স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং সশস্র মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রদত্ত একটি জাতীয় এবং এদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[1][2][3] এদেশের স্বাধীনতার সংগ্রাম এবং সশস্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান ও সরাসরি অংশগ্রহণ করার অসাধারণ ত্যাগ স্বীকারের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৯৮ সাল থেকে এই ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে এবং ১৯৯৮ সালে প্রথমবারের মতো শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব (মরণোত্তর), শহীদ সৈয়দ নজরুল ইসলাম (মরণোত্তর), শহীদ তাজউদ্দিন আহমদ (মরণোত্তর), শহীদ ক্যাপ্টেন মনসুর আলী (মরণোত্তর), শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান (মরণোত্তর), শহীদ আবদুর রব সেরনিয়াবাত (মরণোত্তর) এবং শহীদ শেখ ফজলুল হক মনি (মরণোত্তর)'কে “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[4]

Thumb
“স্বাধীনতা পুরস্কার”-এর স্বর্ণ পদক

বিজয়ীদের তালিকা

চাবি
মরণোত্তর মরণোত্তর সম্মননা
আরও তথ্য বছর, চিত্র ...
বছর চিত্র বিজয়ী পুরস্কারপ্রাপ্তির কারণ সূত্র
১৯৯৮ শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব (মরণোত্তর বিজয়ী)
(১৯৩০ – ১৫ আগস্ট ১৯৭৫)
মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
শহীদ সৈয়দ নজরুল ইসলাম (মরণোত্তর বিজয়ী)
(১৯২৫ – ৩ নভেম্বর ১৯৭৫)
মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
শহীদ তাজউদ্দীন আহমদ (মরণোত্তর বিজয়ী)
(২৩ জুলাই ১৯২৫ – ৩ নভেম্বর ১৯৭৫)
মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
শহীদ ক্যাপ্টেন মনসুর আলী (মরণোত্তর বিজয়ী)
(১৬ জানুয়ারি ১৯১৯ – ৩ নভেম্বর ১৯৭৫)
মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান (মরণোত্তর বিজয়ী)
(২৬ জুন ১৯২৬ – ৩ নভেম্বর ১৯৭৫)
মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
শহীদ আবদুর রব সেরনিয়াবাত (মরণোত্তর বিজয়ী)
(১৯২১ – ১৫ আগস্ট ১৯৭৫)
মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
শহীদ শেখ ফজলুল হক মনি (মরণোত্তর বিজয়ী)
(৪ ডিসেম্বর ১৯৩৯ – ১৫ আগস্ট ১৯৭৫)
গেরিলা যোদ্ধা ও মুজিব বাহিনীর প্রধান [4]
১৯৯৯ আব্দুস সামাদ আজাদ
(১৫ জানুয়ারি ১৯২৬ – ২৭ এপ্রিল ২০০৫)
মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের রাষ্ট্রদূত হিসাবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
২০০০ মরহুম মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ (মরণোত্তর বিজয়ী)
(১৯৩০ – ১৫ আগস্ট ১৯৭৫)
মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
মরহুম মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রব (বীর উত্তম) (মরণোত্তর বিজয়ী)
(২৭ নভেম্বর ১৯০০ – ২০ আগস্ট ১৯৮৬)
মুক্তিযুদ্ধকালীন চিফ অব আর্মি স্টাফ [4]
২০১৮ মতিউর রহমান মল্লিক (মরণোত্তর বিজয়ী)
(১৯৫৩ – ১৯৬৯)
মুক্তিযুদ্ধে বিশেষ অবদান [4]
২০১৯ মোফাজ্জল হায়দার চৌধুরী মুক্তিযুদ্ধে বিশেষ অবদান
এ.টি.এম. জাফর আলম
আ. ক. ম. মোজাম্মেল হক
মোশাররফ হোসেন
কাজী মিসবাহুন নাহার
আবদুল খালেক (মরণোত্তর বিজয়ী)
মোহাম্মদ খালেদ (মরণোত্তর বিজয়ী)
শওকত আলী খান
২০২০ গোলাম দস্তগীর গাজী মুক্তিযুদ্ধে বিশেষ অবদান
কমান্ডার আবদুর রউফ (মরণোত্তর বিজয়ী)
মুহম্মদ আনোয়ার পাশা (মরণোত্তর বিজয়ী)
আজিজুর রহমান
২০২১ এ কে এম বজলুর রহমান (মরণোত্তর বিজয়ী) মুক্তিযুদ্ধে বিশেষ অবদান
আহসানউল্লাহ মাস্টার (মরণোত্তর বিজয়ী)
খুরশিদ উদ্দিন আহমেদ
আখতারুজ্জামান চৌধুরী বাবু
২০২২ ইলিয়াস আহমেদ চৌধুরী (মরণোত্তর বিজয়ী) মুক্তিযুদ্ধে বিশেষ অবদান
খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) (মরণোত্তর বিজয়ী)
আব্দুল জলিল
সিরাজ উদ্দীন আহমেদ
মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর বিজয়ী)
সিরাজুল হক (মরণোত্তর বিজয়ী)
২০২৩
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.