Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে মহিলাদের ৪৮কেজি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৯ই আগস্ট বেইজিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জিমনাসিয়ামে। প্রারম্ভিক পর্ব শুরু হয় বেলা ১২:০০টার সময় (CST)। রেপোশে ফাইনাল, সেমিফাইনাল, ব্রোঞ্জ পদকের লড়াই এবং ফাইনাল অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬:০০টার সময়।
মহিলাদের জুডো ওজন শ্রেণীর এই বিভাগই সবচেয়ে কম ওজনের। এই বিভাগে সেই সব প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে যাদের শারীরিক ভর সর্বোচ্চ ৪৮কিলোগ্রাম। জুডোর অন্যান্য বিভাগের মত এক্ষেত্রেও লড়াই পাঁচ মিনিটের হয়। যদি দেখা যায় ঐ পাঁচ মিনিটের শেষে দুজনেরই স্কোর সমান সমান, তাহলে আরও পাঁচ মিনিটের সাডেন ডেথ লড়াই হয়। যদি তাতেও দুই জুডোকার কেউ কোনো স্কোর করতে না পারে তাহলে খেলার ফলাফল বিচারকেরা স্থির করেন। সমগ্র টুর্নামেন্ট একক-অপনয়ন পদ্ধতিতে সম্পন্ন হয় যাতে শেষ পর্যন্ত স্বর্ণ পদকের লড়াই হয়। এছাড়া রেপোশে পদ্ধতিতে দুই ব্রোঞ্জ পদক বিজয়ী স্থির করা হয়। সেমিফাইনালিস্টদের কাছে পরাজিত প্রত্যেক জুডোকা রেপোশে রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। সেমিফাইনালে পরাজিত দুজন জুডোকা রেপোশে রাউন্ডের শেষ দুজনের সাথে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অংশ নেয়।
স্বর্ণ | আলিনা আলেক্সান্দ্রা দুমিত্রু রোমানিয়া |
রৌপ্য | য়ানেট বার্মোই কিউবা |
ব্রোঞ্জ | পাওলা প্যারেটো আর্জেন্টিনা |
রিয়োকো তানি জাপান |
ফাইনাল | |||
আলিনা আলেক্সান্দ্রা দুমিত্রু (ROU) | ১১০০ | ||
য়ানেট বার্মোই (CUB) | ০০০০ |
১ম রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | |||||||||||||||
উ শুগেন (CHN) | ০০০০ | |||||||||||||||||
রিয়োকো তানি (JPN) | ০০২০ | রিয়োকো তানি (JPN) | ০১০০ | |||||||||||||||
সায়াকা মাতসুমোতো (USA) | ০০০০ | রিয়োকো তানি (JPN) | ০০০১ | |||||||||||||||
পাওলা প্যারেটো (ARG) | ০০০০ | |||||||||||||||||
পাওলা প্যারেটো (ARG) | ১০০০ | |||||||||||||||||
টিফানি ডে (AUS) | ০০০০ | |||||||||||||||||
রিয়োকো তানি (JPN) | ০০১০ | |||||||||||||||||
লুডমিলা লুসনিকোভা (UKR) | ০২২১ | আলিনা আলেক্সান্দ্রা দুমিত্রু (ROU) | ০১০০ | |||||||||||||||
চানেজ ম'বার্কি (TUN) | ০০০০ | লুডমিলা লুসনিকোভা (UKR) | ০০০০ | |||||||||||||||
কিম ইয়ং-রাম (KOR) | ০১০০ | |||||||||||||||||
কিম ইয়ং-রাম (KOR) | ০০০০ | |||||||||||||||||
ইভা চের্নোভিক্সকি (HUN) | ১০০০ | আলিনা আলেক্সান্দ্রা দুমিত্রু (ROU) | ১০০০ | |||||||||||||||
সারা মেনেজেস (BRA) | ০০০০ | ইভা চের্নোভিক্সকি (HUN) | ০০১০ | |||||||||||||||
আলিনা আলেক্সান্দ্রা দুমিত্রু (ROU) | ০১০১ | |||||||||||||||||
১ম রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | |||||||||||||||
দেবী খুমুজম টোম্ব (IND) | ০০০০ | |||||||||||||||||
অ্যানা হর্মিগো (POR) | ১০১১ | অ্যানা হর্মিগো (POR) | ০০০০ | |||||||||||||||
পাক ওক-সং (PRK) | ০১০০ | |||||||||||||||||
পাক ওক-সং (PRK) | ০০১১ | |||||||||||||||||
কেলবেট নুরগাজিনা (KAZ) | ০০০১ | |||||||||||||||||
হানাতৌ উয়েলগো (BUR) | ০০০০ | |||||||||||||||||
ফ্রেদেরিক জসিনেট (FRA) | ০০০০ | কেলবেট নুরগাজিনা (KAZ) | ১০০১ | |||||||||||||||
কেলবেট নুরগাজিনা (KAZ) | ১০০০ | পাক ওক-সং (PRK) | ০০০০ | |||||||||||||||
য়ানেট বার্মোই (CUB) | ১০২১ | |||||||||||||||||
মাইকেলা বশ্চিন (GER) | ০১০১ | |||||||||||||||||
মরিয়ম মুসা (ALG) | ০০১১ | মরিয়ম মুসা (ALG) | ০০০০ | |||||||||||||||
স্যান্ড্রিন লিয়েনদৌ (GAB) | ০০০০ | মাইকেলা বশ্চিন (GER) | ০০০০ | |||||||||||||||
য়ানেট বার্মোই (CUB) | ০০০১ | |||||||||||||||||
লুডমিলা বোগদানোভা (RUS) | ০০০১ | |||||||||||||||||
য়ানেট বার্মোই (CUB) | ১০১০ | য়ানেট বার্মোই (CUB) | ০০১০ | |||||||||||||||
গ্লেন্ডা মিরান্ডা (ECU) | ০০০০ |
১ম রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ব্রোঞ্জ পদকের লড়াই | ||||||||||
উ (CHN) | ০০০১ | পাক (PRK) | ০০০১ | ||||||||||
মাতসুমোতো (USA) | ০০০০ | প্যারেটো (ARG) | ০১০০ | প্যারেটো (ARG) | ০১০০ | ||||||||
উ (CHN) | ১০০০ | প্যারেটো (ARG) | ০১১০ | ||||||||||
E. Csernoviczki (HUN) | ০০০১ | ||||||||||||
কিম (KOR) | ০০০০ | ||||||||||||
চের্নোভিক্সকি (HUN) | চের্নোভিক্সকি (HUN) | ০০০১ | |||||||||||
বাই | |||||||||||||
হর্মিগো (POR) | ০০০২ | তানি (JPN) | ১০০০ | ||||||||||
হর্মিগো (POR) | নুরগাজিনা (KAZ) | ০০০১ | বোগদানোভা (RUS) | ০০০০ | |||||||||
বাই | হর্মিগো (POR) | ০০০১ | |||||||||||
বোগদানোভা (RUS) | ০১০০ | ||||||||||||
বোগদানোভা (RUS) | ০০০১ | ||||||||||||
বোগদানোভা (RUS) | ১০০০ | বশ্চিন (GER) | ০০০০ | ||||||||||
মিরান্ডা (ECU) | ০০০০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.