গাছ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সুখদর্শন, নাগদামিনী বা সুদর্শন বা নাগদল, বড়ো কানুর বা কোবা রসুন (ইংরেজি: Poison Bulb, Giant Crinum Lily, Grand Crinum Lily, Grand Crinum Lily, Spider Lily), (হিন্দি: नागदामिनी, सुदर्शन) (বৈজ্ঞানিক নাম: Crinum asiaticum) বাংলার একটি ফুল। এটি অমরিলিডাসি পরিবারের অর্ন্তভুক্ত একটি উদ্ভিদ। চমৎকার দর্শন এই ফুলে হালকা মিষ্টি ঘ্রাণ আছে। এই গাছের ঔষধি গুণও রয়েছে। উষ্ণমন্ডলীয় দেশসমূহে এটি বাগানের শোভাবর্ধক হিসেবে লাগানো হয়। এই গাছের গোড়ায় পেঁয়াজের মত কন্দ বা বাল্ব হয়। এর ফুল বেশ বড়, সাদা, সুগন্ধি এবং সুন্দর। এই গাছের সকল অংশই বিষাক্ত, যদি খাওয়া হয় বা শরীরে প্রবেশ করে। এমনকি এই গাছের রস ত্বকের সংস্পর্শে আসলেও ইরিটেশন হতে পারে।[২][৩]
সুদর্শন সুখদর্শন Crinum asiaticum | |
---|---|
সুদর্শন / সুখদর্শন | |
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Angiosperms |
শ্রেণী: | Monocots |
বর্গ: | Asparagales |
পরিবার: | Amaryllidaceae |
উপপরিবার: | Amaryllidoideae |
গণ: | Crinum |
প্রজাতি: | C. asiaticum |
দ্বিপদী নাম | |
Crinum asiaticum L.[১] | |
এই প্রজাতির ফুল সাদা, তবে আকারে ছোট এবং পাপড়ির নিচ হালকা বেগুনি।[৪]
সম্পূর্ণ উদ্ভিদটি বিষাক্ত, বিশেষত বাল্ব। [৫] এতে বিভিন্ন ধরনের এলকালয়েড রয়েছে যেমন লাইকোরিন[৬] এবং টাজেটিন। এটি কেউ খেলে বমি, পেট ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত শ্বাসক্রিয়া, রক্তপ্রবাহ বৃদ্ধি, জ্বর ইত্যাদি সমস্যা দেখা যায়। অধিক মাত্রায় ব্যবহারের ফলে স্নায়ুতন্ত্রের পক্ষাঘাত এমনকি মৃত্যু কারণ হতে পারে।[৭]
Seamless Wikipedia browsing. On steroids.