হরিণঘাটা
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হরিণঘাটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। হরিনঘাটা ডেয়ারি শিল্প ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত।[2]
হরিণঘাটা | |
---|---|
শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২.৯৬৩২° উত্তর ৮৮.৫৬৭৩° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | নদীয়া |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | হরিণঘাটা পৌরসভা |
• চেয়ারম্যান | রাজিব কে দালাল |
উচ্চতা | ১০ মিটার (৩০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৯৮৯[1] |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
পিন | 741249 |
টেলিফোন কোড | +91 3473 |
যানবাহন নিবন্ধন | WB-51, WB-52 |
লোকসভা নির্বাচনী এলাকা | বনগাঁ |
বিধানসভা নির্বাচনী এলাকা | হরিণঘাটা |
ওয়েবসাইট | www |
শহরটি সমুদ্র সমতল থেকে ১০ মিটার উচ্চতায় অবস্থিত। শহরটি ২৩.০০ উত্তর ও ৮৮.৫৮ দক্ষিণে অবস্থিত। এই শহরের কাছেই বিদ্যাধরী নদী ও যমুনা নদী (পশ্চিমবঙ্গ) উৎপন্ন হয়েছে।
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, হরিণঘাটার মোট জনসংখ্যা ছিল ৩,৯৮৯ জন, যার মধ্যে ১,৯৭১ (৪৯%) পুরুষ এবং ২,০১৮ (৫১%) মহিলা। ০-৬ বছর বয়সের মধ্যে জনসংখ্যা ছিল ৪৭৫। হরিণঘাটায় মোট শিক্ষিত ব্যক্তির সংখ্যা ছিল ২,৭৬৬ (৬ বছরের বেশি জনসংখ্যার ৭৮.৪৯%)।[1]
শহরটি সড়ক পথে হাবড়া, গাইঘাটা ও কল্যাণীর সঙ্গে ভাল ভাবে যুক্ত। এই শহর থেকে কল্যাণী, হাবড়া ও কলকাতার সঙ্গে বাস যোগাযোগ রয়েছে। নিকটবর্তী রেলওয়ে স্টেশন কল্যাণী ও কাঁচরাপাড়া।
রিলায়েন্স গ্রুপ হরিণঘাটা ডেইরিতে আগ্রহ প্রকাশ করেছে।[3] খাদ্য ব্যবসায় প্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের।[4] চারটি সরকারি ডেইরি যৌথ খাতে রাখার পরামর্শ দিয়েছেন পরামর্শকরা।[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.