সেন্ট ব্যাজল'স ক্যাথিড্রাল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সেন্ট ব্যাজলস ক্যাথিড্রাল (রুশ: Собор Василия Блаженного) মস্কো শহরে অবস্থিত একটি গির্জা। এটি একটি রুশ সনাতনপন্থী মণ্ডলী যার পূর্ণ নাম ক্যাথিড্রাল অফ ইন্টেরসেশন অফ থিটোকোস অন দ্য মৌট (রুশ: Собор Покрова пресвятой Богородицы, что на Рву)। ১৫৫৫-১৫৬১ খ্রিষ্টাব্দে মস্কোর লাল চত্বরে নির্মিত এই সুউচ্চ স্থাপনাটির স্থাপত্যশৈলী ও অঙ্গসজ্জা নয়নাভিরাম। এর মিনার ও গম্বুজ সমূহ বহুবর্ণিল। কাজান এবং আস্ত্রাখানের বন্দী করাকে স্মরণীয় করে রাখার উদ্দেধ্যে রাশিয়ার চতুর্থ ইভানের ফরমানে এটি নির্মাণ করা হয়েছিল। এটি শহরের কেন্দ্রীয় জ্যামিতিক হিসেবে চিহ্নিত করে এবং ১৪শ শতক থেকেই এর বৃদ্ধির কেন্দ্র।[১] ১৬০০ খ্রিষ্টাব্দে ইভান মহামতি বেল উচ্চ অট্টালিকার নির্মাণ সমাপ্ত হওয়া পর্যন্ত এটি ছিল মস্কো শহরের উচ্চতম স্থাপনা। [২]
সেন্ট ব্যাজল'স ক্যাথিড্রাল | |
---|---|
ক্যাথিড্রাল অফ ইন্টেরসেশন অফ থিটোকোস অন দ্য মৌট, Temple of Basil the Blessed | |
৫৫°৪৫′৯″ উত্তর ৩৭°৩৭′২৩″ পূর্ব | |
অবস্থান | লাল চত্বর, মস্কো |
দেশ | রাশিয়া |
মণ্ডলী | রুশ অর্থোডোক্স |
ওয়েবসাইট | রাষ্ট্রের ঐতিহাসিক জাদুঘর |
ইতিহাস | |
প্রতিষ্ঠাকাল | ১৫৫৫ |
প্রতিষ্ঠাতা(বৃন্দ) | ইভান IV |
স্থাপত্য | |
স্থপতি | বারম এবং পোষ্টনিক |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.