Loading AI tools
দক্ষিণ-পশ্চিম ইউরোপের রাষ্ট্র স্পেনের প্রথম স্তরের প্রশাসনিক ও রাজনৈতিক বিভাগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দক্ষিণ-পশ্চিম ইউরোপের রাষ্ট্র স্পেনকে প্রাথমিকভাবে ১৭টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে, যেগুলির প্রতিটিকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল (Communidad autonoma কোমুনিদাদ আউতোনোমা) বলা হয়। স্বায়ত্তশাসিত বলতে বোঝায় যে প্রতিটি স্বায়ত্তশাসিত অঞ্চলের নিজস্ব নির্বাহী, আইনি ও বিচার বিভাগীয় ক্ষমতা রয়েছে। এদিক থেকে এগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একেকটি অঙ্গরাজ্যের সাদৃশ্য আছে।
স্বায়ত্তশাসিত অঞ্চল
স্পেনীয়: comunidad autónoma[lower-alpha 1] | |
---|---|
শ্রেণি | স্বায়ত্তশাসিত প্রশাসনিক বিভাগ |
অবস্থান | স্পেন |
প্রতিষ্ঠাকারক আইন | ১৯৭৮ সালের স্পেনীয় সংবিধান |
প্রতিষ্ঠার তারিখ |
|
সংখ্যা | ১৭ (+২ স্বায়ত্তশাসিত শহর) |
জনসংখ্যা | স্বায়ত্তশাসিত অঞ্চল: ৩১৬,৭৯৮ (লা রিওহা) – ৮,৪১৪,২৪০ (আন্দালুসিয়া) স্বায়ত্তশাসিত নগরীসমূহ: ৮৬,৪৮৭ (মেলিইয়া), ৮৪,৭৭৭ (সেউতা) |
আয়তন | স্বায়ত্তশাসিত অঞ্চল: ৯৪,২২৩ কিমি২ (৩৬,৩৮০ মা২) (কাস্তিইয়া ও লেওন) – ১,৯২৭ কিমি২ (৭৪৪ মা২) (বালেয়ারীয় দ্বীপপুঞ্জ) স্বায়ত্তশাসিত নগরীসমূহ: ৪.৭ মা২ (১২ কিমি২) (মেলিইয়া), ৭.১ মা২ (১৮ কিমি২) (সেউতা) |
সরকার | |
উপবিভাগ |
|
স্পেন অপেক্ষাকৃত ক্ষুদ্রতর দ্বিতীয় স্তরের পঞ্চাশটি প্রশাসনিক বিভাগ নিয়ে গঠিত, যাদেরকে স্পেনের প্রদেশ (Provincia) বলা হয়। ১৯৭৮ খ্রিস্টাব্দে প্রদেশগুলিকে একত্রিত করে স্বায়ত্তশাসিত অঞ্চলগুলি প্রতিষ্ঠা করা হয়। অতীতে কিছু কিছু প্রদেশ কিছু রাজ্যের অধীনে একত্রিত ছিল। এগুলিকে "ঐতিহাসিক অঞ্চল" নামে ডাকা হত, যেমন কাতালুনিয়া, বাস্ক দেশ, গালিসিয়া ও আন্দালুসিয়া।
১৭টি স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিটিতেই স্পেনীয় ভাষা সরকারী ভাষা। তবে ছয়টি স্বায়ত্তশাসিত অঞ্চলে স্পেনীয় ভাষার পাশাপাশি অন্য ভাষা সহ-সরকারী বা সহ-দাপ্তরিক ভাষা হিসেবে প্রচলিত। যেমন কাতালুনিয়াতে কাতালান ভাষা ও অক্সিতঁ ভাষা, বালেন্সিয়া অঞ্চলে কাতালান ভাষা (স্থানীয়ভাবে বালেন্সীয় ভাষা হিসেবে পরিচিত), বালেয়ারীয় দ্বীপপুঞ্জে কাতালান ভাষা, গালিসিয়াতে গালিসীয় ভাষা, বাস্ক দেশ ও নাবাররাতে (উত্তরভাগে) বাস্ক ভাষা সহ-সরকারী ভাষা হিসেবে স্বীকৃত।
স্বায়ত্তশাসিত অঞ্চল ও তাদের রাজধানী বা প্রশাসনিক কেন্দ্র।
এছাড়া আফ্রিকার উত্তর উপকূলে স্পেনের অধীনে দুইটি নগরী আছে: সেউতা ও মেলিইয়া। এগুলিকে স্পেনের "স্বায়ত্তশাসিত নগরী" হিসেবে ডাকা হয়। এগুলির একই সাথে স্বায়ত্তশাসিত অঞ্চল, প্রদেশ ও পৌরসভার ক্ষমতা আছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.