১৯৯৮ আন্তর্মহাদেশীয় কাপ হচ্ছে ১৯৯৮ সালের ১লা ডিসেম্বর তারিখে আয়োজিত একটি ম্যাচ, যেখানে ১৯৯৭–৯৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ১৯৯৮ কোপা লিবের্তাদোরেস বিজয়ী ব্রাজিলীয় ক্লাব ভাস্কো দা গামা মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটি নিরপেক্ষ স্থান, টোকিওর জাতীয় স্টেডিয়ামে ৫১,৫১৪ জন সমর্থকের সামনে আয়োজিত হয়েছিল। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় রাউল এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জয়লাভ করেন।[1][2]

দ্রুত তথ্য রিয়াল মাদ্রিদ, ভাস্কো দা গামা ...
১৯৯৮ আন্তর্মহাদেশীয় কাপ
১৯৯৮ আন্তর্মহাদেশীয় কাপের প্রচ্ছদ
তারিখ১ ডিসেম্বর ১৯৯৮
ম্যাচসেরারাউল (রিয়াল মাদ্রিদ)
রেফারিমারিও সানচেজ ইয়ান্তেন (চিলি)
দর্শক সংখ্যা৫১,৫১৪
আবহাওয়াসুন্দর জোৎস্না রাত
১৪.৬ °সে (৫৮.৩ °ফা)
৬৮% আর্দ্রতা
১৯৯৭
১৯৯৯
বন্ধ

ম্যাচ

বিস্তারিত

আরও তথ্য রিয়াল মাদ্রিদ, ২–১ ...
রিয়াল মাদ্রিদ স্পেন২–১ব্রাজিল ভাস্কো দা গামা
দে লিমা গোল ২৫' (আ.গো.)
রাউল গোল ৮৩'
প্রতিবেদন জুনিনিয়ো গোল ৫৬'
বন্ধ
জাতীয় স্টেডিয়াম, টোকিও
দর্শক সংখ্যা: ৫১,৫১৪
রেফারি: মারিও সানচেজ ইয়ান্তেন (চিলি)
রিয়াল মাদ্রিদ
ভাস্কো দা গামা
গোজার্মানি বদো ইলগনার
রা.ব্যা.ইতালি ক্রিস্তিয়ান পানুচ্চি
সে.ব্যা.স্পেন মানুয়েল সানচিস (অধি:)
সে.ব্যা.১৯স্পেন ফের্নান্দো সাঞ্জহলুদ কার্ড ৭৩'
লে.ব্যা.ব্রাজিল রোবের্তো কার্লোসহলুদ কার্ড ১৯'
রা.মি.১০নেদারল্যান্ডস ক্লারেন্স সীডর্ফহলুদ কার্ড ৪৪'
সে.মি.স্পেন ফার্নান্দো হিয়েরো
সে.মি.আর্জেন্টিনা ফের্নান্দো রেদোন্দো
লে.মি.১১ব্রাজিল সাভিও৯০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০'
সে.ফ.যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যুগোস্লাভিয়া প্রেদ্রাগ মিয়াতোভিচ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
স্ট্রা.স্পেন রাউল
বদলি:
গো২৫স্পেন এদুয়ার্দো আলমান্সা
১২স্পেন ইবান কাম্পো
২০স্পেন রোবের্তো রোহাস
১৪স্পেন গুতি
১৭ক্রোয়েশিয়া রোবের্ত জার্নি৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ক্রোয়েশিয়া দাভোর শুকার৯০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০'
১৫স্পেন ফের্নান্দো মোরিয়েন্তেস
ম্যানেজার:
নেদারল্যান্ডস গুস হিদিংক
গোব্রাজিল কার্লোস জের্মানো
রা.ব্যা.ব্রাজিল ভাগনার রোজারিও নুনেস৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.ব্যা.ব্রাজিল ওদভান
সে.ব্যা.ব্রাজিল মৌরো গালভাও (অধি:)
লে.ব্যা.ব্রাজিল ফেলিপে জোর্জে লরেইরো
ডি.মি.ব্রাজিল লুইস কার্লোস কিন্তানিলিয়াহলুদ কার্ড ৩৭' ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
ডি.মি.১১ব্রাজিল গেসিয়াল জোসে দে লিমাহলুদ কার্ড ২৮'
অ্যা.মি.ব্রাজিল জুনিনিয়ো পেরনাম্বুকানো
অ্যা.মি.১০ব্রাজিল রামোন মেনেজেস হুবনার৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
সে.ফ.ব্রাজিল ওসমার দোনিজেতে কান্দিদো
সে.ফ.ব্রাজিল লুইজ বোম্বোনাতো গুলার্তহলুদ কার্ড ৭৫'
বদলি:
গো১২ব্রাজিল মার্সিও ফের্নান্দেজ কাজোরলা
১৫ব্রাজিল আলেক্স সান্দ্রো পিনিয়ো
১৭ব্রাজিল ভালবার রোয়েল দে ওলিভেইরা৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
৩১ব্রাজিল ক্লাউদেমির ভিতোর৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৮ব্রাজিল নেলসন দোমিঙ্গেস দে আরাউজো
২০ব্রাজিল মৌরিসিও পোজ্ঞি ভিলেলা
২৩ব্রাজিল গুইয়ের্মো দে কাসিও আলভেস৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ম্যানেজার:
ব্রাজিল আন্তোনিও লোপেস

ম্যাচ অফ দ্য ম্যাচ:
স্পেন রাউল (রিয়াল মাদ্রিদ)

সহকারী রেফারি:
মালয়েশিয়া হালিম আব্দুল হামিদ (মালয়েশিয়া)
জাপান কেইজি কামিয়ারা (জাপান)
চতুর্থ রেফারি:
জাপান হিরোয়ুকি উমেমোটো (জাপান)

ম্যাচের নিয়ম

  • ৯০ মিনিট।
  • গোল্ডেন গোলের জন্য অতিরিক্ত ৩০ মিনিত (যদি প্রয়োজন হয়)।
  • পেনাল্টি শুট-আউট (যদি ফলাফল সমতা থাকে)।
  • সাত জন বদলি খেলোয়াড়ের নাম।
  • সর্বোচ্চ তিনজন বদলি খেলোয়াড়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.