Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১৯৯৮ শীতকালীন প্যারালিম্পিক (অফিসিয়ালিভাবে সপ্তম প্যারালিম্পিক শীতকালীন গেমস) হল আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা শীতকালীন প্যারালিম্পিক গেমসের ৭ম আয়োজন, যা ৫ - ১৪ মার্চ ১৯৯৮ সালে জাপানের নাগানোতে অনুষ্ঠিত হয়। এটি ছিল ইউরোপের বাইরে অনুষ্ঠিত প্রথম শীতকালীন প্যারালিম্পিক গেমস। এ আসরে ৫৭১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে, যা শীতকালীন প্যারালিম্পিক গেমসের ইতিহাসে সর্বাধিক।[1]
৭ম শীতকালীন প্যারালিম্পিক গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | নাগানো, জাপান | ||
নীতিবাক্য | Games from the Heart (Japanese: 心からの大会, Kokorokara no Taikai) | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৩২ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৫৭১ | ||
বিষয়সমূহ | ৪ টি ক্রীড়ার ১২২ বিষয় | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ৫ মার্চ | ||
সমাপ্তি অনুষ্ঠান | ১৪ মার্চ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | Crown Prince Naruhito | ||
ক্রীড়াবিদের শপথ | Yonoe Ryuei | ||
পারালিম্পিক টর্চ | Naoya Maruyama | ||
পারালিম্পিক স্টেডিয়াম | M-Wave | ||
শীতকালীন: | |||
|
১৯৯৮ শীতকালীন প্যারালিম্পিকে ৫ টি ক্রীড়া ৩৪ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[2]
স্বর্ণ পদক অর্জনকারী শীর্ষ ১০ টি জাতীয় প্যারালিম্পিক কমিটি হল :
* স্বাগতিক দেশ (জাপান)
1 | নরওয়ে | 18 | 9 | 13 | 40 |
2 | জার্মানি | 14 | 17 | 13 | 44 |
3 | মার্কিন যুক্তরাষ্ট্র | 13 | 8 | 13 | 34 |
4 | জাপান | 12 | 16 | 13 | 41 |
5 | রাশিয়া | 12 | 10 | 9 | 31 |
6 | সুইজারল্যান্ড | 10 | 5 | 8 | 23 |
7 | স্পেন | 8 | 0 | 0 | 8 |
8 | অস্ট্রিয়া | 7 | 16 | 11 | 34 |
9 | ফিনল্যান্ড | 7 | 5 | 7 | 19 |
10 | ফ্রান্স | 5 | 9 | 8 | 22 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.