Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ৪×২০০মিটার ফ্রিস্টাইল রিলে বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১২ ও ১৩ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ফ্রিস্টাইল প্রতিযোগিতা। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় একটি দলের চারজন সাঁতারুর প্রত্যেক সাঁতারুকে পুলটি চারবার পার করতে হয়।
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ৪×২০০মিটার ফ্রিস্টাইল রিলে | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | ||||||||||||
তারিখ | ১২ই আগস্ট (যোগ্যতানির্ণায়ক পর্ব) ১৩ই আগস্ট (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ১৬টি দেশের ৭৩ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
মোট ১৬টি NOC এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। এই ১৬টি NOC-এর মধ্যে ২০০৭ বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপেসেরা সময় করা ১২টি দল ছিল; সেই সঙ্গে ছিল যোগ্যতা নির্ণায়ক পর্বে সেরা সময় করা প্রথম ৪টি দল।
ফাইনাল ছাড়া সর্বমোট দু'টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রতিটিতে আটটি দল অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর কোনো দলের অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮টি দল নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটটি দল পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে একটি দলে সদস্য বদল হতে পারে।
* যে সকল সাঁতারু শুধুমাত্র হিটে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সুবাদে পদক জিতেছিলেন।
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) মাইকেল ফেলপস (১:৪৫.৩৬) রায়ান লখটে (১:৪৫.৮৬) ক্লিট কেলার (১:৪৬.৩১) পিটার ভ্যান্ডার্কি (১:৪৫.৭১) | ৭:০৩.২৪ | মেলবোর্ন, অস্ট্রেলিয়া | ৩০শে মার্চ ২০০৭ | [1] |
অলিম্পিক রেকর্ড | অস্ট্রেলিয়া (AUS) ইয়ান থর্প (১:৪৬.০৩) মাইকেল ক্লিম (১:৪৬.৪০) টড পিয়ার্সন (১:৪৭.৩৬) বিল কার্বি (১:৪৭.২৬) | ৭:০৭.০৫ | সিডনি, অস্ট্রেলিয়া | ১৯শে সেপ্টেম্বর ২০০০ | - |
এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১২ই আগস্ট | হিট ২ | ডেভিড ওয়াল্টার্স রিকি বেরেন্স এরিক ভেন্ড ক্লেট কেলার | মার্কিন যুক্তরাষ্ট্র | ৭:০৪.৬৬ | OR | |
