Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১৫শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ বা ২০১৩ বিশ্ব সাঁতার প্রতিযোগিতা (কাতালান: Campionat Mundial de Natació de 2013, স্পেনীয়: Campeonato Mundial de Natación de 2013) স্পেনের বার্সেলোনার কাতালোনিয়ায় ২০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।[1][2] ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপের জলক্রীড়ার ৬টি বিভাগ - সাঁতার, ডাইভিং, হাই ডাইভিং, উন্মুক্ত সাঁতার, সিনক্রোনাইজড সুইমিং এবং ওয়াটার পোলো অন্তর্ভুক্ত ছিল।
১৫শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | |
---|---|
স্বাগতিক শহর | বার্সেলোনা, কাতালোনিয়া, স্পেন |
তারিখ(সমূহ) | ২০ জুলাই - ৪ আগস্ট |
মাঠ(সমূহ) | পালাও সান্ত জর্দি |
অংশগ্রহণকারী দেশ | ১৮১ |
প্রতিযোগী সংখ্যা | ২২৯৩ |
← ২০১১ সাংহাই ২০১৫ কাজান → |
২০১৩ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ বার্সেলোনা, স্পেন | ||||
---|---|---|---|---|
ডাইভিং | ||||
ব্যক্তিগত | ||||
১ মি | পুরুষ | মহিলা | ||
৩ মি | পুরুষ | মহিলা | ||
১০ মি | পুরুষ | মহিলা | ||
সিনক্রোনাইজড | ||||
৩ মি | পুরুষ | মহিলা | ||
১০ মি | পুরুষ | মহিলা | ||
হাই ডাইভিং | ||||
| ||||
উন্মুক্ত সাঁতার | ||||
৫ কি.মি. | পুরুষ | মহিলা | ||
১০ কি.মি. | পুরুষ | মহিলা | ||
২৫ কি.মি. | পুরুষ | মহিলা | ||
দল | দলগত | |||
সুইমিং | ||||
ফ্রিস্টাইল | ||||
৫০ মি | পুরুষ | মহিলা | ||
১০০ মি | পুরুষ | মহিলা | ||
২০০ মি | পুরুষ | মহিলা | ||
৪০০ মি | পুরুষ | মহিলা | ||
৮০০ মি | পুরুষ | মহিলা | ||
১৫০০ মি | পুরুষ | মহিলা | ||
ব্যাকস্ট্রোক | ||||
৫০ মি | পুরুষ | মহিলা | ||
১০০ মি | পুরুষ | মহিলা | ||
২০০ মি | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
৫০ মি | পুরুষ | মহিলা | ||
১০০ মি | পুরুষ | মহিলা | ||
২০০ মি | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
৫০ মি | পুরুষ | মহিলা | ||
১০০ মি | পুরুষ | মহিলা | ||
২০০ মি | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০ মি | পুরুষ | মহিলা | ||
৪০০ মি | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০ মি | পুরুষ | মহিলা | ||
৪×২০০ মি | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০ মি | পুরুষ | মহিলা | ||
সিনক্রোনাইজড সুইমিং | ||||
একক | শৈল্পিক | মুক্ত | ||
দ্বৈত | শৈল্পিক | মুক্ত | ||
দল | শৈল্পিক | মুক্ত | ||
সম্মিলিত | ||||
ওয়াটার পোলো | ||||
|
||||
প্রকৃতপক্ষে জুলাই, ২০০৯ সালে ফিনা কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরকে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের স্বাগতিক শহর নির্ধারণ করেছিল। কিন্তু মার্চ, ২০১০ সালে দুবাই স্বাগতিক শহরের মর্যাদা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।[3] ফিনা পুনরায় দরপত্র আহ্বান করে। তারপর ২৬ সেপ্টেম্বর, ২০১০ তারিখে বার্সেলোনাকে স্বাগতিকের মর্যাদা প্রদান করে।[4][5]
নিম্নবর্ণিত মাঠসমূহ ২০১৩ সালের বিশ্ব সাঁতার প্রতিযোগিতার জন্য ক্রীড়া বিষয়সমূহ অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয়:[6]
প্রথমবারের মতো বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় হাই ডাইভিং ক্রীড়াবিষয় অন্তর্ভুক্ত করা হয়।[7]
উদ্বোধনী অনুষ্ঠান ১৯ জুলাই, ২০১৩ তারিখে অনুষ্ঠিত হয়।[8]
১ | চূড়ান্ত খেলার সংখ্যা |
● | অন্যান্য প্রতিযোগিতাসমূহ |
জুলাই-আগস্ট ২০১৩ | ২০ শনি |
২১ রবি |
২২ সোম |
২৩ মঙ্গল |
২৪ বুধ |
২৫ বৃহঃ |
২৬ শুক্র |
