Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভুটান যুক্তরা্জ্যের লন্ডনে ২৭ জুলাই - ১২ আগস্ট ২০১২ পর্যন্ত অনুষ্ঠিত ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। দুইজন তীরন্দাজ এবং দু্ইজন শুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অলিম্পিক গেমসে ভূটান | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক লন্ডন | ||||||||||||
প্রতিযোগী | ২টি ক্রীড়ায় ২ জন | |||||||||||
পতাকা বাহক | শেরাব যাম | |||||||||||
পদক | স্বর্ণ ০ |
রৌপ্য ০ |
ব্রোঞ্জ ০ |
মোট ০ |
||||||||
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ) | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
ভুটানকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি ওয়াইল্ড কার্ড দেওয়া হয়।[১] ২০১২ এর মে এ ভুটান অলিম্পিক কমিঠি ২৮ বছর বয়সী মহিলা তীরন্দাজ শেরাব যামকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মনোনীত করেন।[২] শেরাবের কোচ ছিলেন শেরিং ছোদেন যিনি ২০০০ ও ২০০৪ অলিম্পিকে অংশগ্রহণ নেন।
ক্রীড়াবিদ | ইভেন্ট | র্যাঙ্কিং রাউন্ড | রাউন্ড ৬৪ | রাউন্ড ৩২ | রাউন্ড ১৬ | কোর্য়াটার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | সীড | প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
র্যাঙ্ক | ||
শেরাব যাম | [মহিলা একক | ৫৮৯ | ৬১ | লরিগ (USA) (৪) হার ০-৬ |
এগুতে পারেননি |
ক্রীড়াবিদ | ইভেন্ট | বাছাইপর্ব | ফাইনাল | ||
---|---|---|---|---|---|
পয়েন্ট | র্যাঙ্ক | পয়েন্ট | র্যাঙ্ক | ||
কুনযাং ছোদেন | ১০ মিটার এয়ার রাইফেল | ৩৮১ | ৫৬ | এগুতে পারেননি |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.