সাঁ-সির, একোল নাভাল, ইত্যাদি বিদ্যালয়ের ক্যাডেটদের কুচকাওয়াজ, সাধারণ সৈন্যদের কুচকাওয়াজ, সাঁজোয়া গাড়ির বহর, ইত্যাদি চলতে থাকে। উপরে আকাশে পাত্রুই দে ফ্রঁসের বিমানগুলি উড়ে যায়। সম্প্রতি ফ্রান্সের মিত্রদেশের সৈন্যরাও এই কুচকাওয়াজে অংশ নেবার আমন্ত্রণ পান।
এই দিন ফ্রান্সের রাষ্ট্রপতি সাধারণত দেশের অবস্থা সম্পর্কে একটি সাক্ষাৎকার দেন এবং ছোট অপরাধীদের ক্ষমা করে দেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.