Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হল ভারতীয় রেলের এক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, যা পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ শহর কলকাতা ও শিলিগুড়িকে সংযুক্ত করে।[1] এক্সপ্রেস ট্রেন পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের ৩০শে ডিসেম্বরে হাওড়া থেকে শুরু হয় ।[2][3] এটি পূর্ব ভারতে প্রথম বন্দে ভারত ট্রেন পরিষেবা।[4][5] এটি হাওড়া–নিউ জলপাইগুড়ি বিভাগের সবচেয়ে দ্রুতগামী ট্রেন, যা প্রায় ৮ ঘণ্টার কিছু কম সময়ের ব্যবধানে ৫৬৫ কিমি দূরত্ব অতিক্রম করে।[6]
হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | বন্দে ভারত এক্সপ্রেস |
স্থান | হাওড়া, পশ্চিমবঙ্গ |
প্রথম পরিষেবা | ৩০ ডিসেম্বর ২০২২ |
বর্তমান পরিচালক | পূর্ব রেল |
যাত্রাপথ | |
শুরু | হাওড়া (এইচডব্লিউএইচ) |
বিরতি | ২ |
শেষ | নিউ জলপাইগুড়ি জংশন (এনজেপি) |
ভ্রমণ দূরত্ব | ৫৬৫ কিমি (৩৫১ মা) |
যাত্রার গড় সময় | ০৭:৪০ ঘণ্টা |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন [lower-alpha 1] |
রেল নং | ২২৩০১ / ২২৩০২ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি চেয়ার কার, এসি এক্সিকিউটিভ চেয়ার কার |
আসন বিন্যাস |
|
ঘুমানোর ব্যবস্থা | না |
খাদ্য সুবিধা | অন-বোর্ড ক্যাটারিং |
পর্যবেক্ষণ সুবিধা | সব কোচে বড় জানালা |
বিনোদন সুবিধা |
|
মালপত্রের সুবিধা | মাথার উপরের তাক |
কারিগরি | |
গাড়িসম্ভার | বন্দে ভারত |
ট্র্যাক গেজ | ভারতীয় গেজ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রড গেজ |
পরিচালন গতি | ৭২ কিমি/ঘ (৪৫ মা/ঘ) (গড়) |
ট্র্যাকের মালিক | ভারতীয় রেল |
রক্ষণাবেক্ষণ | হাওড়া |
২২৩০১/২২৩০২ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে সপ্তাহে ৬ দিন পরিচালনা করা হয়। ৭ ঘন্টা ৪০ মিনিট সময়ে ৫৬৫ কিমি (৩৫১ মাইল) দূরত্ব গড়ে ৭২ কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করে, যা এটিকে ভারতীয় রেলের দ্রুততম যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে একটিতে পরিণত করে। ট্রেনটির প্রদত্ত সর্বোচ্চ অনুমতিযোগ্য গতি হল প্রতি ঘণ্টায় ১৩০ কিমি।
২২৩০১/২২৩০২ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী নীচে দেওয়া হল[1]:-
HWH–NJP–HWH বন্দে ভারত এক্সপ্রেস | ||||
---|---|---|---|---|
২২৩০১ | স্টেশন | ২২৩০২ | ||
আগমন | প্রস্থান | আগমন | প্রস্থান | |
-কিছুই না- | ০৫:৫৫ | হাওড়া | ২২:৪০ | -কিছুই না- |
৯:৫৬ | ৯:৫৭ | নিউ ফারাক্কা | ১৮:২৪ | ১৮:২৫ |
১০:৪০ | ১০:৪৫ | মালদা টাউন | ১৭:৪৫ | ১৭:৫০ |
১৩:৪৫ | -কিছুই না- | নিউ জলপাইগুড়ি | -কিছুই না- | ১৪:৫০ |
২২৩০১/২২৩০২ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে বর্তমানে ১৪টি এসি চেয়ার কার ও ২ টি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ রয়েছে।
অ্যাকোয়া রঙের কোচগুলি এসি চেয়ার কারকে নির্দেশ করে, এবং গোলাপি রঙের কোচগুলি এসি এগজিকিউটিভ চেয়ার কারকে নির্দেশ করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.