Loading AI tools
প্রতীক বা চিহ্ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্বস্তিকা (卐 বা 卍) হল একটি প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক। এটি হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম সহ ভারতীয় ধর্মে দেবত্ব ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে এটি ব্যবহার করা হয়।[১][২] স্বস্তিকা শব্দটি সংস্কৃত स्वस्तिक থেকে এসেছে, যার অর্থ 'মঙ্গলের জন্য সহায়ক'। হিন্দুধর্মে ডানমুখী প্রতীক (ঘড়ির কাঁটার দিকে) (卐) কে স্বস্তিক বলা হয়, যা সূর্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে বাম- মুখী প্রতীক (ঘড়ির কাঁটার বিপরীত) (卍)। ) কে বলা হয় সৌভাস্তিক। যা অন্ধকার রাত বা তান্ত্রিক দিকগুলির প্রতীক ।
এটি জৈন প্রতীকবাদে আধ্যাত্মিক শিক্ষক এবং ত্রাণকর্তা করেসুপর্শ্বনাথ - ২৪ তীর্থঙ্করের সপ্তমের প্রতিনিধিত্ব করে, অন্য দিকে বৌদ্ধ প্রতীকবাদে এটি বুদ্ধের শুভ পদচিহ্নের প্রতিনিধিত্ব করে । বেশ কয়েকটি প্রধান ইন্দো-ইউরোপীয় ধর্মে, স্বস্তিকা বজ্রপাতের প্রতীক, যা বজ্র দেবতা এবং দেবতাদের রাজাকে প্রতিনিধিত্ব করে। যেমন বৈদিক হিন্দুধর্মে ইন্দ্র, প্রাচীন গ্রীক ধর্মে জিউস, প্রাচীন রোমান ধর্মে বৃহস্পতি এবং প্রাচীন জার্মানিক ধর্মে থর । সিন্ধু উপত্যকা সভ্যতার প্রত্নতাত্ত্বিক অবশেষ এবং সামাররা , সেইসাথে প্রাথমিক বাইজেন্টাইন এবং খ্রিস্টান শিল্পকর্মে প্রতীকটি পাওয়া যায় । এছাড়া এটি কিছু আফ্রিকান আমেরিকান সংস্কৃতিতে নাৎসি পার্টি ও নব্য-নাৎসিদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত।[৩][৪][৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.