১৩ই আগস্ট | ফাইনাল | মাইকেল ফেলপস রায়ান লখটে রিকি বেরেন্স পিটার ভ্যান্ডার্কি | মার্কিন যুক্তরাষ্ট্র | ৬:৫৮.৫৬ | OR | WR |
স্থান | NOC | যোগ্যতা | |
---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | FINA বিশ্ব চ্যাম্পিয়নশিপ | |
২ | অস্ট্রেলিয়া | ||
৩ | কানাডা | ||
৪ | ইতালি | ||
৫ | জাপান | ||
৬ | রাশিয়া | ||
৭ | গ্রেট ব্রিটেন | ||
৮ | পোল্যান্ড | ||
৯ | জার্মানি | ||
১০ | ব্রাজিল | ||
১১ | গ্রিস | ||
১২ | ফ্রান্স | ||
১৩ | অস্ট্রিয়া | ৭:১৩.৯৯ | বাকিদের মধ্যে ৪টি সেরা দল |
১৪ | দক্ষিণ আফ্রিকা | ৭:১৫.২১ | |
১৫ | চীন | ৭:১৬.১৬ | |
১৬ | হাঙ্গেরি | ৭:১৮.৯৬ | |
ক্রম | হিট | লেন | NOC | নাম | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৪ | মার্কিন যুক্তরাষ্ট্র | ডেভিড ওয়াল্টার্স ১:৪৬.৫৭ রিকি বেরেন্স ১:৪৫.৪৭ এরিক ভেন্ড ১:৪৭.১১ ক্লেট কেলার ১:৪৫.৫১ | ৭:০৪.৬৬ | Q, OR |
২ | ১ | ৪ | ইতালি | নিকোলা ক্যাসিও ১:৪৮.৭৬ মার্কো বেলোত্তি ১:৪৫.৮২ এমিলিয়ানো ব্রেম্বিলা ১:৪৬.৪৬ ম্যাসিমিলানো রোসোলিনো ১:৪৬.৮০ | ৭:০৭.৮৪ | Q, ER |
৩ | ১ | ৬ | রাশিয়া | মিখাইল পোলিশ্চুক ১:৪৮.৫৪ দানিলা ইজোতভ ১:৪৭.২৪ নিকিতা লিবিন্তসেভ ১:৪৬.৮৪ আলেক্সান্ডার সুখোরুদভ ১:৪৫.২৪ | ৭:০৭.৮৬ | Q |
৪ | ২ | ৩ | গ্রেট ব্রিটেন | ডেভিড ক্যারি ১:৪৬.৪৭ NR অ্যান্ড্রু হান্টার ১:৪৬.৮৮ রস ড্যাভেনপোর্ট ১:৪৭.১৫ রবি রেনউইক ১:৪৭.৩৯ | ৭:০৭.৮৯ | Q, NR |
৫ | ১ | ৫ | কানাডা | ব্রায়ান জোন্স ১:৪৭.৪৪ রিক সে ১:৪৭.২৪ অ্যাডাম সিউই ১:৪৭.০৫ অ্যান্ড্রু হার্ড ১:৪৬.৩১ | ৭:০৮.০৪ | Q |
৬ | ২ | ৫ | অস্ট্রেলিয়া | নিক ফ্রস্ট ১:৪৭.৪৭ গ্র্যান্ট ব্রিটস ১:৪৬.৮৪ কার্ক পামার ১:৪৭.০২ লিথ ব্রুডি ১:৪৭.০৮ | ৭:০৮.৪১ | Q |
৭ | ১ | ৭ | জাপান | ইয়োশিহিরো ওকুমুরা ১:৪৭.১৯ শু উচিদা ১:৪৬.৫৯ ইয়াসুনরি মোনোনোবে ১:৪৭.২৯ হিসাতো মাতসুমোতো ১:৪৮.০৫ | ৭:০৯.১২ | Q, AS |
৮ | ২ | ২ | দক্ষিণ আফ্রিকা | জিন বেসঁ ১:৪৫.৯৯ ড্যারিয়েন টাউনসেন্ড ১:৪৬.১৪ জ্যান ভেন্টর ১:৪৮.৩২ সেবাস্তিয়ান রুসো ১:৫০.৪৬ | ৭:১০.৯১ | Q, AF |
৯ | ২ | ৬ | অস্ট্রিয়া | ডমিনিক কোল ১:৪৭.৭২ NR ডেভিড ব্র্যান্ডল ১:৪৬.৪৫ ফ্লোরিয়ান জানিস্টিন ১:৫০.৪৮ মার্কাস রোগান ১:৪৬.৮০ | ৭:১১.৪৫ | |
১০ | ১ | ২ | চীন | লিন ঝ্যাং ১:৪৬.১৩ এঞ্জিয়ান ঝ্যাং ১:৪৯.৩১ ইয়াং সুন ১:৪৮.৭৩ হাওরান শি ১:৪৯.৪০ | ৭:১৩.৫৭ | |
