Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড একটি পাবলিক বহুজাতিক কর্পোরেশন যেটি মূলত অটোমোবাইল ও মোটরসাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত। ১৯৫৯ সাল থেকে হোন্ডা পৃথিবীর বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা। হোন্ডা পৃথিবীর বৃহত্তম অন্তর্দহ ইঞ্জিন নির্মাতা। হোন্ডা প্রতিবছর ১৪ মিলিয়ন অন্তর্দহ ইঞ্জিন উৎপাদন করে। ২০০১ সাল থেকে হোন্ডা জাপানের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল নির্মাতা।
স্থানীয় নাম | 本田技研工業株式会社 Honda Giken Kogyo Kabushiki-gaisha |
---|---|
ধরন | পাবলিক কোম্পানি |
TYO: 7267 NYSE: HMC | |
আইএসআইএন | JP3854600008 |
শিল্প | অটোমোটিভ এভিয়েশন Telematics |
প্রতিষ্ঠাকাল | হামামাতসু, জাপান (২৪ সেপ্টেম্বর ১৯৪৮ ) |
প্রতিষ্ঠাতা | সইচিরো হোন্ডা Takeo Fujisawa |
সদরদপ্তর | টোকিও, জাপান |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | Takanobu Ito (President, CEO and Representative Director) |
পণ্যসমূহ | অটোমোবাইল মোটরসাইকেল স্কুটার ইলেক্ট্রিক জেনারেটর ওয়াটার পাম্প Lawn and garden equipments টিলার আউটবোর্ড মোটর রোবটিক্স জেট এয়ারক্রাফট জেট ইঞ্জিন থিন ফিল্ম সোলার সেল Internavi |
আয় | ¥৯.৮৭৭ trillion (2013)[1] |
সুদ ও করপূর্ব আয় | ¥৫৪৪.৮ billion (2013)[1] |
নীট আয় | ¥৩৬৭.১ billion (2013)[1] |
মোট সম্পদ | ¥১১.৭৮০ trillion (2012)[2] |
মোট ইকুইটি | ¥৪.৪০২ trillion (2012)[2] |
কর্মীসংখ্যা | ১৭৯,০৬০ (২০১২)[3] |
বিভাগসমূহ | Honda Honda Motorcycles |
অধীনস্থ প্রতিষ্ঠান | List
|
ওয়েবসাইট | world |
হোন্ডার প্রতিষ্ঠাতা সাচিওরো হোন্ডা তার সারাজীবন ধরে অটোমোবাইলস এর প্রতি একটি আকর্ষণ অনুভব করে গিয়েছেন। তিনি মেকানিক হিসেবে আর্ট সোকাই গ্যারেজ এ কাজ করতেন। সেখানে তিনি গাডির টিউনিং এর কাজ করতেন, যা হচ্ছে গাড়ি গুলোকে রেসিং কার হিসেবে তৈরি করা। ১৯৩৭ সালের দিকে সাচিওরো হোন্ডা রিং পিস্টন তৈরি করেন সোকাই গ্যারেজে, এরপর তারা টয়োটার সাথে একটি চুক্তি সম্পন্ন করেছিল। কিন্তু টয়োটা সেই চুক্তি বাতিল করে দেয়, কারণ তাদের প্রোডাক্টের কোয়ালিটি ভাল ছিল না। এরপর হোন্ডা জাপানে ঘুরে ঘুরে টয়োটার কোয়ালিটির সম্পর্কে ধারণা নেন। ১৯৪১ সালের দিকে হোন্ডা আবার টয়োটার জন্য পিস্টন তৈরি করেন, এবার তিনি কোয়ালিটি ধরে রাখতে সক্ষম হন এবং টয়োটার সাথে চুক্তি বদ্ধ হন।
হোন্ডা টোকিও স্টক এক্সচেঞ্জ এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও ওসাকা, নাগোয়া, সাপ্পোরো, কিয়োটো, ফুকুওকা, লন্ডন, প্যারিস এবং সুইজারল্যান্ডের স্টক এক্সচেঞ্জ এর অন্তর্ভুক্ত।
হোন্ডার বিশ্বব্যাপী লাইনআপের রয়েছে ফিট, সিভিক, অ্যাকর্ড, ইনসাইট, সিআরভি, সিআরজেড,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.