Loading AI tools
জাপানে অনুষ্ঠিত ফুটবলের বিশ্বশিরোপা নির্ধারণী খেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০০২ ফিফা বিশ্বকাপ ফাইনাল হচ্ছে ২০০২ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সর্বশেষ ও শিরোপা নির্ধারণী খেলা। এটি ছিলো ফিফা বিশ্বকাপের ১৭তম আসরের ফাইনাল। এই খেলায় অংশগ্রহণ করেছিলো জার্মানি ও ব্রাজিল। খেলাটি অনুষ্ঠিত হয় জাপানের ইয়োকোহামার নিসান স্টেডিয়ামে। খেলায় ব্রাজিল ২-০ গোলে জয়লাভ করার মাধ্যমে তাদের ৫ম বিশ্বকাপ শিরোপা জয় করে। খেলাটিতে দুইটি গোলই করেন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় রোনালদো। তিনি ছিলেন ঐ বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা। দুইটি গোলই হয় খেলায় দ্বিতীয়ার্ধে। এই ম্যাচের মাধ্যমেই ব্রাজিল ও জার্মানি প্রথমবারের মতো বিশ্বকাপে পরস্পরের মুখোমুখি হয়।[1]
প্রতিযোগিতা | ২০০২ ফিফা বিশ্বকাপ | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
তারিখ | ৩০ জুন, ২০০২ | ||||||
রেফারি | পিয়েরলুইজি কোলিনা (ইতালি) | ||||||
দর্শক সংখ্যা | ৬৯,০২৯ | ||||||
জার্মানি | ০ – ২ | ব্রাজিল |
---|---|---|
(প্রতিবেদন) | রোনালদো ৬৭', ৭৯' |
জার্মানি
|
ব্রাজিল
|
|
|
অফিসিয়াল
|
ম্যাচের নিয়মকানুন
|
পরিসংখ্যান | জার্মানি | ব্রাজিল |
---|---|---|
গোল | ০ | ২ |
মোট শট | ১২ | ৯ |
গোলমুখে শট | ৪ | ৭ |
বল দখল | ৫৬% | ৪৪% |
কর্নার কিক | ১৩ | ৩ |
ফাউল | ২১ | ১৯ |
অফসাইড | ১ | ০ |
হলুদ কার্ড | ১ | ১ |
দ্বিতীয় হলুদ কার্ড & লাল কার্ড | ০ | ০ |
লাল কার্ড | ০ | ০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.