২৭ শনি |
২৮ রবি |
২৯ সোম |
৩০ মঙ্গল |
৩১ বুধ |
১ বৃহঃ |
২ শুক্র |
৩ শনি |
৪ রবি |
স্বর্ণ পদক |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ডাইভিং | ১ | ১ | ২ | ২ | ● | ১ | ১ | ১ | ১ | ১০ | |||||||
হাই ডাইভিং | ● | ১ | ১ | ২ | |||||||||||||
উন্মুক্ত সাঁতার | ২ | ১ | ১ | ১ | ২ | ৭ | |||||||||||
সাঁতার | ৪ | ৪ | 5 | ৪ | ৫ | ৫ | ৫ | ৮ | ৪০ | ||||||||
সিনক্রোনাইজ সাঁতার | ১ | ১ | ১ | ● | ১ | ১ | ১ | ১ | ৭ | ||||||||
ওয়াটার পোলো | ● | ● | ● | ● | ● | ● | ● | ● | ● | ● | ● | ● | ১ | ১ | ২ | ||
সর্বমোট স্বর্ণপদক | ৪ | ২ | ৪ | ৩ | ১ | ৩ | ২ | ৪ | ৫ | ৪ | ৬ | ৫ | ৫ | ৬ | ৬ | ৮ | ৬৮ |
সর্বমোট অগ্রসরমান | ৪ | ৬ | ১০ | ১৩ | ১৪ | ১৭ | ১৯ | ২৩ | ২৮ | ৩২ | ৩৮ | ৪৩ | ৪৮ | ৫৪ | ৬০ | ৬৮ |
* স্বাগতিক দেশ
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৫ | ১০ | ৯ | ৩৪ |
২ | চীন | ১৪ | ৮ | ৪ | ২৬ |
৩ | রাশিয়া | ৯ | ৬ | ৪ | ১৯ |
৪ | ফ্রান্স | ৪ | ১ | ৪ | ৯ |
৫ | হাঙ্গেরি | ৪ | ১ | ২ | ৭ |
৬ | অস্ট্রেলিয়া | ৩ | ১১ | ০ | ১৪ |
৭ | জার্মানি | ৩ | ৩ | ৪ | ১০ |
৮ | ব্রাজিল | ৩ | ২ | ৫ | ১০ |
৯ | দক্ষিণ আফ্রিকা | ৩ | ১ | ১ | ৫ |
১০ | স্পেন* | ১ | ৬ | ৫ | ১২ |
১১ | ইতালি | ১ | ৩ | ১ | ৫ |
১২ | ডেনমার্ক | ১ | ৩ | ০ | ৪ |
১৩ | জাপান | ১ | ২ | ৩ | ৬ |
১৪ | গ্রিস | ১ | ১ | ০ | ২ |
লিথুয়ানিয়া | ১ | ১ | ০ | ২ | |
সুইডেন | ১ | ১ | ০ | ২ | |
১৭ | নেদারল্যান্ডস | ১ | ০ | ৩ | ৪ |
১৮ | তিউনিসিয়া | ১ | ০ | ১ | ২ |
১৯ | কলম্বিয়া | ১ | ০ | ০ | ১ |
২০ | কানাডা | ০ | ৩ | ৪ | ৭ |
২১ | পোল্যান্ড | ০ | ২ | ১ | ৩ |
২২ | ইউক্রেন | ০ | ১ | ৪ | ৫ |
২৩ | যুক্তরাজ্য | ০ | ১ | ১ | ২ |
২৪ | বেলজিয়াম | ০ | ১ | ০ | ১ |
মন্টিনিগ্রো | ০ | ১ | ০ | ১ | |
২৬ | মেক্সিকো | ০ | ০ | ৪ | ৪ |
২৭ | নিউজিল্যান্ড | ০ | ০ | ৩ | ৩ |
২৮ | ক্রোয়েশিয়া | ০ | ০ | ১ | ১ |
ফিনল্যান্ড | ০ | ০ | ১ | ১ | |
মালয়েশিয়া | ০ | ০ | ১ | ১ | |
ত্রিনিদাদ ও টোবাগো | ০ | ০ | ১ | ১ | |
সর্বমোট | ৬৮ | ৬৯ | ৬৭ | ২০৪ |
---|
এবারের প্রতিযোগিতায় ১৮১ দেশের প্রতিযোগীগণ অংশগ্রহণ করেন।[9][10][11][12] ইকুয়েডর বর্তমানে ফিনা কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ অবস্থায় রয়েছে। তাই, ফিনা পতাকা নিয়ে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছে।[13]
নিম্নবর্ণিত বিশ্বরেকর্ডসমূহ প্রতিযোগিতা চলাকালে সৃষ্ট হয়:
তারিখ | বিষয় | রাউন্ড | সময় | খেলোয়াড়ের নাম | দেশ |
---|---|---|---|---|---|
২৯ জুলাই, ২০১৩ | মহিলাদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক | সেমি-ফাইনাল | ১:০৪.৩৫ | রুটা মেইলুটাইট | লিথুয়ানিয়া |
৩০ জুলাই, ২০১৩ | মহিলাদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল | ফাইনাল | ১৫:৩৬.৫৩ | কেটি লেডেকি | মার্কিন যুক্তরাষ্ট্র |
১ আগস্ট, ২০১৩ | মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক | সেমি-ফাইনাল | ২:১৯.১১ | রিকি মোলার পেডারসেন | ডেনমার্ক |
৩ আগস্ট, ২০১৩ | মহিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক | হিট | ২৯.৭৮ | ইউলিয়া এফিমোভা | রাশিয়া |
৩ আগস্ট, ২০১৩ | মহিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক | সেমি-ফাইনাল | ২৯.৪৮ | রুটা মেইলুটাইট | লিথুয়ানিয়া |
৩ আগস্ট, ২০১৩ | মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল | ফাইনাল | ৮:১৩.৮৬ | কেটি লেডেকি | মার্কিন যুক্তরাষ্ট্র |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.