২০১৯ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হল সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ, যা দক্ষিণ এশীয়ার অনূর্ধ্ব-১৮ জাতীয় পুরুষ ফুটবল দলসমূহের জন্য সাফ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ২০১৯ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে অনুষ্ঠিত হয়।[1][2]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | নেপাল |
তারিখ | ২০ সেপ্টেম্বর – ২৯ সেপ্টেম্বর ২০১৯ |
দল | ৬ (১টি কনফেডারেশন থেকে) |
মাঠ | এপিএফ স্টেডিয়াম, কাঠমান্ডু |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ভারত (১ম শিরোপা) |
রানার-আপ | বাংলাদেশ |
তৃতীয় স্থান | মালদ্বীপ |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১০ |
গোল সংখ্যা | ২৩ (ম্যাচ প্রতি ২.৩টি) |
দর্শক সংখ্যা | ৩,৯০০ (ম্যাচ প্রতি ৩৯০ জন) |
শীর্ষ গোলদাতা | মো তানভীর আহমেদ ফয়সাল আহমেদ গুরকিরাত সিং (২ গোল করে) |
সেরা খেলোয়াড় | নিনথয়েঙ্গানবা মিতেই |
ফেয়ার প্লে পুরস্কার | ভুটান |
নেপাল পূর্ববর্তী ২০১৫ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়।
খেলোয়াড়
১লা জানুয়ারি ২০০১ সালে বা তার পরে জন্মগ্রহণ করা খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। প্রতিটি দলকে ন্যূনতম ১৮ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড়ের একটি দল নিবন্ধ করতে হবে, যাদের মধ্যে ন্যূনতম তিনজনকে গোলরক্ষক থাকতে হবে।
অংশগ্রহনকারী দলসমূহ
প্রতিযোগিতায় প্রতিদন্ধীতা করার জন্য পাকিস্তান তাদের প্রবেশিকা প্রেরণ করেছিল এবং তাদের গ্রুপ-এ স্থান দেওয়া হয়েছিল। কিন্তু পরে তাদের ফেডারেশনে কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে তা প্রত্যাহার করে নেয়।[3]
খেলা পরিচালনাকারী
রেফারি
|
সহকারী রেফারি
|
গ্রুপ পর্ব
- সকল খেলা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।[4]
- খেলাগুলো সেখানের স্থানীয় সময়(ইউটিসি+০৫:৪৫) অনুযায়ী শুরু হয়।
গ্রুপ টেবিলে রঙের চাবিকাঠি | |
---|---|
গ্রুপ বিজয়ী এবং রানার্সআপ সেমিফাইনালে উঠেছে |
গ্রুপ এ
গ্রুপ বি
নকআউট পর্ব
- স্থানীয় সময় UTC+05:45.
ব্র্যাকেট
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
২৭ সেপ্টেম্বর – APF Stadium, Kathmandu | ||||||
ভুটান | ০ | |||||
২৯ সেপ্টেম্বর – APF Stadium, Kathmandu | ||||||
বাংলাদেশ | ৪ | |||||
বাংলাদেশ | ১ | |||||
২৭ সেপ্টেম্বর – APF Stadium, Kathmandu | ||||||
ভারত | ২
| |||||
ভারত | ৪ | |||||
মালদ্বীপ | ০ | |||||
তৃতীয় স্থান | ||||||
২৯ সেপ্টেম্বর;– APF Stadium, Kathmandu | ||||||
ভুটান | ০ | |||||
মালদ্বীপ | ১ |
সেমিফাইনাল
তৃতীয় স্থান
ফাইনাল
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.