সোলবা সাল (হিন্দি: सोलवाँ साल, অনুবাদ 'ষোলোতম বছর') হচ্ছে রাজ খোসলার পরিচালিত ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দেব আনন্দ ও ওয়াহিদা রহমান। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন শচীন দেববর্মণ এবং গীত লিখেছেন মজরূহ সুলতানপুরি।
সোলবা সাল | |
---|---|
পরিচালক | রাজ খোসলা |
প্রযোজক | চন্দ্রকান্ত সি দেসাই |
রচয়িতা | ওমকার দগড়া রাজ খোসলা বাপ্পী সোনি |
শ্রেষ্ঠাংশে | দেব আনন্দ ওয়াহিদা রহমান |
সুরকার | শচীন দেব বর্মণ রাহুল দেব বর্মণ |
মুক্তি | ১৯৫৮ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
- দেব আনন্দ - প্রাণান্ত কশ্যাপ
- ওয়াহিদা রহমান - লাজ
গানের তালিকা
গান | কণ্ঠশিল্পী |
---|---|
"হ্যায় আপনা দিল তো আওয়ারা" (আনন্দ) | হেমন্ত মুখোপাধ্যায় |
"হ্যায় আপনা দিল তো আওয়ারা" (দুঃখ) | হেমন্ত মুখোপাধ্যায় |
"ইয়েহি তো হ্যায় ভো, ইয়াহি হ্যায়" | মোহাম্মদ রফি |
"দেখো মোহে লাগা সোলভা সাল" | আশা ভোঁসলে, মোহাম্মদ রফি, সুধা মালহোত্রা |
"ইয়ে ভি কোয়ি রুতনে কা মৌসম হ্যায়" | আশা ভোঁসলে |
"নজর কি কাটারি হ্যায় ক্যাসি" | আশা ভোঁসলে |
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সোলবা সাল (ইংরেজি)
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.