বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো হলো একটি বাংলাদেশী বহুজাতিক নিয়ন্ত্রক কোম্পানি।কোম্পানিটি ১৯৭০ এর দশকে প্রতিষ্ঠিত হয়।[3] এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমন্বিত কোম্পানি। দেশের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনের সবচেয়ে বৃহৎ অংশ এই কোম্পানির।বর্তমানে এর পণ্য সমূহ প্রায় ৫৫ টি দেশে রপ্তানি করা হয়।[4] পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর বস্ত্র বিপণনকেন্দ্র আছে।

দ্রুত তথ্য ধরন, শেয়ারবাজার প্রতীক ...
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড
ধরনপাবলিক
ডিএসসি: বেক্সিমকো
সিএসসি: বেক্সিমকো
শিল্পবহু-সমন্বিত
প্রতিষ্ঠাকাল১৯৭২; ৫২ বছর আগে (1972)
প্রতিষ্ঠাতাগণ
সদরদপ্তর,
বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
বৈশ্বিক
প্রধান ব্যক্তি
  • এ. এস. এফ. রহমান (চেয়ারম্যান)
  • সালমান এফ রহমান (ভাইস চেয়ারম্যান)
পণ্যসমূহ
আয়বৃদ্ধি ৳২৫.৩৮৭ বিলিয়ন[1]
(ইউএস$২০৪ মিলিয়ন) (২০১৮ অর্থবছর)
সুদ ও করপূর্ব আয়
বৃদ্ধি ৳৭.০৮৫ বিলিয়ন[1]
(ইউএস$৮৫ মিলিয়ন) (২০১৮ অর্থবছর)
নীট আয়
বৃদ্ধি ৳১.২৫৯ বিলিয়ন[1]
(ইউএস$১৫ মিলিয়ন) (২০১৮ অর্থবছর)
মোট সম্পদবৃদ্ধি ৳১২২.৭৪৬ বিলিয়ন[2]
(ইউএস$১.৪৭ বিলিয়ন) (২০১৮ অর্থবছর)
মোট ইকুইটিবৃদ্ধি ৳৬৩.৩৭৩ বিলিয়িন[2]
(ইউএস$৭৫৭ মিলিয়ন) (২০১৮ অর্থবছর)
কর্মীসংখ্যা
~৭০,০০০
অধীনস্থ প্রতিষ্ঠান
ওয়েবসাইটbeximco.com
বন্ধ

ইতিহাস

কোম্পানিটি বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরে, ১৯৭২ সালে দুই ভাই এ.এস.এফ. রহমান এবং সালমান এফ রহমান দ্বারা প্রতিষ্ঠিত হয়। তাদের পরিবার আগে পাটের ব্যবসায় নিয়োজিত ছিল। সত্তরের দশকের গোড়ার দিকে পাট কারখানা জাতীয়করণ করা হয়। ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের শেষের দিকে মুক্ত বাজার সংস্কারের মাধ্যমে পরিবারটি তাদের অনেক ব্যবসা পুনরুদ্ধার করে।

১৯৭০-এর দশকের শুরু থেকে, বেক্সিমকো শিল্প ও ব্যবসায়িক খাতে অগ্রগামী হয়। বর্তমানে এটির ওষুধশিল্প, সিরামিক, নবায়নযোগ্য শক্তি, টেক্সটাইল, এলপিজি, খাদ্য ও পানীয়, স্যাটেলাইট থেকে হোম টেলিভিশন, পিপিই, মিডিয়া, আইসিটি, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা এবং ভ্রমণ ও পর্যটনসহ বিস্তৃত শিল্পে বিনিয়োগ রয়েছে।[5]

২০০৫ সালে, বেক্সিমকো ফার্মা বাংলাদেশী কোম্পানি হিসেবে লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয়।[6] বেক্সিমকো পাকিস্তানের করাচিতে ইয়েলো পোশাকের ব্র্যান্ড চালু করার সাথে সাথে তার প্রথম বিদেশী খুচরা আউটলেটও খুলে।[7] ইয়েলো এর পর থেকে বেশ কয়েকটি বাংলাদেশী এবং পাকিস্তানি শহরে বিস্তৃত হয়েছে। ২০০৯ সালে, শাইনপুকুর সিরামিক রাশিয়ার মস্কোতে একটি শোরুম খুলে। ২০১০ সালে, কোম্পানিটি আইএফআইসি ব্যাংক, জিএমজি এয়ারলাইনস, দ্য ইন্ডিপেনডেন্ট সংবাদপত্র এবং ইউনিক হোটেল এবং রিসোর্টসহ বেশ কয়েকটি বড় বাংলাদেশী ব্যবসায় অংশীদারিত্ব অর্জন করে।[8][9][10]

কোম্পানিটির আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে মনে করা হয়। সালমান এফ রহমান আওয়ামী লীগ থেকে নির্বাচিত একজন সাংসদ ও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন।[4]

প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাগণ

এ এস এফ রহমান, চেয়ারম্যান

সালমান এফ রহমান, ভাইস চেয়ারম্যান

শায়ান এফ রহমান, বোর্ড উপদেষ্টা

শাহরিয়ার রহমান, বোর্ড উপদেষ্টা  

এবিএস রহমান, গ্রুপ ডিরেক্টর

ইকবাল আহমেদ, গ্রুপ ডিরেক্টর

সামি ওয়াদুদ, গ্রুপ ডিরেক্টর

আজমল কবির, গ্রুপ ডিরেক্টর

নাজমুল হাসান পাপন, গ্রুপ ডিরেক্টর এবং সিইও (ফার্মাসিউটিক্যালস)

সৈয়দ নাভেদ হোসেন, গ্রুপ ডিরেক্টর এবং সিইও (টেক্সটাইল)

ও কে চৌধুরী, গ্রুপ ডিরেক্টর এবং সিইও (পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)

হুমায়ুন কবির এফসিএ, সিইও (সিরামিকস)

এম শামসুর রহমান, সিইও (মিডিয়া)

শাহ এ সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (আইএফআইসি ব্যাংক)

মৃণাল রায়, সিইও (পেট্রোলিয়াম)

এম আসাদ উল্লাহ এফসিএস, নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব

অধীনস্থ প্রতিষ্ঠান

  • দ্য বেক্সিমকো গ্রুপ
  • বেক্সিমকো জুট ডিভিশন
  • বেক্সিমকো ফার্মা
  • বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেড
  • বেক্সিমকো - টেক্সটাইল & এপারেল ডিভিশন
  • শাইনপুকুর সিরামিকস
  • বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড
  • বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড
  • বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড[11]
  • বেক্সিমকো - মেরিন ফুডস ডিভিশন
  • বেক্সিমকো - আইটি ডিভিশন
  • আইএফআইসি ব্যাংক
  • ইয়েলো[12]
  • ইনডিপেনডেন্ট টেলিভিশন
  • আকাশ ডিটিএইচ
  • বেক্সিমকো - রিয়েল এস্টেট ডিভিশন
  • বেক্সিমকো কম্পিউটার লিমিটেড
  • বেক্সট্রেড লিমিটেড
  • বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেড
  • বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড (ডিটিএইচ)
  • ওয়েস্টিন হোটেলস (বাংলাদেশ)
  • শাইনপুকুর ক্রিকেট ক্লাব
  • বেক্সিমকো ফুডস লিমিটেড
  • গিগা টেক[13]
  • বেক্সিমকো ফিশারিজ লিমিটেড
  • বেক্সিমকো পোর্টস লিমিটেড
  • বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড
  • বেক্সিমকো পিপিই লিমিটেড
  • বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.