১০ | ১ | ৮ | ফ্রান্স | ক্লেমেন্ত লেফার্ট ১:৪৮.৩৪ সেবাস্টিয়েন বোদে ১:৪৯.৪৭ ম্যাথু ম্যাডেলিন ১:৪৯.৮৭ অ্যামুরি লেভঁ ১:৪৫.৮৯ | ৭:১৩.৫৭ | |
১২ | ১ | ১ | জার্মানি | পল বিডেরম্যান ১:৪৭.৪৮ বেঞ্জামিন স্টার্ক ১:৪৮.৫১ ক্রিশ্চিয়ান কুবুশ ১:৪৯.২৮ স্টিফেন হার্বস্ট ১:৪৮.৬৫ | ৭:১৩.৯২ | |
১৩ | ২ | ১ | হাঙ্গেরি | জর্জো কিস ১:৪৭.৩৯ টমাস কেরেকজার্টো ১:৪৯.০৯ ডমিনিক কোজমা ১:৪৯.২৬ নর্বার্ট কোভাকস ১:৪৮.৪০ | ৭:১৪.১৪ | |
১৪ | ২ | ৭ | পোল্যান্ড | লুকাস গাজিয়র ১:৪৯.৪৩ লুকাস উটজ ১:৪৮.৫৪ মিকায়েল রোলিকি ১:৫১.১৪ প্রেজমিস্ল স্ট্যানজাইক ১:৪৮.৯৮ | ৭:১৮.০৯ | |
১৫ | ২ | ৮ | গ্রিস | আন্দ্রিয়াজ জিসিমভ ১:৪৯.০৫ নিকোলাউস জাইলোরিস ১:৪৯.৫৩ ইয়োআনিস জিয়ানৌলিস ১:৪৮.৯৬ ভ্যাসিলিওস দেমেতিস ১:৫০.৭২ | ৭:১৮.২৬ | |
১৬ | ১ | ৩ | ব্রাজিল | নিকোলাস অলিভিয়েরা১:৪৯.৪৯ রডরিগো কাস্ত্রো ১:৪৮.৩১ ফিলিপ মরিসন১:৪৯.৩৫ লুকাস সালাত্তা ১:৫২.৩৯ | ৭:১৯.৫৪ | |
ক্রম | লেন | NOC | নাম | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৪ | মার্কিন যুক্তরাষ্ট্র | মাইকেল ফেলপস ১:৪৩.৩১ রায়ান লখটে ১:৪৪.২৮ রিকি বেরেন্স ১:৪৬.২৯ পিটার ভ্যান্ডার্কি ১:৪৪.৬৮ | ৬:৫৮.৫৬ | ডব্লিউআর | |
৩ | রাশিয়া | নিকিতা লিবিন্তসেভ ১:৪৬.৬৪ ইভজেনি লাগুনভ ১:৪৬.৫৬ দানিলা ইজোতভ ১:৪৫.৮৬ আলেক্সান্ডার সুখোরুদভ ১:৪৪.৬৫ | ৭:০৩.৭০ | ER | |
৭ | অস্ট্রেলিয়া | প্যাট্রিক মার্ফি ১:৪৫.৯৫ গ্র্যান্ট হ্যাকেট ১:৪৫.৮৭ গ্র্যান্ট ব্রিটস ১:৪৭.১৩ নিক ফ্রস্ট ১:৪৬.০৩ | ৭:০৪.৯৮ | ||
৪ | ৫ | ইতালি | মার্কো বেলোত্তি ১:৪৭.৩৭ এমিলিয়ানো ব্রেম্বিলা ১:৪৭.৩৩ ম্যাসিমিলানো রোসোলিনো ১:৪৬.৫৩ ফিলিপো ম্যাগনিনি ১:৪৪.১২ | ৭:০৫.৩৫ | NR |
৫ | ২ | কানাডা | কলিন রাসেল ১:৪৬.৮৯ ব্রায়ান জোন্স ১:৪৭.৬১ ব্রেন্ট হেডেন ১:৪৪.৪২ অ্যান্ড্রু হার্ড ১:৪৬.৮৫ | ৭:০৫.৭৭ | NR |
৬ | ৬ | গ্রেট ব্রিটেন | ডেভিড ক্যারি ১:৪৬.৭৮ অ্যান্ড্রু হান্টার ১:৪৬.৭৩ রবার্ট রেনউইক ১:৪৬.১৬ রস ড্যাভেনপোর্ট ১:৪৬.২৫ | ৭:০৫.৯২ | NR |
৭ | ১ | জাপান | ইয়োশিহিরো ওকুমুরা ১:৪৬.৬১ শু উচিদা ১:৪৭.৩৬ ইয়াসুনরি মোনোনোবে ১:৪৭.৭২ হিসাতো মাতসুমোতো ১:৪৮.৬২ | ৭:১০.৩১ | |
৮ | ৮ | দক্ষিণ আফ্রিকা | জিন বেসঁ ১:৪৬.৬৭ ড্যারিয়েন টাউনসেন্ড ১:৪৭.২৪ জ্যান ভেন্টর ১:৪৯.৫৬ সেবাস্তিয়ান রুসো ১:৪৯.৫৫ | ৭:১৩.০২ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.